প্রতিবেদন লেখার নিয়ম - protibedon likhar niom

Muhammad Jamal Uddin
0


প্রতিবেদন লেখার নিয়ম - protibedon likhar niom


ক : প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম

তারিখ :

বরাবর,

অধ্যক্ষ

কলেজের নাম, স্থান

বিষয়

সূত্র : যেকোনো কিছু হতে পারে (প্রতিষ্ঠানের উপর নির্ভর করে)

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আপনার আদেশ নং (........) অনুসারে কলেজের আন্ত ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে প্রতিবেদন পেশ করছি।

(প্রতিবেদনের একটি শিরোনাম দিতে হবে; শিরোনাম আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন)

নিবেদক,

নাম, শ্রেণি

কলেজের নাম, স্থান

 

 

উদাহরণ: তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা কর।

বরাবর

অধ্যক্ষ

আগস্ট, ২০২১

রংপুর সরকারি কলেজ

রংপুর

বিষয়: কলেজ গ্রন্থাগার বিষয়ক প্রতিবেদন।

সূত্র: সে//প্র/২১

জনাব,

আপনার প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর সরকারি কলেজের গ্রন্থাগার পরিদর্শন এবং অনুসন্ধান করে একটি প্রতিবেদন উপস্থাপন করছি।

কলেজ লাইব্রেরির সংস্কার প্রয়োজন

ছাত্র ছাত্রীদের দাবির কারণে কলেজ লাইব্রেরি স্থাপন করা হলেও এখন তার অবস্থা খুবই করুণ। লাইব্রেরি দেখাশুনার মত কাউকে সবসময় পাওয়া যায় না। গ্রন্থাগার বিষয়ে পাশ করা কোনো ব্যক্তিকে সেখানে নিয়োগ না দেওয়ায় লাইব্রেরির এই বেহাল দশা। প্রতি মাসে নতুন নতুন বই আসার কথা থাকলেও - মাসেও তা আসে না। যে যার মত শুধু ডাইরিতে লিখে বই নিয়ে যায়, কেউ ফেরত দেয় আবার কেউ দেয় না। আইডি কার্ডের ব্যবস্থা না থাকায় যারা বই ফেরত দেয় না তাদেরকে শনাক্তকরণ করাও সম্ভব হয় না। লাইব্রেরিতে এখন খুব বেশি হলে মাত্র ৫০০ টি বই থাকতে পারে যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

এমতাবস্থায় লাইব্রেরির সংস্কারে নিচের বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

. কলেজে একজন ভালো মানের লাইব্রেরিয়ান নিয়োগ দিতে হবে যিনি লাইব্রেরি সাইন্স থেকে পাশ করেছেন।

. যেসব ছাত্র ছাত্রী লাইব্রেরি থেকে বই গ্রহণ করবেন তাদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে।

. প্রতি মাসে নতুন নতুন বই সংযুক্ত করতে হবে।

.যারা বই নিয়ে নির্দিষ্ট সময়ে বই প্রদান করবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। . বইগুলো যেমন তেমন ভাবে না সাজিয়ে তা যেন ক্যাটালগ পদ্ধতিতে সাজানো থাকে তা নিশ্চিত করতে হবে।

. বই ক্রয়ের জন্য কলেজ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।

. লাইব্রেরির জন্য ছাত্র ছাত্রীদের কাছ থেকে বার্ষিক চাঁদা নিতে হবে।

নিবেদক

নাহিদ হাসান, দ্বাদশ শ্রেণি বিজ্ঞান শাখা, রংপুর সরকারি কলেজ।




খ:সংবাদপত্রে প্রতিবেদন লেখার নিয়ম

 

প্রতিবেদনের প্রকৃতি      : সংবাদপত্র

প্রতিবেদনের বিষয়        :

প্রতিবেদনের সময়        :

শিরোনাম                     :

নিজস্ব প্রতিবেদক          : প্রথম আলো

শিরোনাম

তথ্য ……………………………………………………………………………………….

ঘটনা……………………………………………………………………………………….

বর্ণনা………………………………………………………………………………………

………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………

 

প্রতিবেদকের স্বাক্ষর:

 

প্রেরক,

নিজস্ব পতিবেদক

প্রথম আলো

প্রাপক,

সম্পাদক

প্রথম আলো

কারওয়ান বাজার, ঢাকা

 

 

 

 

উদাহরণ: তোমার এলাকায় করোনা টিকা দেওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

 

প্রতিবেদনের প্রকৃতি      : সংবাদপত্র

প্রতিবেদনের বিষয়        :   করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্ত

প্রতিবেদনের সময়        ১৯ আগস্ট, ২০২৩

শিরোনাম                     : করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক          : প্রথম আলো

 

করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি

 

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার সকল ইউনিয়নে করোনার টিকা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে সবাই। যদিও মাইকে বলা হয়েছিল যে সকল ইউনিয়নে টিকা দেওয়া হবে কিন্তু মাত্র টি ইউনিয়ন তথা কিশোরগঞ্জ এবং নয়ানখালে টিকা দেওয়া হচ্ছে। টিকা দিতেও সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রামের সাধারণ মানুষদের টিকা কার্ড সংগ্রহের জন্য কম্পিউটারের দোকানে দাড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দোকানদারও সাধারণ মানুষদের কাছ থেকে ৫০ টাকা করে নিচ্ছে যা একরকম জুলুম বলা চলে। এর পর টিকা কেন্দ্রে নেই কোনো সামাজিক দূরত্ব। মানুষের উপচে পড়া ভির দেখে মনে হচ্ছে যেন দেশ থেকে করোনা চলে গিয়েছে নতুবা টিকা দেওয়ার সাথে সাথে যেন সবাই শতভাগ নিরাপদ। এভাবে টিকা দিতে গিয়ে আরও বেশি করে সবাই করোনায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা করা যেতেই পারে।


 

সঠিকভাবে করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১.সাধারণ মানুষদেরকে শিখাতে হবে কীভাবে তারা মোবাইলের মাধ্যমে খুব সহজে সুরক্ষা অ্যাপে বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড এবং সনদ গ্রহণ করতে পারে। এর পরও যারা কম্পিউটারের দোকানে গিয়ে রেজিস্ট্রেশন করবে তাদের কাছ থেকে যেন ১০-২০ টাকার বেশি নেওয়া না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২.মাস্ক ব্যবহারের পাশাপাশি টিকা কেন্দ্রে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে।  সবাই যেন একসাথে টিকাকেন্দ্র না যায় এরকম নিয়ম তৈরি করতে হবে। সহজ ভাষায় প্রতিদিন রেজিস্ট্রারকৃত মানুষদেরকে টিকা দিতে হবে।

 

৩.টিকাকেন্দ্রে যারা সামাজিক দূরত্ব বজায় রাখবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.টিকা দিতে মানুষকে কিছু মানুষ উৎসাহ প্রদান করতে হবে।

৫. কিছু মানুষ টিকার ব্যাপারে অনেক নেতিবাচক কথা ছড়াচ্ছে যেমন টিকা দিলে মানুষ মারা যায় কিংবা টিকা ফুরিয়ে যাবে...এধরনের লোকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

প্রতিবেদকের স্বাক্ষর: নাহিদ হাসান

প্রেরক,

নিজস্ব পতিবেদক

প্রথম আলো

প্রাপক,

সম্পাদক

প্রথম আলো

কারওয়ান বাজার, ঢাকা

 

 

 



 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!