বাংলাদেশ বিষয়াবলির উপজাতি বিষয়ক সাধারণ জ্ঞান - General Knowledge of Tribal Affairs of Bangladesh

Muhammad Jamal Uddin
0


বাংলাদেশ বিষয়াবলির উপজাতি বিষয়ক - Tribal Affairs of Bangladesh Affairs





প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি ?

 উত্তরঃ রোহিঙ্গা

প্রশ্নঃ ওয়ানগালা উৎসব কাদের ?

উত্তরঃ গারোদের।

প্রশ্নঃ মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায় ?

উত্তরঃ গারো।

প্রশ্নঃ স্থানীয় ভাষায় গারোদের কী বলা হয় ?

উত্তরঃ মান্দি।

প্রশ্নঃ গারোদের ভাষা কী ?

উত্তরঃ গারোদের প্রধান ভাষা দুটি । ১. আচিক খুসিক ২. মান্দি খুসিক

প্রশ্নঃ গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে ?

উত্তরঃ ময়মনসিংহ।

 প্রশ্নঃ উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কী নামে পরিচিত ?

উত্তরঃ কুরুখ।

প্রশ্নঃ’মুক্তিবেটী’ হিসেবে খ্যাত কাকঁকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিলেন?

উত্তরঃ খাসিয়া।

প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে ?

উত্তরঃ ৮ টি ।

প্রশ্নঃ’খিয়াং ‘ সম্প্রদায় যেখানে বসবাস করে –

উত্তরঃ পাবর্ত্য চট্টগ্রাম।

প্রশ্নঃ’মারমা’ উপজাতিরা বাস করে=

উত্তরঃ বান্দরবানের টিম্বুক পাহাগের পাদদেশে।

প্রশ্নঃ বালাদেশে বসবাসকারী কোন উপজাতি সংখ্যায় গরিষ্ঠ ?

উত্তরঃ চাকমা।

প্রশ্নঃ বাংলাদেশের বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি ?

উত্তরঃ মারমা।

প্রশ্নঃ বাংলাদেশের কোন ‍ উপজাতির সংখ্যা সবচেয়ে কম ?

উত্তরঃ খুমি ও চক।

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক?

উত্তরঃ চাকমা।

প্রশ্নঃ উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর ‘বিরিশিরি’ কোথায় অবস্থিত ?

উত্তরঃ নেত্রকোণা।

প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী ?>

উত্তরঃ পাঙন।

প্রশ্নঃ খুমীি উপজাতিরা কোথায় বাস করে ?

উত্তরঃ বান্দরবানে।

প্রশ্নঃ বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায় ?

উত্তরঃ গারো উপজাতি সমাজে।

প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন একটি উপজাতি-

উত্তরঃ মাওরি

প্রশ্নঃ বাংলাদেশের মারমা ইপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি?

উত্তরঃ সাংগ্রাই।

প্রশ্নঃ বাওয়ালি ‘ কারা ?

উত্তরঃ সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী।

প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি ?

উত্তরঃ বুদ্ধ পূর্ণিমা।

প্রশ্নঃ বাংলাদেশির প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথা্য় ?

উত্তরঃ নেত্রকোণায়।

প্রশ্নঃ টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে।খঅগড়াছড়ি ।

প্রশ্নঃ’রাজবংশী’ উপজাতিরা কোথায় বাস করে?

উত্তরঃ রংপুর।

প্রশ্নঃ বাংলাদেশে সাওঁতালরা প্রধানত বাস কোন জেলায় ?

উত্তরঃ রাজশাহী ও দিনাজপুরে।

প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী ?

উত্তরঃ বৌদ্ধ ধর্ম।

প্রশ্নঃ ‘রাখাইন ‘ উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে ?

উত্তরঃ প্টুয়াখালী জেলায়।

প্রশ্নঃ রাখাইন’ ইপজাতিরা পটুয়াখালী জেলা ছাড়া আর কোন জেলায় বাস করে ?

উত্তরঃ কক্সবাজার জেলায়।

প্রশ্নঃ কোন উপজাতি সম্প্রদায় পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে ?

উত্তরঃ হাজং।

প্রশ্নঃ বাংলাদেশে কোন  উপজাতির সংখ্যা সবচেয়ে  বেশি ?

উত্তরঃ চাকমা।

প্রশ্নঃ খাগড়াছড়ির উপজাতীয় রাজা কোন নামে পরিচিত ?

 উত্তরঃ বোমাং  রাজা।

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায়?

উত্তরঃ গারো।

প্রশ্নঃ খাসিয়া উপাজাতিদের ভাষা কী ?

উত্তরঃ মন-খেমর ভাষার অর্ন্তগত।

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি নারীদের মধ্যে বহু বিবাহের প্রচলন দেখা যায়?

 উত্তরঃ খাসিয়া ।

প্রশ্নঃ কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতন্ত্রিক ?

উত্তরঃ মারমা।

প্রশ্নঃ মারমা  উপজাতির ভাষা কী ?

উত্তরঃ মারমা ভাষা।

প্রশ্নঃ হাজংদের ‍উপজাতিরা কোথায় বসবাস করে ?

 ময়মনসিংহ ও নেত্রকোণা।

প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি ?

উত্তরঃ চাকমা।

প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি বসবাস করে না ?

উত্তরঃ নাগা (ভারতে বাস করে)

প্রশ্নঃ মুনিপুরীদের প্রধান উৎসবের নাম কী ?

 উত্তরঃ রাসোৎসব বা রাসনৃত্যু।

প্রশ্নঃ বাংলাদেশের খ্যিাত মণিপুরী নাচ কোন অঞ্চলের ?

 উত্তরঃ সিলেট অঞ্চলের।

প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গোত্রে বিভক্ত ?

উত্তরঃ ২টি। ১.বিষ্ণুপিয়া মনিপুরী ও মৈতৈ মনিপুরী।

প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী ?

উত্তরঃ বৈষ্ণব ধর্ম।

প্রশ্নঃ বাংলাদেশের  কোন উপজাতি  জনগোষ্ঠীর মূল আবাস পাবর্ত্য চট্টগ্রামে নয় ?

উত্তরঃ খাসিয়া।

প্রশ্নঃ বাংলাদেশের খাসিয়া উপজাতিরা কোন জেলায় বাস করে ?

উত্তরঃ সিলেট।

রখাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত ?

উত্তরঃ পুঞ্জি।

প্রশ্নঃ খাসিয়া উপজাতি কোন ধর্মাবলম্বী ?

উত্তরঃ খ্রিস্টান ।

প্রশ্নঃ সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশে মোট কতটি উপজাতি বাস করে ?

 উত্তরঃ ৫০ টি।

প্রশ্নঃ’চাকমা’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ মানুষ।

প্রশ্নঃ ‘চাকমা’ উপজাতি নিজেদের কী বলে পরিচয় দেয় ?

উত্তরঃ চাঙমা।

প্রশ্নঃ চাকমারা কোন ধর্মালম্বী ?

উত্তরঃ বৌদ্ধ।

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি ?

উত্তরঃ চাকমা।

 প্রশ্নঃ ‘ফালগুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব?

উত্তরঃ চাকমাদের

প্রশ্নঃ চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তরঃ জান বক্স খান।

প্রশ্নঃ চাকমাদের গ্রামকে কী নাম েপরিচিত ?

উত্তরঃ আদাম।

প্রশ্নঃ চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী ?ৎ

উত্তরঃ ফাবো।

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় চাকমা উপজাতি সবচেয়ে বেশি সংখ্যক বাস করে ?

 উত্তরঃ বাঙ্গামাটি জেলায়।

প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসবের নাম কী ?

 উত্তরঃ বুদ্ধপূর্ণিমা।

প্রশ্নঃ তঞ্চঙ্গ্যা উপজাতির নবান্ন উৎসবের নাম কী ?

 উত্তরঃ নয়াভাতখানা।

প্রশ্নঃ মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?

উত্তরঃ ছিয়াছত।

প্রশ্নঃ পাবর্ত্য চট্টচগ্রামের প্রাচীন উপজাতি কোনটি ?

 উত্তরঃ মুরং বা ম্রো।

প্রশ্নঃ বাংলাদেশের ত্রিপুরা উপজাতি গোষ্ঠী যে ধমর্বিশ্বাসের অনুসারী ?

উত্তরঃ সমাতন ধর্ম

প্রশ্নঃ ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী ?

 উত্তরঃ বৈসুক।]

 মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী ?

উত্তরঃ বিঞু।

 উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসবকে কী বলা হয়?

উত্তরঃ বৈসাবি।

প্রশ্নঃ কোন সাল থেকে উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ শুরু হয়?

উত্তরঃ ১৯৮৫ সালে।

প্রশ্নঃ গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কী?

উত্তরঃ ওয়ানগালা।

প্রশ্নঃ’ফাগুয়া উৎসব’ বা দোল উৎসব’ কাদের ?

উত্তরঃ মৌলভীবাজার জেলার চা-শ্রমিক উপজাতি জনগোষ্ঠীর উৎসবের নাম।

প্রশ্নঃ সাঁওতালদের ফসল তোলার উৎসবকে কী বলে?

উত্তরঃ সোহরাই।

গারো উপজাতি কোন ধর্মাবলম্বী ?

উত্তরঃ বৌদ্ধ ধর্মাবলম্বী

প্রশ্নঃ রাজবংশী উপজাতি কোন ধর্মাবলম্বী ?

উত্তরঃ প্রধানত প্রকৃতি পূজারি

প্রশ্নঃ সাঁওতালদের প্রধান উৎসবের নাম কী ?

উত্তরঃ সোহরাই।


বাংলাদেশ বিষয়াবলির উপজাতি বিষয়ক সাধারণ জ্ঞান - General Knowledge of Tribal Affairs of Bangladesh,


প্রশ্নঃ রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী ?

উত্তরঃ সাংগ্রাই যার অপর নাম ‘জলকেলি’

প্রশ্নঃ’জলকেলি’ কাদের উৎসব?

উত্তরঃ রাখাইন।

প্রশ্নঃ রাখাইন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কী ?

উত্তরঃ বুদ্ধ পূর্ণিমা।

প্রশ্নঃ আর্ন্তজাতিক আদিবাসি দিবস কবে ?

উত্তরঃ ৯ আগস্ট।

প্রশ্নঃ বাওয়ালি’ কারা ?

সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী

প্রশ্নঃ একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা কে ?

উত্তরঃ ইউ কে সিং  (তিনি যুদ্ধ করেন ৬ নং সেক্টরে। তাঁর বাড়ি বান্দরবান জেলায়)

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতির কোনো লিখিত বর্ণমালা নেই?

উত্তরঃ সাওঁতাল উপজাতি।

প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কখন?

উত্তরঃ ১৮৫৫ সালে।

প্রশ্নঃ সাঁওতাল গ্রাম প্রধানদের কী বলা হয়?

উত্তরঃ রাজা।

প্রশ্নঃ পাবর্ত্য চট্টগ্রাম উপজাতি ও সাওঁতাল গোত্র প্রধানদেরে কী বলা হয়?

উত্তরঃ রাজা।

প্রশ্নঃ খাসিয়া গোত্র প্রধানদের কী বলা হয়?

উত্তরঃ মন্ত্রী।

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিহরা তিব্বত থেকে এসেছে?

উত্তরঃ গারো উপজাতি।

প্রশ্নঃ বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির?

উত্তরঃ মাওরি,মুর ,পিগমি, টোডা, শেরপা প্রভৃিত্ত।

প্রশ্নঃ রাখাইন উপজাতি কোথায় বাস করে ?

উত্তরঃ পটুয়াখালী ও কক্সবাজার জেলায়।

প্রশ্নঃ কোন জেলায় রাখাইন উপজাতি সবচেয়ে বেশি বাস করে?

উত্তরঃ পটুয়াখালী জেলায় ।

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সমাজে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায়?

মারমা,চাকমা, হাজং, সাওঁতাল

প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারী বিয়ে করে ?

উত্তরঃ তঞ্চঙ্গ্যা উপজাতি।

প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে উপজাতির বসবাস নেই ?

উত্তরঃ খুলনা।

পাবর্ত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত ?

উত্তরঃ ১১টি।

প্রশ্নঃ বাংলাদেশের হাজং উপজাতিরাপ কোথায় বাস করে?

উত্তরঃ পাবর্ত্য চট্টগ্রামে।

প্রশ্নঃ বনজোগী উপজাতিরা কোথায় বাস করে?

উত্তরঃ বান্দরবান জেলার গভীর অরণ্যে।

প্রশ্নঃ মগদের আদিনিবাস কোথায় ?

উত্তরঃ আরাকান

প্রশ্নঃ মগরা পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত ?

উত্তরঃ মারমা।

প্রশ্নঃমগরা সমতল এলাকায় কী নামে পরিচিত ?

উত্তরঃ রাখাইন।

প্রশ্নঃ উপজাতিদের গেরিলা সংগঠনের নাম কী?

উত্তরঃ শান্তিবাহিনী।

প্রশ্নঃ শান্তিবাহিনী প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা।

প্রশ্নঃ’পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।

পাবর্ত্য অঞ্চলে  কৃষি পদ্ধতি কী নামে পরিচিত ?

উত্তরঃ জুমচাষ।

র’জুমচাষ’ কোথায় দেখা যায় ?

উত্তরঃ পাহাড়ী অঞ্চলে।

প্রশ্নঃ জুমচাষের বিকল্প পদ্ধতির নাম কী ?

উত্তরঃ সল্ট।

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!