বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম - Board Challenge

Muhammad Jamal Uddin
0


বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম - Board Challenge




বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম - Board Challenge

HSC Exam 2023 Board Challenge

 নিয়ম সকল তথ্য

 

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কারা করতে পারবে?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কবে শুরু কবে শেষ?

বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে কি কি লাগে ?

বোর্ড চ্যালেঞ্জ নম্বর কমে কিনা?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কোন সিম থেকে করতে হবে?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কত টাকা লাগবে কিভাবে টাকা কেটে নিবে ?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কিভাবে করতে হবে?

 

 

 

 

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কারা করতে পারবে?

 

যারা মনে করছো তোমরা কোন বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট খারাপ আসছে। তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করতে পার।

কারণ মার্কশিট যদি তুমি দেখো তাহলে কোন বিষয়ে দুই নাম্বারের কারণে প্লাস মিস করলে তুমি সেখানে খুব সহজে আবেদন করতে পারবে।

 

 

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কবে শুরু কবে শেষ?

২৭/১১/২০২৩ ইং তারিখ থেকে ০৩/১২/২০২৩ ইং তারিখের মধ্যে আবেদন করা যাবে। ০৩/১২/২০২৩ ইং রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের জন্য এইচএসসি সমমানের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

 

বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে কি কি লাগে ?

১.চ্যালেঞ্জ করতে করতে একটি টেলিটক সিম লাগবে

২. আবেদনকারীর রোল নম্বর, বোর্ডের নামের তিন অক্ষর , মোবাইল নম্বর।

৩. যে বিষয় আবেদন করবে সে বিষয়ের কোড।

 

 

বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে?

বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে?  অনেকের মনেই প্রশ্ন থাকে ।এই  প্রশ্নটির উত্তর হচ্ছে--- না। যাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর নম্বর কমেনা।নম্বর না বাড়লে কখনো কমে না । পূর্বে যা ছিল তাই থাকবে।

 

 

এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কানুন নিচে দেওয়া হলো।

RSC<space>1st three letter of board<space>Rool number<space>Subject code লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ফিরতি এসএমএস ফি উল্লেখপূর্বক একটি পিন কোড প্রদান করা হবে। আবেদন নিশ্চিত করতে নিচের মতো করে আবার এসএমএস সেন্ড করুন।

DHA<space>YES<space>Pin number<space>Contact number লিখে 16222 নম্বরে সেন্ড করুন।

 

বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩ কবে দিবে?

সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করার ২০-২৫ দিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিয়ে দেয় । চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩ কবে দিবে  সেটা শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশের তারিখ পত্রিকায় পকাশ করে।

 

বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কোথায় পাব?

 

তাছাড়া প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়।বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাওয়া খুব সহজ। আপনি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যেই নম্বর দিয়েছিলেন সেই নম্বরে ম্যাসেজ করে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

মনে রাখবেন, রেজাল্ট ওয়েবসাইটে না আসলে মনে করবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়নি ।




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!