প্রাইমারি বিজ্ঞান প্রশ্ন সমাধান

Muhammad Jamal Uddin
0
প্রাইমারি বিজ্ঞান প্রশ্ন সমাধান



প্রাইমারি বিগত বছর সমূহের বিজ্ঞান প্রশ্ন সমাধান - ২



পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?

উত্তরঃ ড. অটো


টলেমী কে ছিলেন?

উত্তরঃ জ্যোতির্বিদ


বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি

উত্তরঃ বাড়ে


পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ

৫ লিটার। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে প্রায় ৫ - ৬ লিটার রক্তথাকে যা মানুষের শরীরের মোট ওজনের প্রায় ৮%


'ইন্টারনেট' কবে চালু হয়?

১৯৬৯ সালে


রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-

প্রিজমের কাজ করে


বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

একই হয়


তাপ প্রয়োগে সবচেয় বেশী প্রসারিত হয় কোন পদার্থ?

উত্তরঃ বায়বীয় পদার্থ


সংকর ধাতু পিতলের উপাদান হল-

তামা ও দস্তা


বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?

উত্তরঃ হাইগ্রোমিটার


গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

উত্তরঃ নাইট্রোজেন


বিলিরুবিন তৈরি হয়-

যকৃতে


মানব দেহের বড় গ্রন্থি যকৃত,

বড় অঙ্গ- ত্বক]


কোনটি সাবানকে শক্ত করে?

উত্তরঃ সোডিয়াম সিলিকেট


নিচের কোন যৌগটি 'ভিটামিন সি'?

উত্তরঃ অ্যাসকরবিক এসিড


ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

উত্তরঃ অ্যালুমিনিয়াম


কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তরঃ কঠিন


কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?

উত্তরঃ বায়ুচাপ


কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?

উত্তরঃ সাদা


কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

উত্তরঃ ভিটামিন কে


কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

উত্তরঃ কাঁঠাল


টুথপেষ্টের প্রধান উপাদান-

সাবান ও পাউডার


ম্যালিক এসিড পাওয়া যায় ে

টমেটোত


উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?

উত্তরঃ ৯ টি


কৃত্রিম জিন আবিষ্কার করেন--

হরগোবিন্দ খোরানা


জৈব বিবর্তনের জনক কে?

উত্তরঃ চার্লস ডারউইন


চিপ্চের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তরঃ নাইট্রোজেন


রেক্টিফাইড স্পিরিট হলো-

৯৫% ইথাইল অ্যালকোহল ৫% পানি


জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

উত্তরঃ পানি সেচ


দুধে থাকে--

ল্যাকটিক এসিড


কাগজের প্রধান রাসায়নিক উপাদান স

েলুলোজ


আঙ্গুর ফলে কোন এসিড বর্তমান থাকে

টারটারিক এসিড


অক্সালিক এসিড পাওয়া যায়-

আমলকিতে


লেবুর রসে কোন এসিড থাকে?

উত্তরঃ সাইট্রিক এসিড


ভিনেগারে কোন এসিড থকে? উত্তরঃ

এসিটিক এসিড


ভিনেগার বলতে কি বুঝায়?

৬-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ


জীব সংরক্ষণ ও পঁচন নিবারণের জন্য ব্যবহৃত হয়/জীববিজ্ঞানে নমুনা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-

ফরমালিন


কচু খেলে গলা চুলকায়, কারণ কঁচুতে আছে-

ক্যালশিয়াম অক্সালেট


সেভিং সাবানের উপাদান কোনটি?

উত্তরঃ কস্টিক পটাশ


সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায়-

গ্লিসারিন


সাবান তৈরির প্রধান কাঁচামাল

চর্বি


সাবান কোন উচ্চতর ফ্যাট এসিডের লবণ?

উত্তরঃ পটাসিয়াম সোডিয়াম


পাকা কলার উপাদান কোনটি?

উত্তরঃ অ্যামাইল অ্যাসিটেট


ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী?

উত্তরঃ এস্টার


রেক্টিফাইড স্পিরিট হলো-

৯৫% ইথাইল অ্যালকোহল ৫% পানি


কাঁদুনে গ্যাসের অপর নাম কি?

উত্তরঃ ক্লোরোপিক্রিরিন


কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

উত্তরঃ অক্সিঅ্যাসিটিলিন শিখা


ফল পাকানোর জন্য দায়ী কে?

উত্তরঃ ইথিলিন


বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

উত্তরঃ ওজোন


তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

উত্তরঃ বিকিরণ


কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

উত্তরঃ কালো


বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?

উত্তরঃ কিলোওয়াট ঘন্টা


কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তরঃ শুশুক


একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

উত্তরঃ ২০৬ [ শিশুদের ৩০০ টি]


কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল-

লৌহ


ব্যাটারিতে থাকে

সালফিউরিক এসিড


টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?

অঙ্কোলজি


নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

উত্তরঃ টিটেনাস


সালোকসংশ্লেষণ ঘটে না-

মূলে


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!