প্রশ্ন: বাঙালি জাতির পরিচয় কী?
উঃ শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর বলে পরিচিত?
উঃ আর্য শাখার ৷
পরশন: নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উঃ আদি-অস্ট্রেলীয় [নোট: বিশ্বে মোট ৪টি প্রধান নরগোষ্ঠী রয়েছে।। প্রশ্ন: যথা- নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অস্ট্রেলীয়।
বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় ।
প্রশ্ন: বাঙালিদের/বাংলাদেশিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ?
উঃ আদি-অস্ট্রেলীয়।
প্রশ্ন: বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উঃ অস্ট্রিক।
প্রশ্ন: বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কোন ভাষাভাষীর লোক বেশি ছিল?
উঃ অস্ট্রিক
প্রশ্ন: বাংলার প্রাচীন জাতি কোনটি?
উঃ দ্রাবিড়। [মনে রাখুন, বাংলার প্রাচীন জাতি/জনগোষ্ঠীর দ্রাবিড়; কিন্তু বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল অস্ট্রিক থেকে, যাদের ভাষাও ছিল অস্ট্রিক।
প্রশ্নঃ আর্যদের আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের ।
প্রশ্ন: আর্যদের আগমনের পূর্বে এ দেশে কাদের রাজত্ব ছিল?
উঃ মৌর্যদের ।
প্রশ্ন: আর্যরা কবে বাংলাদেশে আগমন করে?
উঃ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
প্রশ্ন: আর্যরা কোন জায়গা থেকে বাংলায় আগমন করেন?
উঃ ইউরাল পবর্তের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে; অর্থাৎ, বর্তমান ইরান থেকে।
প্রশ্ন: আর্যরা কোন দেশের অধিবাসী?
উঃ বর্তমান ইরানের ।
প্রশ্ন: আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ দক্ষিণ-পূর্ব ইউরোপ।
প্রশ্ন: আর্যরা উপমহাদেশের কোথায় প্রথম বসতি স্থাপন করে?
উঃ উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে।
প্রশ্নঃ বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির?
উঃ মাওরি, নাগা মুর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি ।
প্রশ্নঃ নাগা' ও 'মাওরি' উপজাতি কোথায় বসবাস করে?
উঃ নাগা (ভারতে বাস করে), মাওরি (নিউজিল্যান্ড)
প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি?
উঃ রোহিঙ্গা। রোহিঙ্গারা মূলত মিয়ানমারের আরাকান (রাখাইন) প্রদেশের অধিবাসী।
প্রশ্নঃ 'ওয়ানগালা' উৎসব কাদের?
উঃ গারোদের
প্রশ্নঃ মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উঃ গারো।
প্রশ্নঃ স্থানীয় ভাষায় গারোদের কী বলা হয়?
উঃ মান্দি।
উঃ গারোদের প্রধান ভাষা দুটি। ১. আচিক খুসিক ও ২.
মান্দি খুসিক(সংক্ষেপে 'মান্দি')।
প্রশ্নঃ গারোরা নিজেদের কী নামে পরিচয় দেন?
উঃ আচিক মান্দে'।
'আচিক মান্দে' অর্থ 'পাহাড়ের মানুষ।
প্রশ্নঃ গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে?
উঃ ময়মনসিংহে
প্রশ্নঃ উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কী নামে পরিচিত?
উঃ কুরুখ
প্রশ্নঃ 'ফাল্গুনী পূর্ণিমা' কাদের ধর্মীয় উৎসব?
উঃ চাকমাদের
প্রশ্নঃ 'মুক্তিবেটা' হিসেবে খ্যাত কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিলেন? -
উ:
খাসিয়া। (বাড়ি সিলেট জেলায়)
প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
উঃ ৮টি। (বি:দ্র: অপশনে ৮টি না থাকলে উত্তর হবে ৩টি)
প্রশ্নঃ 'খিয়াং' সম্প্রদায় যেখানে বসবাস করে--
উঃ পার্বত্য চট্টগ্রাম
প্রশ্নঃ 'মারমা' উপজাতিরা বাস করে-
উঃ বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতি সংখ্যায় গরিষ্ঠ?
চাকমা।
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
উঃ মারমা [সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অষ্টম শ্রেণি)
প্রশ্নঃ বাংলাদেশের পাবর্ত্য অঞ্চলে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি
গোষ্ঠী কোনটি?
উঃ মারমা [সুত্র: বাংলাদেশ ও অষ্টম শ্রেণি| প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম?
উঃ খুমি ও চক ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক?
উঃ চাকমা
প্রশ্নঃ উপজাতি সংস্কৃতিক কেন্দ্রর 'বিরিশিরি' কোথায় অবস্থিত?
উঃ নেত্রকোণা
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী?
উঃ পাঙন।
প্রশ্নঃ খুমী উপজাতিরা কোথায় বাস করে?
উঃ বান্দরবানে
প্রশ্নঃ বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায়?
উঃ গারো উপজাতি সমাজে
প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন একটি উপজাতি
- উঃ মাওরি (মাওরি উপজাতি নিউজিল্যান্ডের অধিবাসী)
প্রশ্নঃ 'বাওয়ালি' কারা?
উঃ সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি?
উ:
বুদ্ধ পূর্ণিমা
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি 'বিরিশিরি প্রতিষ্ঠিত হয় কোথায়?
উঃ নেত্রকোণায় (নোটা: বিরিশিরি এলকায় বাস করে গারো উপজাতি)
প্রশ্নঃ টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উঃ ৰাগড়াছড়ি
প্রশ্নঃ 'রাজবংশী' উপজাতিরা কোথায় বাস করে?
উঃ রংপুর। (মনে রাখুন, রাজরা রং-পূর্তি করে})
প্রশ্নঃ বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস কোন জেলায়?
উঃ রাজশাহী ও দিনাজপুরে
প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী?
উঃ বৌদ্ধ ধর্মাবলম্বী
প্রশ্নঃ 'রাখাইন' উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে?
উঃ পটুয়াখালী জেলায়।
প্রশ্নঃ 'রাখাইন' উপজাতিরা পটুয়াখালী জেলা ছাড়া আর কোন জেলায় বাস করে?
উঃ কক্সবাজার জেলায় ।
প্রশ্নঃ কোন উপজাতি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
উঃ হাজং, গারো প্রভৃতি।
প্রশ্নঃ হাজংদের উপজাতিরা প্রধানত কোথায় বসবাস করে?
উঃ ময়মনসিংহ ও নেত্রকোণা
প্রশ্নঃ হাজংরা কোন ধর্মের অনুসারী?
উঃ হিন্দু ধর্ম।
প্রশ্নঃ হাজংদের প্রধান ভাষা কী?
উঃ বাংলা ভাষা
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?
উঃ চাকমা
প্রশ্নঃ খাগড়াছড়ির উপজাতীয় রাজা কোন নামে পরিচিত?
উঃ বোমাং রাজা
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায়?
উঃ গারো
প্রশ্নঃ খাসিয়া বাংলাদেশের কোন জেলায় বাস করে?
উঃ সিলেট
প্রশ্নঃ খাসিয়া উপজাতিদের ভাষা কী?
উঃ খাসিয়া উপজাতিদের ভাষা মন-খেমর ভাষার অন্তর্গত।
প্রশ্নঃ বাংলাদেশের মধ্যে বহু বিবাহের প্রচল
উঃ খাসিয়া (মনে রাখুন: খাসিয়া উপজাতি নারীর ক্ষমতা বেশি,
প্রশ্নঃ কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উঃ মারমা
প্রশ্নঃ মারমা উপজাতির ভাষা কী?
উঃ মারমা ভাষা ।
উল্লেখ্য যে, মারমা উপজাতির নিজস্ব বর্ণমালা রয়েছে।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি?
উঃ চাকমা
প্রশ্নঃ মনিপুরীদের প্রধান উৎসবের নাম কী?
উঃ রাসোৎসব বা রাসনৃত্যু
প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উঃ সিলেট অঞ্চলের।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গোত্রে বিভক্ত?
উঃ ২টি। ১.
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও
২.
মৈতৈ মণিপুরী।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা ভাষা কী?
উঃ মণিপুরী উপজাতিদের ভাষা দুটি। ১. বিষ্ণুপ্রিয়া ভাষা ও
২.
মৈতৈ ভাষা।
প্রশ্নঃ মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী?
উঃ বৈষ্ণব ধর্ম ।
বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়?
উঃ খাসিয়া
প্রশ্নঃ বাংলাদেশের খাসিয়া উপজাতিরা কোন জেলায় বাস করে?
উঃ সিলেট
প্রশ্নঃ খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
উঃ পুঞ্জি
প্রশ্নঃ খাসিয়া উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ খ্রিস্টান ধর্মাবলম্বী
প্রশ্নঃ সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশে মোট কতটি উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে?
উঃ ৫০ টি [সূত্র : সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯ অনুযায়ী
প্রশ্নঃ 'চাকমা' শব্দের অর্থ কী?
উঃ মানুষ
প্রশ্নঃ 'চাকমা' উপজাতি নিজেদের কী বলে পরিচয় দেয়?
উঃ চাঙমা
প্রশ্নঃ চাকমারা কোন ধর্মালম্বী?
উঃ বৌদ্ধ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি?
উঃ চাকমা
প্রশ্নঃ 'ফাল্গুনী পূর্ণিমা' কাদের ধর্মীয় উৎসব?
উঃ চাকমাদের
প্রশ্নঃ সাওতাল উপজাতি কোন ধর্মাবলম্বী?
উঃ প্রধানত প্রকৃতি পূজারি (বর্তমানে অনেকে খ্রিস্টানধর্মে রূপান্তরিত হচ্ছেন।
প্রশ্নঃ সাঁওতালদের প্রধান উৎসবের নাম কী?
উঃ সোহরাই
প্রশ্নঃ রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?
উঃ সাংগ্রাং (যার অপর নাম 'জলকেলি')
প্রশ্নঃ 'জলকেলি' কাদের উৎসব?
উঃ রাখাইন উপজাতির
প্রশ্নঃ রাখাইন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কী?
উঃ বুদ্ধ পূর্ণিয়া ।
প্রশ্নঃ 'আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে?
উঃ ৯ আগস্ট।
প্রশ্নঃ 'বাওয়ালি' কারা?
উঃ সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
প্রশ্নঃ একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা কে?
উঃ ইউ কে সিং মারমা (যুদ্ধ করেন ৬ নং সেক্টরের; তাঁর বাড়ি বান্দরবান জেলায়)
প্রশ্নঃ কোন উপজাতির কোনো লিখিত বর্ণমালা নেই?
উঃ সাঁওতাল উপজাতি।
প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কখন?
উঃ ১৮৫৫ সালে
প্রশ্নঃ সাঁওতাল গ্রাম প্রধানদের কী বলা হয়?
উঃ মাঝি
প্রশ্নঃ সাঁওতাল গোত্র প্রধানদের কী বলা হয়?
উঃ রাজা।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম উপজাতি ও সাঁওতাল গোত্র প্রধানদের কী বলা হয়?
উঃ রাজা।
প্রশ্নঃ খাসিয়া গোত্র প্রধানদের কী বলা হয়?
উঃ মন্ত্রী।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতিরা তিব্বত থেকে
উঃ গারো উপজাতি।
প্রশ্নঃ রাখাইন উপজাতি কোথায় বাস করে?
উঃ পটুয়াখালী ও কক্সবাজার জেলায়
প্রশ্নঃ কোন জেলায় রাখাইন উপজাতি সবচেয়ে বেশি বাস করে?
উঃ পটুয়াখালী জেলায়
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সামাজে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায়?
উঃ মারমা, চাকমা, হাজং, সাঁওতাল প্রভৃতি। (উল্লেখ্য অপশনে এগুলোর একাধিক থাকলে উত্তর হবে 'মারমা')
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সামাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত? উঃ গারো, খাসিয়া ও
কোচ। আর প্রায়
সবগুলো উপজাতি পিতৃতান্ত্রিক ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারী বিয়ে করে?
উঃ তঞ্চঙ্গ্যা উপজাতি
প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে উপজাতির বসবাস নেই?
উঃ খুলনা।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত?
উঃ ১১টি [ব্যাখ্যা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত সাংস্কৃতিক সমীক্ষামালার তথ্যমতে, বাংলাদেশে বসবাসকারী উপজাতির মধ্যে ১১টি উপজাতি পাবর্ত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাস করে ।
প্রশ্নঃ বাংলাদেশের হাজং উপজাতিরা কোথায় বাস করে?
উঃ নেত্রকোণা ও ময়মনসিংহ যোগায়।
প্রশ্নঃ চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে?
উঃ মারমা
প্রশ্নঃ লুসাই উপজাতিরা কোথায় বাস করে?
উঃ পাবর্ত্য চট্টগ্রামে
প্রশ্নঃ বনজোগী উপজাতিরা কোথায় বাস করে?
উঃ বান্দরবন জেলার গভীর অরণ্যে ।
প্রশ্নঃ মগদের আদিনিবাস কোথায়?
উঃ আরাকান (মায়ানমার)
প্রশ্নঃ মঘরা পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত?
উঃ মারমা
প্রশ্নঃ মগরা সমতল ভূমিতে কী নামে পরিচিত?
উঃ রাখাইন
প্রশ্নঃ উপজাতিদের গেরিলা সংগঠনের নাম কী?
উঃ শান্তিবাহিনী
প্রশ্নঃ শান্তিবাহিনী প্রতিষ্ঠাতা কে?
উঃ মানবেন্দ্র নারায়ণ লারমা
প্রশ্নঃ 'পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত কবে?
উঃ ২ ডিসেম্বর ১৯৯৭
প্রশ্নঃ পার্বত্য অঞ্চলের কৃষি পদ্ধতি কী নামে পরিচিত? উঃ জুমচাষ
প্রশ্নঃ 'জুমচাষ কোথায় দেখা যায়?
উঃ পাহাড়ী অঞ্চলে।
প্রশ্নঃ জুমচাষের বিকল্প পদ্ধতির নাম কী
উঃ সল্ট।
প্রশ্নঃ বাংলাদেশের কোন উপজাতি সমাজে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে?
উঃ হাজং উপজাতি ।
প্রশ্নঃ বাংলাদেশে মোট উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?
উঃ ১৬ লক্ষ ৫০ হাজার (৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী)
প্রশ্ন: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২' অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী?
উঃ ০.৯৯%
প্রশ্নঃ '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২' অনুযায়ী, জনসংখ্যায় বৃহত্তর উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
উঃ চাকমা।
প্রশ্ন : ৬ষ্ঠ জনপ্রমারি ও
গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
উঃ ভিল।
প্রশ্নঃ সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশে মোট কতটি উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে?
উঃ ৫০ টি [সূত্র : সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৪ এবং ৬ষ্ঠ জন শুমারি
বাংলাদেশের উপজাতিরা কে কোন জেলায় বাস করে তা নিম্নে দেয়া হল:
গারো = ময়মনসিংহ জেলায়
হাজং = ময়মনসিংহ ও
নেত্রকোণা জেলায়
চাকমা = রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায়
সাঁওতাল = রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়
ওরাওঁ = রাজশাহী ও দিনাজপুর
রাজবংশী = রংপুর
রাখাইন = পটুয়াখালী ও
কক্সবাজার
মারমা = বান্দরবান পাহাড়ের পাদদেশে) পাঙন = মৌলভীবাজার
কুকি = সাজেক ভেলী (রাঙ্গামাটি)
খাসিয়া = সিলেট
মনিপুরী = সিলেট
ত্রিপুরা/টিপরা = পার্বত্য চট্টগ্রাম
লুসাই = পার্বত্য চট্টগ্রাম
খুমি = বান্দরবান
চাক = বান্দরবান
তঞ্চঙ্গ্যা = রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি
মুরং = বান্দরবানের গভীর অরণ্যে
বনজোগী = বান্দরবানের গভীর অরণ্যে