বাংলাদেশের ঐতিহাসিক স্থান

Muhammad Jamal Uddin
0

 

বাংলাদেশের ঐতিহাসিক স্থান


 বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান


  প্রশ্নঃ আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ?

উত্তরঃ  খাগড়াছড়ি জেলায়।

  প্রশ্নঃ চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত ?

 উত্তরঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ।

 প্রশ্নঃ  চন্দ্রনাথ পাহাড় কেন বিখ্যাত?

 উত্তরঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য।

 প্রশ্নঃ বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে ?

 উত্তরঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে।

  প্রশ্নঃ বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা রয়েছে ?

উত্তরঃ  কক্সবাজার জেলার হিমছড়ি পাহাড়ে

  প্রশ্নঃ হিমছড়ি পাহাড় কোথায় অবস্থিত?

উত্তরঃ  কক্সবাজার জেলায়।

  প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উচুঁ পাহাড় কোনটি?

উত্তরঃ  গারো পাহাড়

 প্রশ্নঃ গারো পাহাড় কোথায় অবস্থিত?

 উত্তরঃ ময়মনসিংহ জেলায় ।

  প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

 উত্তরঃ তাজিংডং ।

প্রশ্নঃ  বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তরঃ  কেওক্রাডং ।

 প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোথায় অবস্থিত?

 উত্তরঃ বান্দরবান জেলায়।

 প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উত্তরঃ  পুণ্ড্রবর্ধন। বতর্মানে যা মাহস্থানগড় নামে পরিচিত।

প্রশ্নঃ  মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তরঃ  বগুড়া জেলায়।

  প্রশ্নঃ খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উত্তরঃ  কুমিল্লার ময়নামতিতে।

 প্রশ্নঃ রামুমন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ    কক্সবাজারের রামু থানায়।

প্রশ্নঃ  উত্তরা গণভবন কোথায়?

উত্তরঃ  নাটোর।

 প্রশ্নঃ উত্তরা গণভবন কে নির্মাণ করেন ?

 উত্তরঃ দয়ারাম রায়।

  প্রশ্নঃ কান্তজীর  মন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ  দিনাজপুর।

প্রশ্নঃ   বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

 উত্তরঃ রাজশাহী।

  প্রশ্নঃ কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?

  উত্তরঃ নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত।

 প্রশ্নঃ কুসুম্বা মসজিদ কে নির্মাণ করেন?

 উত্তরঃ গিয়াসউদ্দীন বাহাদুর শাহ।

 প্রশ্নঃ পানাম নগর কোথায় অবস্থিত?

উত্তরঃ  সোনারগাঁয়ে।

 প্রশ্নঃ আফগান দুর্গ কোথায় অবস্থিত?

উত্তরঃ  ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।

প্রশ্নঃ  আহসান মঞ্জিল কে নির্মান করেন?

উত্তরঃ  নবাব আব্দুল গণি।

  প্রশ্নঃ আহসান মঞ্জিল কত সালে নির্মান করা হয় ?

উত্তরঃ ১৮৭২ সালে।

 প্রশ্নঃ ঢাকার কোথায় সবর্প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয়?

উত্তরঃ  ১৯০১ সালে ৭ ডিসেম্বর।

প্রশ্নঃ  বলধা গার্ডেন কোথায় অবস্থিত?

উত্তরঃ  পুরান ঢাকার টিকাতুলিতে।

 প্রশ্নঃ বলধা গার্ডেন কে নির্মাণ ক রেন?

 উত্তরঃ গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী।

  প্রশ্নঃ বলধা গার্ডেন কেন বিখ্যাত?

উত্তরঃ দেশি বিদেশি দুর্লভ বৃক্ষের জন্য।

প্রশ্নঃ  ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ  ঢাকা । এটি বল্লাল সেন নির্মাণ করেন।

প্রশ্নঃ মহাস্থানগড় কোথায় অবস্থিত?

  উত্তরঃ বগুড়া জেলায়।

প্রশ্নঃ  ভাসু বিহার কোথায় অবস্থিত?

 উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।

প্রশ্নঃ  বগড়ার মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?

 উত্তরঃ মৌর্য যুগের।

 প্রশ্নঃ সোমপুর বিহার কোথায় অবস্থিত ?

 উত্তরঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।

  প্রশ্নঃ পাহাড়পুর বৌদ্ধ বিহার  কী নামে পরিচিত?

উত্তরঃ  সোমপুর বিহার।

 প্রশ্নঃ সোমপুর বিহার কে নির্মাণ করেন?

উত্তরঃ  রাজা ধর্মপাল।

 প্রশ্নঃ হলূদ বিহার কোথায় অবস্থিত?

উত্তরঃ  নওগাঁ জেলায়।

  প্রশ্নঃ জগদ্দল বিহার কোথায় অবস্থিত?

উত্তরঃ  নওগাঁ জেলায়।

প্রশ্নঃ  শালবন বিহার কোথায় অবস্থিত?

উত্তরঃ  কুমিল্লা জেলার ময়নামতিতে।

 প্রশ্নঃ শালবন বিহার কে নির্মাণ করেন ?

উত্তরঃ  রাজা ভবদেব।

প্রশ্নঃ আনন্দ বিহার কোথায় অবস্থিত ?

উত্তরঃ কুমিল্লা জেলায়।

প্রশ্নঃ আনন্দ বিহার কে নির্মাণ করেন?

 উত্তরঃ রাজা আনন্দ দেব।

  প্রশ্নঃ বায়লাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি ?

 উত্তরঃ শালবন বিহার।

প্রশ্নঃ  বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি ?

উত্তরঃ  সোমপুর বিহার

প্রশ্নঃ  মুঘল আমলে প্রধান স্থাপত্য কোনটি ?

 উত্তরঃ লালবাগ কেল্লা

  প্রশ্নঃ সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে ?

 উত্তরঃ ঈশা খাঁ

  প্রশ্নঃ সোনারগাঁ কার নামানুসারে নামকরণ করা হয।

 উত্তরঃ ঈশা খারঁ স্ত্রী সোনা বিবির নামে।

প্রশ্নঃ সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল ?

উত্তরঃ মহাস্থানগড়।

প্রশ্নঃ  সোনা বিবির মাজার কোথায় অবস্থিত ?

 উত্তরঃ সোনারগাঁতে।

  প্রশ্নঃ পরি বিবির মাজার কোথায় অবস্থিত?

উত্তরঃ  ঢাকার লালবাগ কেল্লায়।

  প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?

উত্তরঃ  সোনারগায়েঁ

প্রশ্নঃ  সোরগায়ের পূর্ব নাম কী ছিল?

 উত্তরঃ সুবর্ণ গ্রাম।

   প্রশ্নঃ বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন?

উত্তরঃ  ইলিয়াসশাহী বংশের শাসক নুসরত শাহ।

 প্রশ্নঃ ঘোড়া দীঘি কে খনন করেন ?

উত্তরঃ  খান জাহান আলী।

  প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন ?

 উত্তরঃ খান জাহান আলী।

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!