budget 2023-2024 বাংলাদেশের বাজেট

Muhammad Jamal Uddin
0


budget 2023-2024 বাংলাদেশের বাজেট



                বাংলাদেশের বাজেট (২০২৩-২০২৪)


বাজেট : ৫২তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)

আজকে আমরা বাংলাদেশের বাজেট নিয়ে আলোচনা করবো।  বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় ১ জুন ২০২৩ । বাংলাদেশের অন্তবর্তীকালীন বাজেট ছাড়া এই বাজেটটি ৫১ তম বাজেট। বাংলাদেশের বাজেট ঘোষণা নিম্নে দেওয়া হলো । 

আপনারা বাংলাদেশের বাজেট সম্পর্কে এই ওয়েব সাইট থেকে ধারণা লাভ করতে পারনেন।


  ঘোষণা : জুন ২০২৩


ঘোষক : মুস্তফা কামাল (টানা ৫ম বার)

  স্লোগান : উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা

বাজেট পাস : ২৬ জুন ২০২৩

বাজেট কার্যকর : জুলাই ২০২৩

- আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম এবং মোট ২৫তম বাজেট। সর্বাধিক বাজেট পেশ করেন এম সাইফুর রহমান আবুল মাল আব্দুল মুহিত (১২ বার করে)


        budget 2023-2024 বাংলাদেশের বাজেট। budget 2023-2024 বাংলাদেশের বাজেট।

        budget 2023-2024 বাংলাদেশের বাজেট। budget 2023-2024 বাংলাদেশের বাজেট।

              এক নজরে বাজেট

        বাজেটের আকার                      ,৬১,৭৮৫ কোটি টাকা

   পরিচালন ব্যয়                                  ,৮৪,২০৩ কোটি টাকা

    উন্নয়ন ব্যয়                                      ,৭৭,৫৮২ কোটি টাকা

    রাজস্ব আয়                                   ,০০,০০০ কোটি টাকা

    বৈদেশিক অনুদান                         ,৯০০ কোটি টাকা

    ঘাটতি (অনুদানসহ)                      ,৫৭,৮৮৫ কোটি টাকা

    GDP' প্রবৃদ্ধির                           .%

    মূল্যস্ফীতি                                     .%

    মোট GDP                                      ৫০,০৬, ৭৮২ কোটি টাকা

    বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)         ,৬৩,০০০ কোটি টাকা

                                                            (মোট বাজেটের ৩৪.%)

 

                     সর্বোচ্চ বরাদ্দ

জনপ্রশাসন খাত                 ,৬৭,৮৮০ কোটি টাকা

মোট বাজেটের                        ২২.0%

শিক্ষা প্রযুক্তি খাত               ,০৪,১৩৭ কোটি টাকা (মোট বাজেটের ১৩.% )

পরিবহন যোগাযোগ         ৮৭,৬২৯ কোটি টাকা  (মোট বাজেটের ১১.%)

 



করমুক্ত আয়সীমা                                       ২০২৩-২৪ (টাকা)

সাধারণ                                                                ৩,৫০,০০০

মহিলা ৬৫ বছর বা তদূর্ধ্ব                                  ৪,০০,০০০                

প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গ                                 ৪,৭৫,০০০

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা (গেজেটভুক্ত)                               ৫,০০,০০০



                                দীর্ঘ বাজেট বক্তৃতা


এবারের বাজেট শুনতে সময় লাগে প্রায় সোয়া দুই ঘণ্টা। অর্থমন্ত্রী মুস্তফা কামাল নিজে পড়লে হয়তো সময় আরও বেশি লেগে যেত। কিন্তু পুরো বাজেট বক্তৃতা আগে থেকে রেকর্ড করে অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে উপস্থাপন করা হয় সিনেমার মতোই বিষয়বস্তু অনুযায়ী, যন্ত্রসংগীত যুক্ত করা হয় এতে। সুন্দর কণ্ঠের অধিকারী একজনকে দিয়ে পুরো বাজেট রেকর্ড করে দেখানো বা শোনানো বিশ্বের একমাত্র ঘটনা। পৃষ্ঠার সংখ্যার দিক থেকেও এবারের বাজেট বক্তৃতাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বক্তৃতা। মূল বক্তৃতা ১৯৮ পৃষ্ঠার, পরিশিষ্টসহ আছে ২৪৮ পৃষ্ঠা। ২০২২-২৩ অর্থবছরের বক্তৃতাটি ছিল ২০৮ পৃষ্ঠার।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!