বাসের ভাড়া ১৫ % কমে যাওয়ায় একটি রুটে যাত্রী পরিবহণ ৪০% বেড়ে গেল। শতকরা কত ভাগ রাজস্ব বৃদ্ধি পেল ?

Muhammad Jamal Uddin
0

 

বাসের ভাড়া ১৫ % কমে যাওয়ায় একটি রুটে যাত্রী পরিবহণ ৪০% বেড়ে গেল। শতকরা কত ভাগ রাজস্ব বৃদ্ধি পেল ?



বাসের ভাড়া ১৫ % কমে যাওয়ায় একটি রুটে যাত্রী পরিবহণ ৪০% বেড়ে গেল। শতকরা কত ভাগ রাজস্ব বৃদ্ধি পেল ?

সমাধানঃ

ধরি,

পূর্বে  যাত্রী ছিল ১০০ জন এবং জনপ্রতি ভাড়া ১০০ টাকা

. ’ . মোট রাজস্ব আয় হয় = ১০০*১০০ = ১০০০০ টাকা

বতর্মানে, যাত্রী ১৪০ জন এবং জনপ্রতি ভাড়া = ৮৫ জন

. ’ . মোট রাজস্ব আয় হয় = ১৪০ * ৮৫ টাকা।

                                       =  ১১৯০০ টাকা

 . ’ . রাজস্ব বৃদ্ধি পায়        = (১১৯০০ - ১০০০০) টাকা

                                        =১৯০০ টাকা

এখন, ১০০০০ টাকায় রাজস্ব বৃদ্ধি পায় = ১৯০০ টাকা

. ’ .       ১০০ টাকায় রাজস্ব বৃদ্ধি পায়     =  ১৯০০ *১০০ / ১০০০০

                                                            = ১৯ টাকা

 উত্তর : রাজস্ব বৃদ্ধি পায় ১৯%

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!