প্রিয় শিক্ষার্থীরা ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। আপনারা ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল দুপুর ১২ টার দিকে ফল হাতে পেতে পারেন। স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আপনারা দু‘টি পদ্ধতিতে এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
Dear students, HSC and Alim equivalent exam results will be published on 26 November 2023. You can get the result of HSC and Alim equivalent exam on 26th November 2023 around 12 noon. HSC and Alim equivalent examination results will be published by each center educational institution and online.You can check HSC and Alim exam result in two ways.
রেজাল্ট দেখার দুটি পদ্ধতি:
১.অফলাইনে রেজাল্ট দেখার নিয়ম
মোবাইলে যে কোন অপারেটরের মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> পরীক্ষার্থীর রোল <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণঃ
HSC CHA 641322 2023
মাদ্রাসার ক্ষেত্রে:
HSC MAD 641122 2023
টাইপ করে SEND করতে হবে 16222 নাম্বারে। মেসেজের চার্জ হিসেবে ২.৫০ টাকা কাটবে।
কিছুক্ষণ পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
রেজাল্ট দেখার দুটি পদ্ধতি:
২.অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম:
অনলাইনে দু‘টি ট্রাস্টেড সাইট থেকে রেজাল্ট দেখতে পারেন
উপরের দু’টি লিংক থেকে আপনি সহজে আপনারা নাম,পরীক্ষার সাল , বোর্ড নাম এবং ইন্সট্রাকশন অনুযায়ী ডাটা সাবমিট করেলে আপনারা ২০২৩ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল খুব সহজেই পেয়ে যাবেন।
আপনারা যদি আপনাদের নিজ নিজ বোর্ডের ওয়েব সাইট থেকে আপনাদের কাঙ্খিত রেজাল্ট দেখতে চান, তাহলে নিন্মের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন।
প্রিয় শিক্ষার্থীরা উপরের যে কোন একটি ওয়েব সাইট ব্যবহার করে আপনারা ২০২৩ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।