সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩ - Class VII Annual Summative Assessment Routine 2023

Muhammad Jamal Uddin
0

৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩

  • ১৫/১১/২০২৩, বুধবার — বাংলা
  • ১৬/১১/২০২৩, বৃহস্পতিবার — জীবন ও জীবিকা
  • ১৯/১১/২০২৩, রবিবার — গণিত
  • ২০/১১/২০২৩, সোমবার — স্বাস্থ্য সুরক্ষা
  • ২১/১১/২০২৩, মঙ্গলবার — ইংরেজি
  • ২২/১১/২০২৩, বুধবার — ডিজিটাল প্রযুক্তি
  • ২৩/১১/২০২৩, বৃহস্পতিবার — ধর্ম (সকল)
  • ২৬/১১/২০২৩, রবিবার — বিজ্ঞান
  • ২৭/১১/২০২৩, সোমবার — শিল্প ও সংস্কৃতি
  • ২৮/১১/২০২৩, মঙ্গলবার — ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩ - Class VII Annual Summative Assessment Routine 2023


অন্যান্য সাধারণ নির্দেশনা

১। শিক্ষক লক্ষ্য রাখবেন কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে প্রভাবিত না করে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি শ্রেণির বাইরের কাজ যেন ডিজিটাল প্রযুক্তির পর যে বিষয়ের সেশন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে। সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মত শেষ করতে হবে।


২। ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’ এই ধরণের পাঠগুলো শিক্ষক নিজে পড়ে বুঝিয়ে দিতে পারেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন। 

এতে করে সেশনের সময় কিছুটা সংক্ষেপ করা সম্ভব হবে এবং প্রয়োজনে পরের সেশনের কিছু কাজ আগের এই সময়ে সম্পন্ন করা যাবে। এভাবে শিক্ষকের সুবিধা অনুসারে কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাঝে সম্পন্ন করে একটি সেশন কমানো যাবে।


৩। দুর্যোগ বা অন্যান্য কারনে যদি বিদ্যালয় বন্ধ থাকে, শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ, দলীয় বাড়ির কাজ, তথ্য সংগ্রহ এই ধরণের কাজগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিখন কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয়।


৪। যে কোন উপস্থাপনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোন সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না।


৫। শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করতে হবে।



                                    Download PDF File

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!