রবি-উল- আখিরে যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগণ ওফাত গ্রহণ করেছেন তাদেঁর নাম সমূহ নিন্মে তারিখ সহ দেওয়া হলো ।
রবি -উল -আখিরের প্রধান প্রধান ঘটনা
৬রবি
আল-আখির, ১৩৭০ হিজরি
এটি
ফকিহ আল-আজম মুহাম্মাদ
শরীফ কোটলাভী রَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه, ইমাম আহমদ রাজা
খানের অন্যতম উত্তরসূরির মৃত্যুকে চিহ্নিত করে।
১১ রবি -উল -আখির,
৫৬১ হিজরি
বিখ্যাত
সাধক ও জ্ঞানবাদী, শায়খ
আব্দুল কাদির আল-জিলানী রَحْمَةُ
الـلّٰـهِ عَلَيْه এর মৃত্যু।
১৭ রবি -উল -আখির,
৭০১ হিজরি
সাধক,
সাইয়্যেদ মুহাম্মদ শাহ দুলহা সবজওয়ারী
রَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه
এর ইন্তেকাল।
১৮ রবি -উল -আখির,
৭২৫হিজরি
প্রবীণ
সাধক এবং আধ্যাত্মিকতার স্তম্ভ,
খাজা নিজাম আল-দীন আউলিয়া
রَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه
এর ইন্তেকাল।
২১ রবি -উল -আখির,
১২৫২হিজরি
হানাফী
মাযহাবের প্রধান ফকীহ ও ইমাম
সাইয়্যেদ মুহাম্মদ আমীনের ইন্তেকাল। আবিদীন আল-শামী আল-কাদিরি رَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه।
২৫ রবি -উল -আখির,
১০৪৬ হিজরি
দরবেশ
আলম শাহ বুখারী সোহরাওয়ার্দী
রَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه
এর ইন্তেকাল।
২৯ রবি - উল -আখির,
৬২৭ হিজরি
সুফি
গুরু, শায়খ ফরিদ আল-দীন
মুহাম্মদ আল-আতাতার رَحْمَةُ الـلّٰـهِ عَلَيْه এর ইন্তেকাল।
রবি-উল - আখির ৪ হিজরি
মুমিনদের
মা, লেডি জয়নাব বিনতে
খুজাইমা রَضِیَ الـلّٰـهُ عَنْهَا।
রবি -উল - আখির ৬ হিজরি
মুহাম্মদের
অভিযান খ. মাসলামা رَضِىَ الـلّٰـهُ عَـنْهُ।
আল্লাহর
রসূল صَلَّى الـلّٰـهُ عَلَيْهِ
وَاٰلِهٖ وَسَلَّم তাঁর ১০
জন সাহাবী عَـلَيْهِمُ الرِّضْوَانْকে যুল-কাসাহ-এর বিদ্রোহী গোত্রকে
দমন করার জন্য পাঠান।
এ অভিযানে অংশগ্রহণকারী অধিকাংশ সাহাবী عَـلَيْهِمُ الرِّضْوَانْ
শহীদ হন।
রবি -উল -আখির ৬৫ হিজরি
সাহাবী
সুলায়মান (আ.)-এর শাহাদাত।
সূরাদ আল-খুযায়ী রَضِىَ
الـلّٰـهُ عَـنْهُ।
হে আল্লাহ পরাক্রমশালী !!!!
তাদের প্রতি রহম করুন এবং
তাদের জন্য জবাবদিহি ছাড়াই
আমাদের ক্ষমা করুন।
اٰمِیْن بِجَاہِ خاتَمِ النَّبِیّیْن صلَّی اللہ تعالیٰ علیہ واٰلہٖ
وسلَّم