প্রশ্ন: বাংলাদেশ অলেম্পিকে অংশ গ্রহণ করেছে
উত্তর: ১৯৮৪ সাল থেকে।
প্রশ্ন: বিশ্ব এইডস দিবস
উত্তর: ১ ডিসেম্বর।
প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
উত্তর: টেলিমেডিসিন।
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের গ্রন্থের লেখক
উত্তর: শিলিপ আব্দুর রউফ।
প্রশ্ন: সুইডেনের মুদ্রার নাম
উত্তর: ক্রোনা
প্রশ্ন: রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা
উত্তর: যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা
প্রশ্ন: সংস্কৃতি, হলো
উত্তর: মানব আচরণের সমষ্টি।
প্রশ্ন: মেঘনাকাটা হিসেবে গণ্য করা হয়
উত্তর: ৬ দফাকে।
প্রশ্ন: ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: উত্তর অফ্রিকা অঞ্চলের দেশগুলোর সীমানা
উত্তর: জ্যামিতিক অকৃিতির
প্রশ্ন: ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়
উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫০ এবং স্বাধীনতা লাভ - ১৫ আগষ্ট ১৯৪৭-
প্রশ্ন: "বঙ্গ বন্ধুকে” রাজনীতির "নান্দনিক শিল্পি" বলেছেন
উত্তর: শেখ হাছিনা
প্রশ্ন: সবুজ রংয়ের আলোতে হলুদ রংয়ের বস্তুকে
উত্তর: কালো রং দেখাবে। -
প্রশ্ন: সুন্দরবন ব্যাতিত দেশের সর্বপ্রথম সরকারি কুমির প্রজনন অবস্থিত
উত্তর: বার্গরহাটে।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম
উত্তর: হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
প্রশ্ন: থাইল্যান্ডের মুদ্রার নাম
উত্তর: বাথ
প্রশ্ন: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: নৌপথ ছিল
উত্তর: ১০ নং সেক্টরের অধিনে।
প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলা ভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেন
উত্তর: ধীরেন্দ্রনাথ দত।
প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম
উত্তর: সিসমোগ্রাফ।
প্রশ্ন: বাংলাদেশ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে
উত্তর: রাশিয়ার সাথে।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন মারা যান
উত্তর: ২০১৪ সালে৷
প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রচার চালু করেন
উত্তর: চট্টগ্রামের কালুরঘাট থেকে।
প্প্রশ্ন: গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগিত
উত্তর: রাজশাহী
প্রশ্ন: কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে
উত্তর: স্টার্ট আপ ডিস্ক
প্রশ্ন: সংবিধান পরিবর্তন করা হয়
উত্তর: ১৭ বার মোট অনুচ্ছেদ- ১৫৩টি।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা
উত্তর: ১১৭৬ বঙ্গাব্দে। ইংরেজি - ১৭৭০ খ্রি
প্রশ্ন: রোহিঙ্গার নাগরিকত্ব হারায়
উত্তর: ১৯৮২ সালে।
প্রশ্ন: জানিংঘ ঘোষিত বিশ্ব অটোস্টিক সচেতনা দিবস
উত্তর: ২ এপ্রিল,
প্রশ্ন: সুনিল অর্থনীতির সাথে সম্পর্কিত
উত্তর: সমুদ্র সম্পদ ।
প্রশ্ন: শিশু সহায়তায় হট লাইন নাম্বার
উত্তর: ১০৯৮
রশ্ন: ১৫ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
উত্তর: ২০৩০ সালে বাংলাদেশ ও ভারতে।
প্রশ্ন: ভাষ্কর্য জননী ও গর্বিত বর্ণমালার এর স্থপতি
উত্তর: মৃণাল হক,
প্রশ্ন: কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কাজ করে
উত্তর: রিসোর্স হিসাবে।
প্রশ্ন: বাংলা নৌকা বাইচ উৎসরের সূচনা করেছিল
উত্তর: ইসলাম খান।
প্রশ্ন: ইনকা সভ্যতার বিকাশ ঘটে দক্ষিণ আমেরিকার
উত্তর: পেরু অঞ্চলে।
প্রশ্ন : কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ বেশি
উত্তর: রাঙ্গামাটি
প্রশ্ন: বর্তমানে দেশে চা আবাদের ভ্যালি
উত্তর: ৭টি।
প্রশ্ন: সুবা বাংলা” শব্দটি প্রথম ব্যবহার করা হয়
উত্তর: সম্রাট আকবরের সময়ে।
প্রশ্ন: বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের সমায়।
প্রশ্ন: মীর জুমলার কামানটি যে যুদ্ধে ব্যবহৃত হয়
উত্তর: আসাম যুদ্ধে।
প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু ছাড়া আওয়ামী লীগের আরো ২জন নেতার উল্লেখ আছে, তারা হলেন
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক এম ইউসুফ।
প্রশ্ন: মানুষ” নাটকের প্রেক্ষাপট
উত্তর: সাম্প্রদায়িক দাঙ্গা ।
প্রশ্ন: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত
উত্তর: ভারতের গুজরাটের গান্ধি নগরে।
প্রশ্ন: তবে সার্ক কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত
উত্তর: ঢাকায়।
প্রশ্ন: বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ ঘোষণা করেন
উত্তর: ১১ জানুয়ারি
প্রশ্ন: দানিউব নদী- ইউরোপ মহাদেশে অবস্থিত
উত্তর: ২য় দীর্ঘতম নদী
প্রশ্ন: সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু
উত্তর: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
প্রশ্ন: ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার ছিলেন
উত্তর: ইসলামখান
প্রশ্ন: ১ম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়
উত্তর: ১৯৩০ সালে, উরুগুয়ে।
প্রশ্ন: জিব্রাল্টার প্রাণালী পৃথক করেছে
উত্তর: মরক্কো- স্পেন
শ্ন: বাংলাদেশের জাতীয় সংঙ্গিত রচিত হয়
উত্তর: ১৩১২ সনে। প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে বদস্পর্শন পত্রিকায়।
প্রশ্ন: ৬ দফার ২য় দফাটি কি সম্পর্কিত
উত্তর: কেন্দ্রীয় সকার সম্পর্কিত
প্রশ্ন: বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত
উত্তর: তুরস্কে
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত
উত্তর: মাহমুদ হক চৌধুরি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ
উত্তর: তাহমিনা হক ডলি।
প্রশ্ন: ঢাকায় ধোলাই খাল খনন করেন
উত্তর: ইসলাম খান।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয়
উত্তর: ১৫ খাতে।
প্রশ্ন: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
উত্তর: কার্টাগেনা প্রটোকল।
প্রশ্ন: পরিবিবি ছিলেন
উত্তর: শায়েস্তা খানের কন্যা।
প্রশ্ন:. ইথিওপিয়ার পূর্ব নাম
উত্তর: আবিসিনিয়া
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরের অন্তর্ভুক্ত ছিল
উত্তর: ৮নং সেক্টরে।
প্রশ্ন: ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু চাকরি নিয়েছিলেন
উত্তর: আলফা ইস্যুরেন্স বিমা কোম্পানী
প্রশ্ন: কোর্ট অব রেকর্ড বলা হয়
উত্তর: সুপ্রিম কোর্টকে,
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত
উত্তর: সেন্ট মার্টিন
প্রশ্ন: উপকূল হতে বাংলাদেশে সমুদ্রসীমা
উত্তর: ২০০ নটিক্যাল মাইল ।
প্রশ্ন: কোন গোষ্টি থেকে বাঙ্গালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে
উত্তর: অস্ট্রিক গোষ্টি
প্রশ্ন: ইবনে বতুতা বাংলায় আসেন
উত্তর: ফখরউদ্দিন মোবারক শাহের আমলে।টি
প্রশ্ন: কৃষ্ণগহ্বরের প্রকৃতি সর্ম্পকে প্রথম ধারনা দেন
উত্তর : আইনস্টাইন।
প্রশ্ন: প্রথম ওপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল
উত্তর: ভেনিজুয়েলা
প্রশ্ন: ভূমি আইন নিষিদ্ধ করণের জন্য স্বাক্ষরিত চুক্তি
উত্তর: অটোয়া চুক্তি
প্রশ্ন: জিবুতি অবস্থিত – এডেন উপসাগরের পাশে।
প্রশ্ন: পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক
প্রশ্ন: জিবুতি অবস্থিত – এডেন উপসাগরের পাশে।
প্রশ্ন: – ওডারনীম নদী।
প্রশ্ন: Frist distortion of constitution বলা হয়
উত্তর: ৫ম সংশোধনীকে।
প্রশ্ন: কাজাখস্তানের বর্তমান রাজধানী
উত্তর: আস্তানা।
প্রশ্ন: ওরা ১১ জন ” চলচিত্রের পরিচালক
উত্তর: চাষী নজরুল ইসলাম।
প্রশ্ন: রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রন করে
উত্তর: আইরোক্যালসিটোনিন।
প্রশ্ন: প্রধান বিচারপতি নিয়োগ দেন
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বর্ণনা করা আছে
উত্তর: ২১নং অনুচ্ছেদে
প্রশ্ন: শেখ রাসেলকে নিয়ে শেখ হাছিনার লেখা বই
উত্তর: আমাদের ছোট রাসেল সোনা ।
প্রশ্ন: ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের
উত্তর: জলবায়ু বলা হয়
প্রশ্ন: উইকিপিডিয়া হলো
উত্তর: মুক্ত বিশ্বকোষ।
প্রশ্ন: ভালো কোলেস্টেরল বলা হয়
উত্তর: এইচ. ডি. এলকে। -
প্রশ্ন: সর্ব প্রথম আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটি গাওয়া হয়
উত্তর: ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে ।
প্প্রশ্ন: বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে
উত্তর: আয়োনোস্ফিয়ার
প্রশ্ন: সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়ে
উত্তর: নিরক্ষ রেখার উপর।
প্রশ্ন: যে দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত
উত্তর: নিঝুম দ্বীপ
প্রশ্ন: ইউনেস্কোর ৪০ তম সভায় বাংলাদেশের সাথে একসাথে
উত্তর: মুজিববর্ষ উদযাপনের সিন্ধান্ত হয়।
প্রশ্ন: বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত
উত্তর: মানিকগঞ্জে
প্রশ্ন: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়টি সংবিধানের
উত্তর: ২২নং অনুচ্ছেদে
প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো পরিচিত
উত্তর: পুঞ্জি নামে।
প্রশ্ন: USA ও বাংলাদেশ এই দুটি দেশ ঘোষণা দিয়ে
উত্তর: স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন: পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দনেৎস্ক একত্রে পরিচিত
উত্তর: দনবাস নামে।
প্রশ্ন: সুমাত্রা অবস্থিত
উত্তর: ভারত মহাসাগরে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উত্তর: ইকবাল হল প্রথম হানাদার বাহিনী দ্বারা আক্রান্ত হয়।
প্রশ্ন: টেমস নদীর তীরবর্তী শহর
উত্তর: লন্ডন।
প্রশ্ন: সাইনিং পাথ হচ্ছে
উত্তর: পেরুর গেরিলা সংগঠন।
প্রশ্ন: বেলফোর ঘোষণা
উত্তর: ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার আথে সম্পর্কিত।
প্রশ্ন: জাপান পার্ল হারবার আক্রমণ করে
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১ সালে