বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের ভূ-প্রকৃতি

Muhammad Jamal Uddin
0


বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের ভূ-প্রকৃতি


বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

👉  বাংলাদেশের মোট আয়তন = ১৪৭৫৭০ বর্গ কিমি, (কিন্তু ২০২৩ সাল অনুযায়ী বাংলাদেশের 👉  আয়তন হচ্ছে ১৪৮৪৬০ বর্গ কিমি বা ৫৭৩২০.৭২৬৫ বর্গমাইল)

👉  বাংলাদেশের মোট সীমানা কত = ৫১৩৮ কিমি।

👉  বাংলাদেশের মোট স্থলসীমা কত = ৪৪২৭ কিমি।

👉  বাংলাদেশের মোট জলসীমা = ৭১১ কিমি

👉  বাংলাদেশের মহীসোপানের পরিমাণ কত = চট্টগ্রাম উপকূলের ভিত্তিরেখা থেকে ৩৫০ নটিক্যাল মাইল । যে কোনো দেশের মহীসোপানের পরিমাণ সাধারণ ৩৫০ নটিক্যাল মাইল হয়ে থাকে।

👉  বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত = ১১৮৮১৩ বর্গ কিমি

👉  বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হত = ১২ নটিক্যাল মাইল

👉    নটিক্যাল মাইল = ১.১৫ মাইল বা ১.৮৫২ কিমি

👉  লন্ডনে অবস্থিত গ্রীনিচ মানমন্দির থেকে বাংলাদেশের সময়ের পাথর্ক্য কত = +৬ ঘন্টা

👉  বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে = ভারত ও মায়ানমারের

👉  ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত = ২৭১ কিমি

👉  বারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য কত = ১৮০ কিমি

👉  বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি = ৫ টি

👉  বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী কী = ১.পশ্চিমবঙ্গ ২.মেঘালয় ৩.আসাম ৪.ত্রিপুরা ৫.মিজোরাম

👉  বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ কতটি = ২ টি

👉  বাংলাদেমের সঙ্গে মিয়ানমারের সীনান্তবর্তী  প্রদেশগুলো নাম কী= রাখাইন ও চীন প্রদেশ

👉  বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি = ৩২ টি

👉  ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি = ৩০ টি

👉  বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি = ১৫টি

👉  মিয়অনমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি = ৩টি

১.বান্দরবান ২. কক্সবাজার ৩.রাঙ্গামটি

👉  বাংলাদেশের কোন জেলাটি ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী = রাঙামাটি জেলা

👉  বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সঙ্গে ভারতের কোন সীমানা নেই = বান্দরবান ও কক্সবাজার

👉  বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা নেই = বরিশাল ও ঢাকা বিভাগ

👉  বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার মধ্যে কতটি স্থানে অমিমাংসিত সীমানা রয়েছে = ৩টি স্থানে

👉  বাংলাদেশ – ভারতকে বিভক্তকারী নদীর নাম কী = হাড়িয়াভাঙ্গা নদী

👉  বাংলাদেশ – মিয়ানমারের বিভক্তকারী নদীর নাম  = নাফ নদী

👉  বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈঘ্য কত = ১২০ কিমি

👉  ভারত – বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বক্ষরিত হয় = ১৬ মে , ১৯৭৪

👉  ভারত- বাংলাদশে সীমান্ত চুক্তি কার্যকর হয় কখন = ১ আগস্ট , ২০১৫ সালে

👉  প্রথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি = বাংলাদেশ

👉  বাংলাদেশ বৃহত্তম ব-দ্বীপ কোনটি = সুন্দরবন

👉  বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি = ভোলা

বাংলাদেশের ভূ-প্রকৃতি

বাংলাদেশের ভূ-প্রকৃতি কীরূপ = বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ েএবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি

👉  ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে = ৩ ভাগে

👉  ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদশেকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে

 ৩ ভাগে । ১.টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

             ২. প্লাইসটোসিনকালের সোপানসমূহ

             ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

👉  টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত

  উত্তর ঃ দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল নিয়ে গঠিত

👉  বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের = টারশিয়ারি যুগের

👉  পাবর্ত্য চট্টগা্রামের পাহাড়শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে= টারশিয়ারি যুগের

👉  বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন =পাহাড়ি ভূমি

👉  বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক = প্লাবন সমভূমি

👉  বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত = প্লাইসটোসিনকালে

👉  বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত = বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত

👉  বাংলাদেশের বতর্মান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়েছে= বৃহত্তর রাজশাহী অঞ্চল

👉  বরেন্দ্র অঞ্চলের আয়তন কত = প্রায় ৯৩২০ বর্গ কিমি

👉  মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত = প্লাইসটোসিনকালে

👉  মধুপুর ও ভা্ওয়ালের গড় কোথায় অবস্থিত= গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ

👉  বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত = মধুপুর ও ভাওয়ালের বনভূমি

👉   লালমাই পাাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত = কুমিল্লা জেলায়

👉  বাংলাদেশের কোন জেলঅয় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি = কিশোরগঞ্জ জেলায়

👉  বাংলাদেশের সমভূমি কোন দিকে ক্রমনিম্ন বা ক্রমান্বয়ে ঢালু

উত্তর ঃ উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন

👉  বাংলাদেশের সোন জেলা সমুদ্র সমতল  থেকে উচ্চতা সবচেয়ে বেশি=দিনাজপুর জেলা

👉  সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত = ৩৭.৫০ কিমি

👉  বাংলাদেশের সরবদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত = ছেড়াঁদ্বীপ (ছেড়াঁদ্বীপ না থাকলে সেন্টমার্টিন হবে)

👉   বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি = সেন্টমার্টিন

👉  দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি = পূবার্শা বা নিউমুর দ্বীপ

👉  দহড়্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় = লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়

👉  ভারতের ভিতর বাংলাদেশের কতটি ছিটমহল ছিণ= ৫১টি

👉  বাংলাদেশের ছিটমহলগুলো বেশিরভাগ ভারতের কোন জেলার অর্ন্তগত ছিল= পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়

👉  বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল ছিল = ১১১ টি

👉  বাংলাদেশের কোন জেলঅয় ভারতের সবচেয়ে বেশি ছিটমহল ছিল= লালমনিরহাট জেলায়

👉  তিনবিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তাস্তর করে = বেরুবাড়ি

👉  তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত = তিস্তা নদীর তীরে

👉  কোন সালে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয় = ১৯৯২ সালে

👉  বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত জেলা কোনটি = কক্সবাজার

👉  বাংলাদেমের সর্ব উত্তরে অবস্থিত জেলা কোনটি = পঞ্চগড়

👉  বাংলাদেশর সর্ব পূর্বের জেলা কোনটি = বান্দরবান

👉  বাংলাদেশের সরব পশ্চিমের জেলা কোনটি =চাপাঁইনবাবগঞ্জ

👉  দুবলার চর কোথায় অবস্থিত = সুন্দরবনের দক্ষিণে

👉  চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত = ভোলা জেলার চরফ্যাশনে

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!