সপ্তম শ্রেণীর বিজ্ঞান চূড়ান্ত মূল্যায়ন | সপ্তম শ্রেণির বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন সমাধান ধাপ-৩

Muhammad Jamal Uddin
0

 

সপ্তম শ্রেণীর বিজ্ঞান চূড়ান্ত মূল্যায়ন | সপ্তম শ্রেণির বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন সমাধান ধাপ-৩



ধাপ (মূল্যায়ন উৎসবের দিন: ১২০ মিনিট)

তৃতীয় সেশনের শুরুর ২৫ মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে। প্রতিটি দল সবচাইতে পরিবেশবান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে

এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে। এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে, একইসাথে মানবস্বাস্থ্যের উপরে এদের প্রভাবও আলোচনা করবে।

 

সমাধান :

আমার এলকার জন্য সবচাইতে পরিবেশবান্ধব এবং উপযোগী যানবাহন:

আমার এলকার জন্য সবচাইতে পরিবেশবান্ধব যানবাহন হচ্ছে রিক্সা। রিক্সা প্যাডেল দিলে চলে, অর্থাৎ এক্ষেত্রে একজন রিক্সাচালক তার শারীরিক শক্তি প্রয়োগ করে প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে থাকেন। রিক্সা চালাতে কোনো জ্বালানী শক্তির প্রয়োজন পড়ে না। আবার বর্তমানে ব্যাটারীচালিত রিক্সারও প্রচলন শুরু হয়েছে। এগুলো মূলত শক্তি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করে। যা সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। রিক্সা সীমিত গতির একটি বাহন। ফলে রিক্সা দ্বারা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে থাকে। তাই বলা যায়, আমার এলাকার জন্য রিক্সাই সবচাইতে পরিবেশবান্ধব এবং উপযোগী একটি যানবাহন।

 

 

পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ:

বর্তমানে দ্রুতগতিসম্পন্ন যানবাহনগুলো বিভিন্ন প্রকার জ্বালানী ব্যবহার করে। ফলে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। নিচে পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব তুলে ধরা হল:

 

. বায়ু দূষণ: বিভিন্ন প্রকার যানবাহন যেমন বাস, মোটরসাইকেল, ট্রাক, লঞ্চ, জাহাজ, ট্রলার জ্বালানী হিসেবে পেট্রল, ডিজেল, অকটেন ইত্যাদি ব্যবহার করে। এসব জ্বালানীর পোড়া ধোয়া বাতাসে মিশে বায়ুকে দূষিত করে।

 

.তাপমাত্রা বৃদ্ধি: যানবাহনগুলো শক্তি হিসেবে যেসব জ্বালানী পুড়ে থাকে, তার প্রায় সবই প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে। কার্বন বায়ুর সাথে মিশে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। ফলে পৃথিবীতে গরম বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে পানিতে পরিণত হচ্ছে।

 

. শব্দ দূষণ: যানবাহনগুলো চলাচলের সময়ে প্রচুর হর্ন বাজায়। এসব হর্নে উচ্চশব্দ ব্যবহার করা হয়ে থাকে। এই চর্ন শব্দ দমণ করে।

 

 

পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ:

বর্তমানে দ্রুতগতিসম্পন্ন যানবাহনগুলো বিভিন্ন প্রকার জ্বালানী ব্যবহার করে। ফলে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। নিচে পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব তুলে ধরা হল:

 

. বায়ু দূষণ: বিভিন্ন প্রকার যানবাহন যেমন বাস, মোটরসাইকেল, ট্রাক, লঞ্চ, জাহাজ, ট্রলার জ্বালানী হিসেবে পেট্রল, ডিজেল, অকটেন ইত্যাদি ব্যবহার করে। এসব জ্বালানীর পোড়া ধোয়া বাতাসে মিশে বায়ুকে দূষিত করে।

 

.তাপমাত্রা বৃদ্ধি: যানবাহনগুলো শক্তি হিসেবে যেসব জ্বালানী পুড়ে থাকে, তার প্রায় সবই প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে। কার্বন বায়ুর সাথে মিশে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। ফলে পৃথিবীতে গরম বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে পানিতে পরিণত হচ্ছে।

 

. শব্দ দূষণ: যানবাহনগুলো চলাচলের সময়ে প্রচুর হর্ন বাজায়। এসব হর্নে উচ্চশব্দ ব্যবহার করা হয়ে থাকে। এই হর্ন শব্দ দূষণ করে।

 

 

মানবস্বাস্থ্যের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব আলোচনা:

মানবস্বাস্থ্যের উপর যানবহানের ক্ষতিকর প্রভাব রয়েছে। নিচে এগুলো তুলে ধরা হল:

 

১.শ্বাসকষ্ট: যানবাহনের কালো ধোয়া বায়ু দূষিত করে। এই দূষিত বায়ুতে দীর্ঘকাল ধরে বসবাস করা মানুষ তীব্র শ্বাসকষ্টে ভুগে থাকেন।

 

. শ্রবণ শক্তি কমে যাওয়া: যেসব স্থানে যানবাহন বেশি চলাচল করে, সেসব স্থানে বেশি পরিমাণে হর্নের শব্দ থাকে। এসব উচ্চশব্দ মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস করে দেয়। শুধু তাই নয়, অতিরিক্ত শব্দের মধ্যে থাকলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!