দেওবন্দীদের কিছু ভ্রান্ত আকিদা পড়ে যান
আর আপনার মতামত জানাবেন যে এই ভ্রান্ত আকিদা গুলোর সাথে ফুলতলী মাসলকের কোন মৌলিক বিতর্ক রয়েছে কিনা?
আলহামদুলিল্লাহ এই ভ্রান্ত আকিদা গুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই,
1. "আল্লাহ মিথ্যা বলতে পারেন।"
কিতাব: ফাতাওয়া-ই রশীদিয়া (১ম খণ্ড),
লেখক: মাওলানা রশীদ আহমদ গাঙ্গূহী
2. "আল্লাহ আগে জানেন না বান্দা কি কাজ করবে।"
কিতাব: তাফসীর-ই বুলগাতুল হায়রান,
লেখক: মাওলানা হুসাইন আলী ওয়াঁভচরান ওয়ালা
3. "শয়তান ও মৃত্যুর ফেরেশতার জ্ঞান নবীজীর চেয়ে বেশি।"
কিতাব: বারাহীন-ই ক্বাতি'আহ,
লেখক: মাওলানা খলীল আহমদ আম্বেটভী
4. "নবীজীর কাছে দেয়ালের পেছনের জ্ঞান নেই।"
কিতাব: বারাহীন-ই ক্বাতি'আহ,
লেখক: মাওলানা খলীল আহমদ আম্বেটভী
5. "নবীজীর জ্ঞান সাধারণ মানুষের মতোই।"
কিতাব: হিফযুল ঈমান,
লেখক: মাওলানা আশরাফ আলী থানভী
6. "নামাজে নবীজীর প্রতি খেয়াল গরু-গাধার কথা ভাবার চেয়েও খারাপ।"
কিতাব: সেরাতে মুস্তাক্বীম,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
7. "'রাহমাতুল্লিল আলামীন' নবীজীর বিশেষ উপাধি নয়।"
কিতাব: ফাতাওয়া-ই রশীদিয়া (২য় খণ্ড),
লেখক: মাওলানা রশীদ আহমদ গাঙ্গূহী
8. "খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী নয়।"
কিতাব: তাহযীরুন্নাস,
লেখক: মাওলানা কাসেম নানুতভী
9. "নবীজী দেওবন্দি আলেমদের কাছ থেকে উর্দু শিখেছেন।"
কিতাব: বারাহীন-ই ক্বাতি'আহ,
লেখক: মাওলানা খলীল আহমদ আম্বেটভী
10. "নবীজীকে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
11. "আল্লাহ চাইলে নবীর মতো আরো মানুষ তৈরি করতে পারেন।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
12. "নবীজী মৃত্যুর পর মাটিতে মিশে গেছেন।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
13. "নবীরা কোনো কাজে সক্ষম নন।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
14. "নবীরা মিথ্যা থেকে মুক্ত থাকেন, এটা জরুরি নয়।"
কিতাব: তাসফিয়াতুল আক্বাইদ,
লেখক: মাওলানা কাসেম নানুতভী
15. "নবীর প্রশংসা সংক্ষিপ্ত করা উচিত।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
16. "নবী ও বান্দারা আল্লাহর তুলনায় অজ্ঞ।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
17. "নবী ও অন্যান্য সৃষ্টিকে আল্লাহর কাছে তুচ্ছ বলা যায়।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
18. "নবীকে তাগূত বলা যায়।"
কিতাব: তাফসীর-ই বুলগাতুল হায়রান,
লেখক: মাওলানা হুসাইন আলী
19. "নবীর মর্যাদা জমিদারের মতো।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী
20. "নবী-ওলী কিছুই করতে পারেন না।"
কিতাব: তাক্ব্ভিয়াতুল ঈমান,
লেখক: মাওলানা ইসমাঈল দেহলভী।
আশা করি না বুঝে অন্ধভক্তের মত কমেন্ট করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।🙏
✍️মোহাম্মদ জিয়া নোমানী মিসবাহী ভারত🥰