প্রাইমারি বিগত বছর সমূহের বিজ্ঞান প্রশ্ন সমাধান - ১
বস্তুর ওজন কোথায় সবচাইতে বেশি?
উত্তরঃ মেরু অঞ্চলে
ঢেকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
উত্তরঃ শব্দ ও তাপ শক্তি।
পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১০ হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
উত্তরঃ ৪ মিনিট
কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে?
উত্তরঃ সালোকসংশ্লেষণ
খাওয়ার লবণের সংকেত কোটি?
উত্তরঃNaCl
পানির স্ফুটনাংক ও গলনাঙ্ক কত?
উত্তরঃ ১০০০ ও ০° সেলসিয়াস
রূপান্তরিত মূল কোনটি?
উত্তরঃ মিস্টি আলু
জোয়ার-ভাটার প্রধান কারণ
চাঁদের আকর্ষণ
নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তরঃ ভিটামিন বি ও সি
প্রোটিনের অভাবে মানুষের কী রোগ হয়?
উত্তরঃ কোয়ারশিয়রকর
সাপের বিষে কী থাকে?
উত্তরঃ জিংক সালফাইড
সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৮ টি
কচুরীপানা পানিতে ভাসে কেন?
উত্তরঃ কান্ড ফাপা বলে
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উত্তরঃ পারদ
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
উত্তরঃ প্লীহাতে (এছাড়া প্লীহাকে ব্লাড রিজার্ভার বলা হয়]
অপটিক্যাল ফাইবার হলো-
সরু কাঁচতন্ত্র যা আলোক রশ্মি পরিবহন করে
উইন্ডমিলের সাহায্যে কী উৎপাদন করা হয়?
উত্তরঃ বিদ্যুৎ
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো?
উত্তরঃ বায়ু, পানি, সূর্যের আলো
মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?
উত্তরঃ কমা
মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে কোনটি?
উত্তরঃ ব্যাকটেরিয়া
মানবদেহে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে-
বসন্ত, হাম, সর্দি
কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে?
উত্তরঃ ব্যাসিলাস
নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে?
উত্তরঃ সৌর প্যানেল
এসিডের একটি ধর্ম হলো-
নীল লিটমাসকে লাল করে [ক্ষার লাল লিটমাসকে নীল করে]
পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়?
উত্তরঃ দিন ও রাত্রি
পৃথিবীর বার্ষিক গতির ফলে কি হয়?
উত্তরঃ ঋতু পরিবর্তন
"রিকেটস" কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
উত্তরঃ ভিটামিন ডি
রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?
উত্তরঃ আকর্ষী
পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা কি বলা হয়?
উত্তরঃ অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ
বস্তুর ভর কখনো পরিবর্তন হয়না
উত্তর: চাদেঁ পৃথিবীতে ১০ কেজি হলে চাঁদেও ২০ কেজি কিন্তু ওজন পরিবর্তন হয়]
কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
উত্তরঃ কখোনই মিলিত হবে না
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কীভাবে দিক নির্ণয় করে?
উত্তরঃ আলট্রাসনিক শব্দের মাধ্যমে
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
পিতল।
পিসিকালচার বলতে কী বুঝায়?
উত্তরঃ মৎস্য চাষ
বজ্রপাতের সময় থাকা উচিৎ
গুহার ভেতর বা মাটিতে শুয়ে
মানব দেহে কয়জোড়া ক্রোমোজম আছে?
উত্তরঃ ২৩ জোড়া [২২ জোড়া অটোসোম থাকে ও ১ জোড়া সেক্স ক্রোমোজম]
মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
স্ফিগমোম্যানোমিটার
ঈস্ট কী?
উত্তরঃ এক ধরনের ছত্রাক
ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
হরমোন
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র
কোনটি লাল গ্রহ?
উত্তরঃ মঙ্গল
কোনটি সবুজ গ্রহ?
ইউরেনাস।
হত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি
ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ
মিউকর কী?
উত্তরঃ একটি ছত্রাক
কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়
উত্তরঃ লাল আলো
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তরঃ জিপসাম
উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান
উত্তরঃ ১২ ঘন্টা
নাইট্রোজেনের প্রধান উৎস
উত্তর বায়ুমন্ডল
Natural protein এর কোড নাম
উত্তর:P49
মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
উত্তরঃ ফিনাইল এলানিন
রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
উত্তরঃ সবুজ
কোনটি চৌম্বক পদার্থ?
উত্তরঃ কোবাল্ট
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে
উত্তরঃ১০৫ DB
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
উত্তরঃবেশি হয়
কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক
উত্তরঃ১০০ কোটি বছর আগে
হর্স পাওয়ার হলো-
উত্তরঃক্ষমতার একক [১ অশ্ব ক্ষমতা (H.P) ৭৪৬ ওয়াট]
কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন-
উত্তরঃ ৯৮ নিউটন [ W=mg, g= 9.8]