খতমে খাজেগানের I khotme Khajegan

Muhammad Jamal Uddin
0



খতমে খাজেগানের পরিচিতি


খতমে খাজেগান (ختم خواجگان) একটি বিশেষ দরুদ ও জিকিরের পদ্ধতি, যা সাধারণত নকশবন্দি সুফি তরিকার অনুসারীরা পালন করেন। এটি মূলত মহান আল্লাহর প্রশংসা, নবী মুহাম্মাদ (সা.), সাহাবা, এবং বিশেষত সুফি সাধকদের প্রতি দরুদ ও সম্মান জ্ঞাপন করার জন্য পাঠ করা হয়।


"খাজেগান" শব্দের অর্থ "শ্রদ্ধেয় পীর-মাশায়েখ" বা "উচ্চ মর্যাদাসম্পন্ন সুফি সাধক।"

এটি সাধারণত নকশবন্দি-মুজাদ্দিদি তরিকার অনুসারীরা নিয়মিত পাঠ করে থাকেন।

খতমে খাজেগান পাঠ করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহর রহমত লাভ হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয়।



খতমে খাজেগানের পাঠের ধরণ

এতে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে:


আয়াতুল কুরসি

সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস

দরুদ শরিফ (বিশেষ করে দরুদ ইব্রাহিমি ও অন্যান্য দরুদ)

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির

বিশেষ দোয়া ও মুনাজাত



এর গুরুত্ব ও ফজিলত


খতমে খাজেগান পাঠ করলে আত্মশুদ্ধি ও রুহানিয়াত বৃদ্ধি পায়।

আল্লাহর নৈকট্য লাভ হয় এবং গুনাহ মাফের সুযোগ তৈরি হয়।

এটি মুসলমানদের জন্য বরকতপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়।

যেসব পীর-মাশায়েখের নামে এটি করা হয়, তাদের আত্মার মাগফিরাত ও বরকত কামনা করা হয়।



এটি বিশেষভাবে নকশবন্দি, চিশতিয়া, কাদরিয়া ও সুহরাওয়ার্দি তরিকার মধ্যে প্রচলিত হলেও, যে কেউ এটি পড়তে পারেন এবং এর বরকত লাভ করতে পারেন।



 খতমে খাজেগান পড়ার নিয়ম।



১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আজীজ। অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَفِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। يَا شَافِي الْاَمْرَاضْ ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।
(মাওলানা দ্বীন ইসলাম আনসারী)



আরো গুরুত্বপূর্ণ  বিষয়  সম্প ের্ক জানতে ক্লিক করুন---------------------------------------




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!