general knowledge - সাধারণ জ্ঞান 3

Muhammad Jamal Uddin
0

 

general knowledge - সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান র্পাট - ৩

৬২. মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ করা হত ?

উত্তরঃ ঢাকার উপভাষায়

৬২. তাপ শোষণ ক্ষমতা বেশি

উত্তরঃ কালো বস্তুর

৬৩. বিশ্বের প্রথম ধূমপান দেশ

উত্তরঃ ভুটান।

৬৪. ফ্রাঙ্কফুর্ট শহরটি বিখ্যাত

উত্তরঃ বইমেলার জন্য

৬৫ বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে

উত্তরঃ ২০৪১ সালে।

৬৬. ১৯৭১ সালে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন-

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

৬৭. ফ্রান্সের আইন সভার নাম

উত্তরঃ পার্লামেন্ট।

৬৮ মণিপুরা উপজাতি বাস করে

উত্তরঃ সিলেট অঞ্চলে।

. সামাজিক অন্তর্জাল বলা হয়

উত্তরঃ ফেসবুককে

৭০ আয়তনে ২য় বৃহত্তম দেশ

উত্তরঃ কানাডা

৭০.  কানাডার রাজধানী

উত্তরঃ অটোয়া।

৭১ ব্লুটুথ নাম করণ করা হয়

উত্তরঃ ডেনমার্কের রাজার নাম অনুসারে।

৭২ ইউরুপের রুটির ঝুড়ি বলা হয়

উত্তরঃ ইউক্রেনকে

৭৩. ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারের ইমেইল ডাউনলোড করে ব্যবহার করে।

উত্তরঃ POP প্রটোকল

৭৪ ঢাকা কলকাতা ট্রেন সার্বিসের নাম

উত্তরঃ মৈত্রী এক্সপ্রেস।

৭৫. জাতিসংঘের ৭০ তম অধিবেশনে ১৫ বছর মেয়াদী SDG গৃহীত হয়-

উত্তরঃ আগষ্ট ২০১৫

৭৬. সর্বস্থরের নারী-পুরুষ নিশ্চিত অধিকার

উত্তরঃ ২৮ () নং অনুচ্ছেদ

৭৭ ইবনে বতুতা  কোন দেশের নাগরিক?

উত্তরঃ মরক্কোর নাগরিক।

৭৮. তিনি সোনারগাঁও ভ্রমণ করেন

উত্তরঃ ১৩৪৬ সালে।

 ৭৮. গোমতী নদী অবস্থিত

উত্তরঃ কুমিল্লায়।

৭৯.আর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত

উত্তরঃ তিতাস নদী।

৭৯ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কয় বছরের জন্য?

উত্তরঃ বছরের জন্য।

 ৮০. শুষ্ক বাতাশের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাশের ঘনত্ব

উত্তরঃ কম

৮১. স্থিতি শক্তি আছে

উত্তরঃ কঠিন পদার্থের।

 ৮২.সেভেন সিস্টার্স বলতে বোঝায়

উত্তরঃ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে।

৮৩. অ্যান্টি ভাইরাস হলো

উত্তরঃ - সিসটেম সফটওয়্যার

৮৪. সালোকসংশ্লেষণ ভালো হয়না  কোন রংয়ের ?

উত্তরঃ  হলুদ আলোতে।

৮৫. বাংলাদেশের কৃষি

উত্তরঃ ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী

 ৮৬. জাতীয় স্মৃতিসৌধের অপর নাম

উত্তরঃ সম্মিলিত প্রয়াস।

৮৭. OIC এর যে শীর্ষ সম্মেলনে শেখ মুজিব অংশ গ্রহণ করেন

উত্তরঃ ২য় সম্মলনে ২২-২৪ ফেব্রু-১৯৭৪

৮৮: নির্বাণধারনাটি সংশ্লিষ্ট যে ধর্মের সাথে

উত্তরঃ বৌদ্ধ ধর্মের সাথে  

৮৯.  ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পেশ করেন

উত্তরঃ চার দফা দাবি।

৯০ রাজধানী ঢাকা সংবিধানের যে অনুচ্ছেদে লেখা আছে

উত্তরঃ কে

৯১. সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত

উত্তরঃ আটলান্টিক মহাসাগরে।

৯২. (NAM) এর কোনো সদর দপ্তর নেই। এর সদস্য সংখ্যা ১২০

৯৩. প্রক্সিমা সেন্টারাই হল 

উত্তরঃ একটি নক্ষত্র

 ৯৪ . মেসোপটেমিয়া সভ্যতা অবস্থিত

উত্তরঃ ইরাকে।

৯৫.পতাকা অর্ধনমিত রাখা হয় না

উত্তরঃ সৌদি আরবে।

৯৬. শান্তির প্রতিক কী?

উত্তরঃ জলপাই গাছ

৯৭ পাহাড় পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা

উত্তরঃ ধর্মপাল।

৯৮. সবচেয়ে বেশি দামি মুদ্রা

উত্তরঃ কুয়েতের মুদ্রা।

৯৯. উয়ারী-বটেশ্বর অবস্থিত

উত্তরঃ নংসিংদীতে। 

১০০.৭ই মার্চের ভাষণের সময়কাল

উত্তরঃ ১৮ মিনিট

১০১. মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা

উত্তরঃ জয় বাংলা।

১০২. শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় অষণ দেন

উত্তরঃ ২৫শে সেপ্টেঃ ১৯৭৪

১০৩-সিটি অব লাভ এন্ড লাইটস অবস্থিত

উত্তরঃ প্যারিসে।

১০৪. পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার মিলনস্থল

উত্তরঃ কিশোরগঞ্জের ভৈরব বাজারে।

১০৫ জাতীয় জনসংখ্যা দিবস

উত্তরঃ ফেব্রুয়ারী এবং বিশ্ব জনসংখ্যা দিবস১১ জুলাই।

১০৬. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার

উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার।

১০৭.ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে

উত্তরঃ ছায়াবৃত্ত

১০৮. শেখমুজিবুর রহমানকেবঙ্গবন্ধুউপাধি দেওয়া হয়

উত্তরঃ ২৩শে ফেব্রু ১৯৬৯।

১০৯.অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদক

উত্তরঃ . ফকরুল আলম

১৯০ ডট ম্যাট্রিক্স একটি

উত্তরঃ প্রিন্টার।

. বিকীর্ণ তাপ নির্ভর করেনা

উত্তরঃ তরঙ্গের তীব্রতার উপর।

১১২. লবণের আন্ত: আনবিক শক্তি

উত্তরঃ সবচেয়ে কম।

১১৩ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিশ্ব সাহায্যর বাংলাদেশকে প্রদান করবে

উত্তরঃ ৩০%

১১৪. লোক সংখ্যায় বিশ্বের ছোট দেশ

উত্তরঃ ভ্যাটিকেন সিটি।

১১৫. বিশ্বের দীর্ঘতম নদী

উত্তরঃ নীল নদ (১১ টি দেশের মধ্যে প্রবাহিত)

১১৬. প্রতিধ্বনি সৃষ্টি হয়

উত্তরঃ প্রতিফলনের কারণে

১১৭: কোন দেশের ভেটো ক্ষমতা নেই?

উত্তরঃ জার্মানীর ভেটো ক্ষমতা নেই

১১৮ হাইড্রোজেন গ্যাসের

উত্তরঃ ব্যাপন হার বেশি। H-এর আইসোটোপ - ৩টি।

১১৯. USA " দাস প্রথা বিলুপ্ত হয়

উত্তরঃ ১৮৬৩ সালে।

১২০ বাংলাদেশের দীর্ঘ তম সেতু

উত্তরঃ হার্ডিঞ্জ সেতু। পাবনা কুষ্টিয়া জেলায় অবস্থিত

১২১. ডোকলাম মালভূমি অবস্থিত

উত্তরঃ ভূটানে

১২২ রংধনু সৃষ্টির কারণ

উত্তরঃ বৃষ্টির কণা

১২৩ লোহিত কণিকার কাজ

উত্তরঃ অক্সিজেন বহন করা।

 ১২৪-চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য

উত্তরঃ ৮৮৫১. কি.মি.

১২০ দহগ্রাম ছিটমহল অবস্থিত

উত্তরঃ লালমনির হাট

১৯৯৬ ইউক্রেনের রাজধানী

উত্তরঃ কিয়েভ

১২০ পদ্মা যমুনা মিলিত হয়েছে

উত্তরঃ গোয়ালন্দে

১২২. মানব দেহের সববৃহৎ অঙ্গ

উত্তরঃ ত্বক।

১২৩. চীন দেশের যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমণ করেন

উত্তরঃ ফা-হিয়েন

১৩৪. IMF প্রতিষ্ঠা হয় ১৯৪৪ সালে। কার্যক্রম শুরু করে

উত্তরঃ ১৯৪৭ সালে। -

১৩৫.একমাত্র খেতাব প্রাপ্ত উপজাতি মুক্তিযুদ্ধা

উত্তরঃ ইউ কে চিং মারমা।

১৩৬ জাতি সংঘের বর্তমান সদস্য

উত্তরঃ ১৯৩টি।

১৩৪ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়

উত্তরঃ পঞ্চদশ সংশোধনীতে।

১৩৬.- বায়োগ্যাসের যে উপাদান জালানীর কাজে লাগে

উত্তরঃ মিথেন।

 ১৩৭. এ পযন্ত বার নোবেল পেয়েছে যে সংস্থা

উত্তরঃ রেডক্রস।

১৩৮. শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রি শেখ হাসিনা লাভ করেন

উত্তরঃ MDG অ্যাওয়ার্ড ২০১০

১৩৯: সোনালিকা' 'আকবর' কৃষি ক্ষেত্রে উন্নত জাতের

উত্তরঃ গমের নাম।

১৪০. দিনাজ পুরের পূর্ব নাম

উত্তরঃ গন্ডোয়ানাল্যান্ড।

১৪১. ঘূর্ণিঝড় দূর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র

 উত্তরঃ স্পারসো।

১৪২- বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে

উত্তরঃ পঞ্চগড়ে।

১৪৩. ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে ?

উত্তরঃ মুঘল আমলে।

১৪৪. পানামা খাল যুক্ত করেছে

উত্তরঃ আটলান্টিক প্রশান্ত মহাসাগর।

১৪৫: গ্রেট ব্যারিয়ার রাফ অবস্থিত

উত্তরঃ অস্ট্রেলিয়া।

১৪৬ আধুনিক অলেম্পিক জনক

উত্তরঃ বারন পিয়েরে দ্য কুর্রাতা।

১৪৭: হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়

উত্তরঃ সিস্টোল।

১৪৮ জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে

উত্তরঃ পাললিক শিলায়।

 ১৪৯. প্রেক্ষিত পরিকল্পনার সময় কাল

উত্তরঃ ২০২১-২০৪১।

১৭০ .উর্বর -দ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত

উত্তরঃ বাংলাদেশ।

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!