রবি -উল -আখিরের প্রধান প্রধান ঘটনা - Main main events of Rabi-ul-Akhir

Muhammad Jamal Uddin
0


রবি -উল -আখিরের প্রধান প্রধান ঘটনা - Main main events of Rabi-ul-Akhir



রবি-উল- আখিরে যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগণ ওফাত গ্রহণ করেছেন তাদেঁর নাম সমূহ নিন্মে তারিখ সহ দেওয়া হলো ।

রবি -উল -আখিরের প্রধান প্রধান ঘটনা

 

৬রবি আল-আখির, ১৩৭০ হিজরি

 

এটি ফকিহ আল-আজম মুহাম্মাদ শরীফ কোটলাভী َحْمَةُ الـلّٰـهِ عَلَيْه, ইমাম আহমদ রাজা খানের অন্যতম উত্তরসূরির মৃত্যুকে চিহ্নিত করে।

 

১১ রবি -উল -আখির, ৫৬১ হিজরি

 

বিখ্যাত সাধক জ্ঞানবাদী, শায়খ আব্দুল কাদির আল-জিলানী َحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর মৃত্যু।

 

১৭ রবি -উল -আখির, ৭০১ হিজরি

 

সাধক, সাইয়্যেদ মুহাম্মদ শাহ দুলহা সবজওয়ারী َحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর ইন্তেকাল।

 

১৮ রবি -উল -আখির, ৭২৫হিজরি

 

প্রবীণ সাধক এবং আধ্যাত্মিকতার স্তম্ভ, খাজা নিজাম আল-দীন আউলিয়া َحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর ইন্তেকাল।

 

২১ রবি -উল -আখির, ১২৫২হিজরি

 

হানাফী মাযহাবের প্রধান ফকীহ ইমাম সাইয়্যেদ মুহাম্মদ আমীনের ইন্তেকাল। আবিদীন আল-শামী আল-কাদিরি رَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه

 

২৫ রবি -উল -আখির, ১০৪৬ হিজরি

 

দরবেশ আলম শাহ বুখারী সোহরাওয়ার্দী َحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর ইন্তেকাল।

 

২৯ রবি - উল -আখির, ৬২৭ হিজরি

 

সুফি গুরু, শায়খ ফরিদ আল-দীন মুহাম্মদ আল-আতাতার رَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর ইন্তেকাল।


রবি-উল - আখির হিজরি

 

মুমিনদের মা, লেডি জয়নাব বিনতে খুজাইমা َضِیَ الـلّٰـهُ عَنْهَا

 

রবি -উল - আখির হিজরি

 

মুহাম্মদের অভিযান . মাসলামা رَضِىَ الـلّٰـهُ عَـنْهُ

 

আল্লাহর রসূল صَلَّى الـلّٰـهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم তাঁর ১০ জন সাহাবী عَـلَيْهِمُ الرِّضْوَانْকে যুল-কাসাহ-এর বিদ্রোহী গোত্রকে দমন করার জন্য পাঠান। অভিযানে অংশগ্রহণকারী অধিকাংশ সাহাবী عَـلَيْهِمُ الرِّضْوَانْ শহীদ হন।

 

রবি -উল -আখির ৬৫ হিজরি

 

সাহাবী সুলায়মান (.)-এর শাহাদাত। সূরাদ আল-খুযায়ী َضِىَ الـلّٰـهُ عَـنْهُ

 

হে আল্লাহ পরাক্রমশালী !!!!

তাদের প্রতি রহম করুন এবং তাদের জন্য জবাবদিহি ছাড়াই আমাদের ক্ষমা করুন।

 

اٰمِیْن بِجَاہِ خاتَمِ النَّبِیّیْن صلَّی اللہ تعالیٰ علیہ واٰلہٖ وسلَّم

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!