বাসের ভাড়া ১৫ % কমে যাওয়ায় একটি রুটে যাত্রী পরিবহণ ৪০%
বেড়ে গেল। শতকরা কত ভাগ রাজস্ব বৃদ্ধি পেল ?
সমাধানঃ
ধরি,
পূর্বে যাত্রী
ছিল ১০০ জন এবং জনপ্রতি ভাড়া ১০০ টাকা
. ’ . মোট রাজস্ব আয় হয় = ১০০*১০০ = ১০০০০ টাকা
বতর্মানে, যাত্রী ১৪০ জন এবং জনপ্রতি ভাড়া = ৮৫ জন
. ’ . মোট রাজস্ব আয় হয় = ১৪০ * ৮৫ টাকা।
= ১১৯০০
টাকা
. ’ . রাজস্ব বৃদ্ধি পায় = (১১৯০০ - ১০০০০) টাকা
=১৯০০
টাকা
এখন, ১০০০০ টাকায় রাজস্ব বৃদ্ধি পায় = ১৯০০ টাকা
. ’ . ১০০
টাকায় রাজস্ব বৃদ্ধি পায় = ১৯০০
*১০০ / ১০০০০
=
১৯ টাকা
উত্তর : রাজস্ব
বৃদ্ধি পায় ১৯%