ই-মেইল লিখার নিয়ম - E-mail writing rules

Muhammad Jamal Uddin
0

 

ই-মেইল  লিখার নিয়ম - E-mail writing rules


'-মেইল বা বৈদ্যুতিন চিঠি আজকাল প্রায় সকলের হাতে হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনের সহজলভ্যের কারণে আমরা প্রায় সবাই ইমেইলের সাথে

পরিচিত। বেশিরভাগ মানুষ gmail ব্যবহার করে থাকে। gmail হচ্ছে এক ধরনের ইমেইল। ইমেইল এড্রেসগুলো সাধারণত এরকম হয়ে থাকেhmjamalit@gmail.com, rahim@gmail.com, karim@yahoo.com etc

 

 

-মেইল লেখার নিয়ম :

From :  প্রেরকের অর্থাৎ নিজের -মেইল এড্রেস দিতে হবে (বাস্তবে দিতে হয় না তবে পরীক্ষায় খাতায় লিখতে হবে)

To     :   এখানে প্রাপকের অর্থাৎ যাকে পাঠাবেন তার -মেইল এড্রেস দিতে হবে।

Subject Text :  এখানে যে -মেইল বা বার্তা পাঠাবেন তার শিরোনাম বা মূলকথা লিখতে হবে।এখানে যে

বার্তা পাঠাতে চান বা যা লিখতে চান তা বিস্তারিত লিখবেন (বাস্তবে এই অংশে Text লেখা থাকবে না, ফাকা থাকবে; এর মধ্যে আপনার বক্তব্য লিখতে হবে ।পুরো অংশ মূলবক্তব্য সহজ, সরল -মেইলের সংক্ষিপ্ত হওয়া উচিত।সাথে কোনো অ্যাটাচমেন্ট বা সংযুক্তি থাকলে তা নিচে উল্লেখ করতে হবে। যেমন অনেক সময় -মেইলে চাকুরির আবেদন করার সময় ছবি কিংবা জীবনবৃত্তান্ত প্রয়োজন হয়। বাস্তবে -মেইল করার সময় নিচে ছবি বা কোনো সংযুক্তি করার দিকে একটি আইকন থাকে তবে পরীক্ষার খাতায় সংযুক্তি থাকলে নিচের দিকে তা উল্লেখ করে দিতে হবে।

 

 

উদাহরণ :  তোমার বন্ধুকে করোনার টিকা গ্রহণ করার পরামর্শ দিয়ে একটি -মেইল বা বৈদ্যুতিন চিঠি লিখ।

From                       :  hmjamalit@gmail.com

To                           : rahim@yahoo.com

Subject                   : Taking  corona vaccine

Text                        :       আশা করি  তুমি এবং তোমার পরিবারের সবাই আল্লাহর রহমতে

ভালোই আছো। শুনলাম তোমাদের এলাকায় নাকি টিকা দেওয়া হচ্ছে কিন্তু গ্রামের মানুষ ভয়ে

টিকা নিচ্ছে না। এটা মোটেও সঠিক নয় যে টিকা নিলে ক্ষতি টিকা নেওয়া মানুষের করোনায়

আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। গ্রামের অনেকেই ভীতি ছড়াচ্ছে নিলে মানুষ

মারা যায়। এইসব কথায় কান না দিয়ে তুমি এবং তোমার পরিবারের সবাই টিকা নিও।

তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!