উপনিবেশিক শাসন
👉বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল = পর্তুগিজরা
👉 ইউরোপ থেকে সমুদ্র
পথে ভারতবর্ষেআসার পথ আবিষ্কৃত হয় কত সালে = ১৪৮৭ সালে
👉পর্তুগিজ নাবিক ভাস্কো-ডাগামা ভারতবর্ষে আসেন কত সালে = ১৪৯৮
👉 ইংরেজরা ভারতবর্ষে
আসেন কত সালে = ১৬০৮ সালে
👉 পর্তুগিপরা কবে
বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে = ১৫৮০ সালে
👉 পর্তুগিজদের
পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসেন = ওলন্দাজরা
👉 কোন সালে ‘ব্রিটিশ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ’গঠিত হয় = ১৬০০ সালে
👉 উপমহাদেশে ব্যর্থ
হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন ক রে = ইন্দোনেশিয়া
ইয়রেজরা বাংলায়
প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে = সুরাটে
👉 কোন মোঘল সম্রাট
ইংরেজদের বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি দেন = সম্রাট জাহাঙ্গীর
কোন মোঘল সম্রাটের
সাথে চুক্তির ফলে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাংলাদেশ ও মোঘর সাম্রাজ্যের সবর্ত্রে
বাণিজ্য করার অধিকার লাভ করে = সম্রাট জাহাঙ্গীর
রকান চুক্তির
ফলে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে = এলাহাবাদ চুক্তি
👉 বাংলায় ইংরেজদের
কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল = কলকাতার র্ফোট উইলিয়াম কুঠি বা দুর্গটি
👉 মুঘল সম্রাটের
সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে = ১৬৬০ সালে
কলকাতা নগরিী
কে প্রতিষ্ঠা করেন = ইংরেজ কমর্চারী জন চার্নক
ইংরেজরা কোন
সালে বাংলা আক্রমণ করে = ১৬৮৬ সালে
👉 পলাশীর যুদ্ধ
কবে সংঘটিত হয় = ২৩ জুন, ১৭৫৭ সালে
নবাব মীর কাশিম
ও ইংপেজদের মধ্যে কোন সারে যুদ্ধ বাধেঁ = ১৭৬৪ সালে
উপমহাদেশের প্রথম
ব্রিটিশ গভর্নর কে ছিল = লর্ড ক্লাইভ
দ্বৈত শাসন ব্যবস্থার
প্রবর্তন করেন কে = লর্ড ক্লাইভ
দ্বৈত শাসন ব্যবস্থা
কবে চালু করা হয় = ১৭৬৫ সালে
👉 বাংলায় দ্বৈত
শাসন ব্যবস্থা কে রহিত করেন = লর্ড ওয়ারেন হেস্টিংস
👉 নিলাম সূত্রে
কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন = লর্ড ওয়ারেন হেস্টিংস
চিরস্থায়ী ভূমি
বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে = লর্ড কর্নওয়ালিস
কত সালে চিরস্থায়ী
ভূমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় =১৭৯৩
চিরস্থায়ী বন্দোবস্তের
ফলে ভূমির প্রকৃত মালিক হন কে = জমিদারগণ
সূর্যাস্ত আইন
কীসের সাথে যুক্ত = চিরস্থায়ী বন্দোবস্ত
’ছিয়াত্তরের
মন্বন্তর ’ এর মূল কারণ কী ছিল = লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা
’ছিয়াত্তরের
মন্বন্তর ’ এর সময় বাংলার গভর্নর ছিলেন = জন কার্টিয়ার
বাংলা কত সালে
‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল= ১১৭৬ সনে
ইংরেজি কত সালে
‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল = ১৭৭০ সালে
👉 ‘পঞ্চাশের মন্বন্তর
’কখন হয়েছিল = ১৩৫০ বঙ্গাব্দে বা ১৯৪৩ সালে
বাংলায় নীল চাষ
শুরু হয় কখন = ১৭৭০ সালে
বাংলায় প্রথম
নীল চাষ শুরু করে কোন ব্রিটিশ শাসক = জন কার্টিয়ার
বাংলায় নীল চাষ
চিরতরে বন্ধ করে কোন ব্রিটিশ শাসক = লর্ড ল্যান্সডাউন
👉 অন্ধকূপ হত্যাকান্ড
‘কখন সংগঠিত হয়েছিল’ =১৭৫৬ সালে
👉 অন্ধকূপ হত্যাকান্ড
বা black hole tragedy এর কল্পিত কাহিনির মূল হোতা কে = ইংরেজ সেনাপতি জে. জেড হলওয়েল
👉 কে বাংলার রাজধানী
মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থাপন করেন = লর্ড ওয়ারেন হেস্টিংস
👉 বর্গী নামে কারা পরিচিত ছিল = মারাঠারা
👉 ইংরেজদের সাথে
মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়= বক্সারে
👉 বক্সারের যুদ্ধ
হয়েছিল কোন সালে = ১৭৬৪ সালে
👉 উপমহাদেশে সর্বপ্রথম
‘রাজস্ব বোর্ড ’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক = লর্ড ওয়ারেন হেস্টিংস
👉 ’পাঁচশালা বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন = ওয়ারেন হেস্টিংস
👉 আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক
= লর্ড বেন্টিক
👉 উপমহাদেশে সংস্কৃত ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে
= লর্ড বেন্টিক
👉 ‘সতিদাহ প্রথার’ বিলোপ করা হয় কত সালে = ১৮২৯ সালে
👉 কোন বাঙালি ‘সতিদাহ প্রথার ’ বিলোপ সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন = রাজা রামমোহন রায়
👉 বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে = লর্ড ডালহৌসি
👉 কত সালে বিধবা
বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন = ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
👉 উপমহাদেশে প্রথম
কাগজের মুদ্রার কে প্রচলন করেন = লর্ড ক্যানিং
👉 উপমহাদেশের প্রথম রেল যোগাযোগ চালু করে = লর্ড ডালহৌসি
👉
িউজমাহদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব কোন সারে ও কোথায় সংঘটিত হয়
= ১৮৫৭ সালে বঙ্গদেশের ব্যারাকপুরে
👉 ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম বাঙালি কে = সৈয়দ মীর নেসার আলী
তার আরেক নাম হলো তিতুমীর। তাঁর এই বিদ্রোহকে ‘বারাসাত বিদ্রোহ ’বলা হয়
👉 ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি = ফকির-সন্ন্যাসী
বিদ্রোহ
👉 উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি = সিপাহী বিপ্লব
👉 সিপাহী বিপ্লবের সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন = লর্ড ক্যানিং
👉 সিপাহী বিদ্রোহের পর ইংরেপরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায়
নির্বাসন দেন = মিয়ানমারের ইয়াঙ্গুনে
👉 জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড বা অমৃতসর হত্যাকান্ড সংঘটিত হয় কবে = ১৯১৯
সালে এই হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ
ঠাকুর তাঁর নাইট উপাধি ত্যাগ করেন
👉 জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড বা অমৃতসর হত্যাকান্ডের সময় উপমহাদেশে ব্রিটিশ
শাসক কে ছিলেন = লর্ড চেমসফোর্ন্ড
👉 পুরান ঢাকার
বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল = ভিক্টোরিয়া পার্ক
👉 ভিক্টোরিয়া পার্ক
বা বাহাদুর শাহ পার্কের সাথে কোন স্মৃতি জড়িত = সিপাহী বিপ্লব
👉 কোন দেশের লোকদের
ওলন্দাজ বলা হয় = হল্যান্ড
👉 উপমহাদেশে সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন = লর্ড মাউন্টব্যাটন