প্রশ্নঃ বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয় কখন থেকে ?
উত্তরঃ পাল বংশের মাধ্যমে
প্রশ্নঃ কিউবার ক্ষেপনাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে ?
উত্তরঃজন এফ. কেনেডি।
প্রশ্নঃ অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?
উত্তরঃউত্তর আমেরিকায়।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
উত্তরঃ ইংরেজি ভাষায়।
প্রশ্নঃ জার্মানির বিমান সংস্থার নাম কি ?
উত্তরঃ ইলুফথানসা
প্রশ্নঃ বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছ কোন অনুচ্ছেদে ?
উত্তরঃ ৮৭ নং অনুচ্ছেদ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অর্টিকেল আছ কয়টি ?
উত্তরঃ ১৭টি (অধিকার বললে ১৮টি)
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হল কোনটি ?
উত্তরঃ বীরশ্রেষ্ট
প্রশ্নঃ বার্ড এর প্রতিষ্ঠাতা হলেন কে ?
উত্তরঃ আখতার হামিদ খাঁন
প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রি কে ?
উত্তরঃ শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে
প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি ?
উত্তরঃ হামিং বার্ড
প্রশ্নঃ বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ণ আছে ?
উত্তরঃ ৪টি তারকা চিহ্ন আছে
প্রশ্নঃ বিকেএসপি অবস্থিত কোথায় ?
উত্তরঃ সাভারে।
প্রশ্নঃ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি করে ?
উত্তরঃ রাশিয়ার তৈরী
প্রশ্নঃ আন্তর্জাতিক ধান গভেষণা প্রতিষ্ঠান অবস্থিত কোথায় ?
উত্তরঃ ম্যানিলায়
প্রশ্নঃ CTBT স্বাক্ষরিত হয়েছিল কেন ?
উত্তরঃ পারমানবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করণের উদ্দেশ্য
প্রশ্নঃ ফেয়ার ফ্যাক্স কি ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
প্রশ্নঃ লেবাননের মুদ্রার নাম কি ?
উত্তরঃ পাউন্ড।
প্রশ্নঃ চীনের প্রথম প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ সান ইয়াৎ সেন
প্রশ্নঃ গণচীনের প্রথম প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ সান ইয়াৎ সেন
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রস্ততম ও গভীরতম নদী হল কোনটি ?
উত্তরঃ মেঘনা।
প্রশ্নঃ বরিশালের প্রাচীন নাম কি ?
উত্তরঃ চন্দ্রদ্বীপ
প্রশ্নঃ জর্জ হ্যারিসন কে ?
উত্তরঃ ব্রিটিনের নাগরিক
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মাঈনুল হোসেন
প্রশ্নঃ মুজিব নগর দিবস কবে ?
উত্তরঃ ১৭ এপ্রিল
প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদ কোনটি ?
উত্তরঃ ভলগা ভলগা নদী রাশিয়ায় অবস্থিত
প্রশ্নঃ বাংলাদেশের কাল বৈশাখি ঝড় হয় কখন ?
উত্তরঃ প্রাক মৌসুমি ঋতুত
প্রশ্নঃ পূর্ব সর্তক ছাড়াই সংঘটিত হয় কি?
উত্তরঃ ভূমিকম্প
প্রশ্নঃ ভারতের সেভেন সিস্টার্সের তিনটি রাজ্যর সাথে বাংলাদেশের সীমান্ত নেই সেগুলো কি ?
উত্তরঃ নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর
প্রশ্নঃ জুমচাষ পদ্ধতি দেখা যায়-চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহ কি কি ?
উত্তরঃ খাগড়াছড়ি, রাঞ্জামাটি, বান্দরবান
প্রশ্নঃ হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত কিভাবে ?
উত্তরঃ ইউ আকৃতির উপত্যকা
প্রশ্নঃ বৈদেশিক মুদ্রার রিজাবের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান
উত্তরঃ ৪৫ তম
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল কোনটি ?
উত্তরঃ মেসোপটেমিয়া অপশনে নাথাকলে মিশরীয়” হবে।
প্রশ্নঃ দুই জার্মানি একত্রিত হয় কখন ?
উত্তরঃ ১৯৯০ সালে
প্রশ্নঃবাংলাদেশের সংবিধানের অভিভাবক কে ?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।
প্রশ্নঃ মনপুরা দ্বীপ অবস্থিত কোথায় ?
উত্তরঃ ভোলায়
প্রশ্নঃ জাতিসংঘ সনদের কত ধারা অনুযায়ী ন্যাটো সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ৫১ নং ধারা অনুযায়ী ন্যাটো সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্নঃ দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কখন ?
উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০২২।
প্রশ্নঃ লিজ ট্রাস যুক্তরাজ্যের কততম প্রধানমন্ত্রি ছিলেন ?
উত্তরঃ ৩য় নারী প্রধানমন্ত্রি ছিলেন।
প্রশ্নঃ বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে ?
উত্তরঃ ২৯তম অধিবেশনে ১৩৬ তম সদস্য লাভ করে
প্রশ্নঃ শিখা অনির্বাণ অবস্থিত কোথায় ?
উত্তরঃ ঢাকা সেনানিবাস
প্রশ্নঃ শিখা চিরন্তন অবস্থিত কোথায় ?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
প্রশ্নঃ লাহোর প্রস্তাব ১৯৪০ এর মূল বিষয় ছিল কি ?
উত্তরঃ মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা।
প্রশ্নঃ আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কোনটি ?
উত্তরঃ বায়ু প্রবাহ ।
প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় কত ডিগ্রী বরাবর ?
উত্তরঃ ১৮০* বরাবর
প্রশ্নঃ স্ট্যাচু অব পিস কোথায় ?
উত্তরঃ সিউল, দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ পিস স্ট্যাচ নাগাসাকি কোথায় ?
উত্তরঃ জাপান
প্রশ্নঃ কর্নার স্টোন অব পিস কোথায় ?
উত্তরঃ ওকিনাওয়া, জাপান
প্রশ্নঃ ভারত ও শ্রীলঙকাকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তরঃ প্রক প্রণালী।
প্রশ্নঃ সতীদাহ প্রথা রহিত করেন কে ?
উত্তরঃ লর্ড বেন্টিঙক
প্রশ্নঃ কার সম্মতি ছাড়া বিল পাশ করা যাবেনা ?
উত্তরঃ রাষ্ট্রপতির
প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ ইসাবেলা পেরণ
প্রশ্নঃ পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি কোনটি ?
উত্তরঃ পিগমারা কঙ্গোর অধিবাসী।
প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে সর্বপ্রথম কাজটি কি ?
উত্তরঃ ঝুঁকি চিহ্নিত
প্রশ্নঃ সব কটা জানালা খুলে দাওনা সুরকার ও গীতিকার কে ?
উত্তরঃ সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল গীতিকার :নজরুল ইসলাম বাবু।
প্রশ্নঃডোমরা স্থলবন্দর অবস্থিত কোথায় ?
উত্তরঃ সাতক্ষীরায়।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা ব্যবহৃত হয় কোন দেশে ?
উত্তরঃ চীন
প্রশ্নঃ বব্রহ্মাদেশ নামে পরিচিত কোনটি ?
উত্তরঃ মিয়ানমার
প্রশ্নঃ বায়ুমন্ডলের মোট শক্তির কত % সূর্য থেকে আসে ?
উত্তরঃ ৯৯.৯৭% শক্তি আসে সূর্য হতে।
প্রশ্নঃ প্রত্যেক ব্যাক্তির চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের কততম অনুচ্ছেদ ?
উত্তরঃ ৩৯ (১)নং অনুচ্ছেদে বর্ণিত
প্রশ্নঃ এইডস প্রথম ধরা পড় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে।
প্রশ্নঃ মরিচ ঝাল লাগে কেন ?
উত্তরঃ ক্যাপসিনিন নামক উপাদানের জন্য ।