জাতীয় বাজেট ২০২৩-২০২৪ ও অর্থনৈতিক সমীক্ষা ২০২৩

Muhammad Jamal Uddin
0
                
জাতীয় বাজেট ২০২৩-২০২৪ ও অর্থনৈতিক সমীক্ষা ২০২৩



                    জাতীয় বাজেট ২০২৩-২০২৪



জাতীয় বাজেট ২০২৩-২০২৪ কততম বাজেট ?

উত্তরঃ ৫৩তম বাজেট (একটি অন্তবর্তীকালীন বাজেটসহ)


বাজেট ঘোষণা/উপস্থাপন করা হয়

উত্তরঃ ১ জুন, ২০২৩।


জাতীয় সংসদে বাজেট পাশ হয়

উত্তরঃ ২৬ জুন, ২০২৩।


বাজেট কার্যকর কখন ?

উত্তরঃ ১ জুলাই, ২০২৩।


বাজেটের আকার কত ?

উত্তরঃ ৭,৬১, ৭৮৫ কোটি টাকা


২০২৩-২০২৪ এর বাজেট জিডিপির কত শতাংশ ?

উত্তরঃ িডিপি এর ১৫.২০%


২০২৩-২০২৪ এর বাজেটে বৈদেশিক অনুদান কত ?

উত্তরঃ ৩,৯০০ কোটি টাকা।


২০২৩-২০২৪ এর বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দ

উত্তরঃ ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। (বাজেটের ৩৪.৫%)


২০২৩-২০২৪ এর বাজেটে জিডিপি এর আকার ধরা হয়েছে কত ?

উত্তরঃ ৫০,০৬,৭৮২ কোটি টাকা।


২০২৩-২০২৪ এর বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ?

উত্তরঃ ৭.৫%


২০২৩-২০২৪ এর বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছ কত ?

উত্তরঃ ৬.০০%


২০২৩-২০২৪ এর বাজেটে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ কোন খাতে ?

উত্তরঃ জনপ্রশাসন খাতে


২০২৩-২০২৪ এর বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্কোন খাতে ?

উত্তরঃ শিক্ষা ও প্রযুক্তি খাতে


২০২৩-২০২৪ এর বাজেটে করমুক্ত সাধারণ আয়সীমা (ব্যক্তি শ্রেণি)

উত্তরঃ ৩ লক্ষ ৫০ হাজার টাকা


২০২৩-২০২৪ এর বাজেটে মহিলা ও ৬৫+ বয়সীদের জন্য করমুক্ত আয়সীমা কত?

উত্তরঃ ৪ লক্ষ টাকা।


েশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে নগদ কত শতাংশ প্রণোদনা ?

উত্তরঃ ২.৫% প্রণোদনা








                            অর্থনৈতিক সমীক্ষা ২০২৩




অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ জনসংখ্যা বৃদ্ধির হার ?

উত্তরঃ ১.৩০%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ পুরুষ-মহিলা অনুপাত কত ?

উত্তরঃ ৯৮.১: ১০০


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত ?

উত্তরঃ ১,১৫৩ জন


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে প্রত্যাশিত গড় আয় কত ?

উত্তরঃ ৭২.৩ বছর


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসার সাক্ষরতার হার কত ?

উত্তরঃ ৭৬.৪%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে দারিদ্র্যের হার কত ?

উত্তরঃ : ১৮.৭%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে চরম দারিদ্র্যের হার কত ?

উত্তরঃ ৫.৬০%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসার GDP প্রবৃদ্ধির হার কত ?

উত্তরঃ ৬.০৩%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসার গড় মূল্যস্ফীতি হার কত ?

উত্তরঃ ৭.৫%


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে মাথাপিছু আয় কত ?

উত্তরঃ ২, ৭৬৫ মার্কিন ডলার


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে মাথাপিছু জিডিপি কত ?

উত্তরঃ ২,৬৫৭ মার্কিন ডলার


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে চলতি মূল্যে জিডিপি পরিমাণ কত কোটি টাকা ?

উত্তরঃ ৪৪,৩৯,২৭৩ কোটি টাকা


অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে স্থির মূল্যে জিডিপি পরিমাণ কত কোটি টাকা ?

উত্তরঃ ৩২,১৮,০৩১ কোটি টাকা


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!