বিখ্যাত পংক্তি ও বক্তা

Muhammad Jamal Uddin
0


বিখ্যাত পংক্তি ও বক্তা


বিখ্যাত পংক্তি ও বক্তা

👉যতকাল রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।           (অন্নদাশঙ্কর রায়)।

👉আধুনিক সভ্য়তা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ। (বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়)

👉জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। (স্বামী বিবেকানন্দ)

👉লোকে বলে, বলে রে, ঘর-বাড়ি ভালা না আমার। (হাসন রাজা)

👉মহাজ্ঞানী মহাজন / যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় । (জীবন সঙ্গীত : হেমচন্দ্র                       বন্দোপধ্যায়)

👉কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।             (স্বর্গ-   নরক : শেখ ফজলল করিম)

👉সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন / হউক দূর অকল্যাণ সকল অশোভন। (শেখ ফজলল করিম)

👉চিরসুখী জন ভ্রমে কি কখন / ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে / কভু         আশীবিষে দংশেনি যারে । (সমব্যথী : কৃষ্ণচন্দ্র মজুমদার)

👉যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি,আশু গৃহে তার, দেখিবে না আর, / নিশীথে প্রদীপ     ভাতি। (কৃষ্ণচন্দ্র মজুমদার)

👉কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে / দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? (কৃষ্ণচন্দ্র মজুমদার)

👉কেন পাহু ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ / উদ্যম বিহনে কার পুরে মনোরথ। (কৃষ্ণচন্দ্র মজুমদার)

👉পারিবনা একথাটি বলিও না আর, কেন পারিবেনা তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা, তুমিও           পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার / একবার না পারিলে দেখ শতবার । (পারিব না :                  কালীপ্রসন্ন ঘোষ)

👉বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই / কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,আমি থাকি মহাসুখে                     অট্টালিকা পরে / তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে। (স্বাধীনতার সুখ : রজনীকান্ত সেন)।

👉কত রাজা,কত রাজা গড়িছ নিরবে / হে পূজা হে প্রিয় একত্বে বরেণ্য তুমি, শরণা একাকে, / আত্মার         আত্মীয়। (মানব বন্দনা : অক্ষয়কুমার বড়াল)

👉নানান দেশের ভাষা, স্বদেশি ভাষা, পুরে কি আশা? (রামনিধি গুপ্ত)

👉বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা,সে দেশ আমার নয় গো আপন, যে দেশে         বাঙালি নেই। (রামনিধি গুপ্ত)

👉মোদের গরব, মোদের আশা / আ মরি বাংলা ভাষা। (অতুলপ্রসাদ সেন)।

👉যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি,এবার পূজায় তারি আপনারে             দিতে চাই বলি। (রবীন্দ্রনাথ ঠাকুর)

👉ছিপখান তিন দাড় তিনজন মাল্লা / চৌপর দিন ভর দ্যায় দূর পাল্লা। (সত্যেন্দ্রনাথ দত্ত)

👉কোন দেশেতে তরুলতা / সকল দেশের চাইতে শ্যামল?কোন দেশেতে চলতে গেলে / দলতে হয়রে         দুর্বা কমল? (সত্যেন্দ্রনাথ দত্ত)

 👉এমন যদি হত | ইচ্ছে হলেই আমি হতাম / প্রজাপতির মত। (সুকুমার বড়ুয়া)

👉ধরাতলে দীনতম ঘার যদি জন্মে প্রেয়সী আমার, নদীতীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুটিরে             অশ্বত্থ ছায়ায়, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া সযতনে। (স্বর্গ         হইতে বিদায় : রবীন্দ্রনাথ ঠাকুর)

👉পাখি সব করে রব রাতি পোহাইল। (মদনমোহন তর্কালঙ্কার)

👉সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি । (মদনমোহন তর্কালঙ্কার)         হীনতায় কে চায়? (রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়)।

👉করিতে পারিনা কাজ / সদা ভয় সদা লাজ / সংশয়ে সংকল্প সদা টলে / পাছে লোকে কিছু বলে।                    (কামিনী রায়)

👉পরের কারণে স্বার্থ দিয়া বলি / এ জীবন মন সকলি দাও,

👉তার মত সুখ কোথাও কি আছে ? / আপনার কথা ভুলিয়া যাও। (কামিনী রায়) 

👉আপনারে লয়ে বিব্রত রহিতে / আসে নাই কেহ অবনী 'পরে,সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে         আমরা পরের তরে। (কামিনী রায়)

👉একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা, সবাই ভুক্তভোগী বটে। (আবুল হোসেন     মিয়া)

👉একটু খানি স্নেহের কথা, একটু ভালোবাসা / গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা। (আবুল             হোসেন মিয়া)

👉বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, / মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? (সুকুমার             রায়)

👉বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ / মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?                       (যতীন্দ্রমোহন বাগচী)

👉দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে। (কুসুমকুমারী দাশ)

👉ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। (রফিক আজাদ)

👉আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন। (সমর সেন)

👉এখানে যারা প্রাণ দিয়েছে / রমনার উর্দ্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি।                     (মাহবুবুল আলম চৌধুরী)

👉মার চোখে নেই অশ্রু কেবল / অনলজ্বালা, দু'চোখে তাঁর শত্রু হননের আহবান। (মোহাম্মদ                        মনিরুজ্জামান)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!