৭ম শ্রেণীর বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান ছক-১ || 7th Class Bengali Annual Summative Assessment

Muhammad Jamal Uddin
0

 

৭ম শ্রেণীর বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান ছক-১ || 7th Class Bengali Annual Summative Assessment

ধাপসমূহ :

ধাপ (প্রথম কর্মদিবস : ৯০ মিনিট)

কাজ-: রচনা লেখা:

শিক্ষার্থীদের শিক্ষক কিছু দলে ভাগ করে দেবেন। তারপর নিচের তালিকা থেকে প্রতিটি দলকে যেকোনো একটি লটারির মাধ্যমে নির্বাচন করতে দেবেন:

ক। নিচের ছকটি থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো:


দেশের নাম

 

২০১০ সাল পর্যন্ত বাঘের সংখ্যা

 

২০১৫ সালের জরিপে বাঘের সংখ্যা

 

বাংলাদেশ

৪৪০

 

১০৬

ভূটান

৭৫

১০৩

 

কম্বোডিয়া

৫০

ভারত

১৭০৬

২২২৬

মিয়ানমার

৮৫

৮৫

নেপাল

১২১

১৯৮

থাইল্যান্ড

২৫২

১৮৯

ভিয়েতনাম

২০

 


হুমকির মুখে বাঘের অস্তিত্ব




বিশ্বজুড়ে দ্রুতহারে হ্রাস পাচ্ছে বাঘের পরিমাণ। সর্বশেষ দুটি বাঘশুমারি অনুযায়ী বিশ্বব্যপী বাঘের অস্তিত্ব এখন প্রায় বিলীনের পথে। ২০১৫ সালের জরিপ থেকে দেখা যায় যে, বিগত বছরে আশঙ্কাজনক হারে বাঘের হার কমে গেছে। কিছু কিছু দেশে বাঘ শুধু কমেইনি, বরং শূন্য হয়ে গেছে। যা বেশ অস্বস্তিজনক খবর। যেমন কম্বোডিয়ায় ২০১০ সালেও যেখানে ৫০টি বাঘ ছিল, ২০১৫ সালে সেখানে আর একটি বাঘও অবশিষ্ট নেই। অপরদিকে ভিয়েতনামে মাত্র ৫ বছরের মধ্যে ৪ ভাগের ৩ ভাগ বাঘই বিলুপ্ত হয়েছে। বাংলাদেশকে বিশ্বদরবারে অনেকেই রয়েল বেঙ্গল টাইগার এর পরিচয়ে চিনে থাকে। অথচ সেই বাংলাদেশেরও অন্যতম পরিচায়ক রয়েল বেঙ্গল টাইগার রয়েছে হুমকির মুখে। বাংলাদেশ থেকে প্রায় ২৪ শতাংশ বাঘ বিলুপ্ত হয়ে গেছে এই ৫ বছরে। এদিকে বাঘের পরিমাণ স্থিতীশীল রয়েছে মিয়ানমারে। সেখানে ২০১০ সালে যে পরিমাণ বাঘ ছিল, ২০১৫ সালের গণনাও সমপরিমাণ বাঘ দেখা যায়। অর্থাৎ সেখানরকার কর্তৃপক্ষ বাঘের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে ভারসাম্য রাখতে সক্ষম হয়েছে। এর মধ্যেও আশার বাণী এই যে, ভারতে বাঘের পরিমাণ ক্রমবর্ধমান রয়েছে। সেখানে গত ৫ বছরে প্রায় ৫২০টি বাঘ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেখানে বাঘের পরিমাণ ২২২৬টি।

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!