দিনলিপি:
ইংরেজিতে
দিনলিপিকে ডাইরি বলা হয়। দিনলিপি
তে সাধারণত একজন ব্যক্তি তার
প্রতিদিনের ঘটে যাওয়া সকল
ঘটনা লিপিবদ্ধ করে থাকেন। একজন
ব্যক্তির প্রত্যহ জীবনে ঘটে যাওয়া অনেক
ঘটনার মধ্যে কিছু ঘটনা থাকে
যা মনে রাখার মত
বা যা হৃদয় ছুয়ে
যায় তা চাইলে যে
কেউ লিপিবদ্ধ করতে পারে। তবে
যেমন তেমন করে প্রত্যহ
জীবনের ঘটনা লিখলেই তা
দিনলিপি হয়ে যাবে না।
কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা
মেনে দিনলিপি লিখতে হয়।
দিনলিপি লিখন কৌশল বা
নিয়ম:
১. প্রথমেই দিন-তারিখ, স্থান
ও সময় উল্লেখ করতে
হবে।
২. প্রথম বাক্যটি এমনভাবে লিখতে হবে যেন মনে
হয় পুরো দিনটির সারাংশ।
৩. লেখার সময় সবসময় 'আমি'
উল্লেখ করাই শ্রেয় অর্থাৎ
উত্তম পুরুষে লিখতে হবে।
৪. সর্বদা সত্য কথা লিখতে
হবে।
৫. সারাদিনের সকল গুরুত্বপূর্ণ ঘটনাবলী
সংক্ষিপ্তকারে লেখার চেষ্টা করতে হবে।
৬. বাক্য বড় না করে
অর্থাৎ জটিল বাক্যে না
লিখে ছোট ছোট বাক্যে
বা সরল বাক্যে লিখতে
হবে। ৭. দিনলিপিতে সবসময়
নিজের সাথে ঘটে যাওয়া
ঘটনা লিখতে হবে। অনেকেই দিনলিপি
লিখতে গিয়ে ঐতিহাসিক ঘটনা
লিখতে
শুরু করেন যা কোনো
ভাবেই উচিত নয়। ৮.
দিনলিপির ভাষা হওয়া উচিত
সহজ সরল ও আকর্ষণীয়।
৯. অযথা কাল্পনিক কিছু
না লিখে বাস্তবে যা
ঘটেছে তা গল্প রসের
মাধ্যমে তুলে ধরতে হবে।
১০.
সর্বশেষে পুরো দিনটি কেমন
লেগেছে এই সম্পর্কে মতামত
দিয়ে দিনলিপি শেষ করতে হবে।
ধরুন আজ ১৬ ডিসেম্বর (বিজয় দিবস)। বিজয় দিবসের একটি দিনলিপি লিখতে বলা হল। ছাত্র ছাত্রীরা যা করে তা হচ্ছে ১৬ ডিসেম্বর দিনটি কেমন কেটেছে তা একটু লেখার পর দেশ কীভাবে বিজয় লাভ করল কিংবা আমাদের মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা করতে যায় যা মোটেও ঠিক নয়। পুরো দিনলিপিতে লিখতে হবে 'আমি কীভাবে দিনটি পার করেছি, কোথায় কোথায় গিয়েছি, কোন কোন বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাদের সাথে দিনটি কীভাবে কেটেছে, কোন কোন অনুষ্ঠানে আমি গিয়েছি কিংবা অংশগ্রহণ করেছি ইত্যাদি।
নিচে
একটি দিনলিপির কেমন হবে তা
দেখে নেই:
তারিখ,
বার, সন
স্থান
সময়
............................................................................................................................................
.............................................................................................................................................
............................................................................................................................................
.............................................................................................................................................
উদাহরণ: তোমার কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।
২৬শে
মার্চ, ২০২১
শুক্রবার
রাত
১০ টা ৩০ মিনিট
রংপুর
আজ ২৬শে মার্চ, মহান
স্বাধীনতা দিবস। আমাদের কলেজে আজকে এই দিনটি
অনেক নাচে গানে অনেক
সুন্দরভাবে আয়োজিত হয়েছে। সকাল বেলা ঘুম
থেকে উঠে খাওয়া দাওয়া
শেষ হতে না হতেই
আমার এক বন্ধু বাসায়
এসে হাজির। অনেক সকালে সাইকেলে
করে দুজনে কলেজে গেলাম। কিছুক্ষণ পর প্রধান অতিথি
আসল। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে
অনুষ্ঠান শুরু হল। কলেজের
শিক্ষক ও অতিথিরা বেলুন
মুক্ত করে প্যারেড অনুষ্ঠান
শুরু করল। এর পর
শুরু হল নানান রকম
প্রতিযোগিতা। আমি দৌড় প্রতিযোগিতায়
২য় এবং গানের প্রতিযোগিতায়
১ম হয়েছিলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির
কাছ থেকে ২ টি
পুরস্কার পেয়ে খুব খুশি
হয়েছিলাম। এর পর আবারো
দুই বন্ধু মিলে বাসায় ফিরলাম।
আজকের দিনটা অনেক আনন্দে কাটলো;
বিশেষ করে ২ টি
পুরস্কার পেয়ে সারাদিনের ক্লান্তি
যেন শান্তিতে পরিণত হয়েছে।