দুই অংকবিশিষ্ট
একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯ । অংক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে
তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম । সংখ্যাটি কত হবে ?
মনে করি,
একক স্থানীয় অংক = ক
. ‘. দশক স্থানীয় অংক = ৯-ক
. ‘ . সংখ্যাটি = ১০(৯-ক) + ক
= ৯০ – ৯ক
অংক দুইটি স্থান বিনিময় করলে
সংখ্যাটি হবে = ১০ক + ৯ – ক
= ৯ক + ৯
প্রশ্নমতে, ৯ক
+ ৯ = ৯০ – ৯ক – ৪৫
বা
, ৯ক + ৯ক = ৪৫ – ৯
বা , ১৮ক
= ৩৬
. ‘ .
ক = ২
নির্ণেয় সংখ্যাটি = ৯০ – ৯ক
= ৯০
– ৯*২
= ৭২