একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ
হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে? | প্রাথমিক বিদ্যালয়
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯।
সমাধানঃ
ধরি, মুনাফার r% এবং আসল p টাকা
আমরা জানি, মুনাফা = আসল * সুদ * বছর
p = p*6*r /
100
or, r = 100/6
সুতরাং r = 50/3
সুদাসল = 2
এবং আসল = P
সুদ = 2P-P= P]
সুদাসল = 3p
সুদ / মুনাফা = 3p – p = 2p
আবার,
আমরা জানি,
মুনাফা
= আসল * সুদ * বছর
2p = p * 50/3 * n
Or n=3 * 100 * 2 /50
সুতরাং n = 12