প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর

Muhammad Jamal Uddin
0

প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর






 প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ বিষয়াবলি পার্ট -২

তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত  --->  লালমনিরহাট

  বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত  --- > ২০০ নটিক্যাল মাইল

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কমর্সূচি ঘোষণা করেন---১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি

  বতর্মান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো --- > কুমিল্লা ও নোয়াখালী

  স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকার বাংলাদেশের অবস্থান কততম--- >  ৫৭ তম

  বাংলাদেশের সবর্বৃহৎ দ্বীপের নাম কি--- > ভোলা

  বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত--- > চাকায়

  বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় --- >  ১৯৭১ সালের ১০  এপ্রিল

  বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে--- >  চট্রগ্রাম

  বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়--- > ১৯৯৭ সালে

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন--- > ঢাকার রেসকোর্স ময়দানে

বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরণের --- > মন্ত্রিপরিষদ শাসিত

  ‘পোড়ামাটির-নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল--- >  পাকিস্তান সেনাবাহিনী

ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর--- >  গঙ্গা

কত সালে নীল কমিশন গঠন করা হয়--- > ১৮৬০ সালে

  ‘মহেন্জোদারো’ কথার অর্থ কি--- > মরা মানুষের ঢিবি

  উয়ারি-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল--- >   আড়াই হাজার বছর আগে

  ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরি ষদে বাংলা ভাষায় বক্ততা প্রদান করেছিলেন--- > সাধারণ পরিষদে

’বারোভূইঁয়া’ কাদের বলা হতো--- >   বড় বড় স্বাধীন জমিদার

  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী--- >  অসমাপ্ত আত্মজীবনী

 বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য--- > ১৩৬ তম

  ‘মহারাজাধিরাজ’ পদবি কারা গ্রহণ করেন--- > গোপচন্দ্র,ধর্মাদিত্য ও সমাচারদেব

  বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি--- >   বরেন্দ্র জাদুঘর

  মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়--- >   ১৯৬৬ সালের ২২ মার্চ

  ‘বঙ্গভঙ্গ’কি ধরনের সংস্কার ছিল --- > প্রশাসনিক সংস্কার

দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়ার নির্দেশনা প্রদান করা হয় --- > ২০০৯ সালে

  বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে--- > ২০০০ সালে

১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে Annihilate these demons শিরোনামে পোস্টারটি কে একেঁছিলেন--- > কামরুল হাসান

  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় --- > ১৬ ডিসেম্বর ১৯৭২

  বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়--- >   প্রথম ৪ চরণ

  বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি--- >   ইউনিয়ন

  ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুভিক্ষ কত সালে ঘটে--- > ১১৭৬ সালে

  বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম--- > ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

  ঢাকার আহমান মন্জিল কে নির্মাণ করেন--- > নবাব আব্দুল গনি

 কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল--- >  হেমন্তকাল

প্রাচীন বাংলার প্রথমা স্বাধীন নরপতির নাম কী--- >   রাজা শশাঙ্ক

  বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়--- >  ১৪ মার্চ ২০১২

  বাংলাদেশ সবচেয়ে খরস্রোতা নদী কোনটি--- >  কণর্ফুলী

  ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন--- > ইসলাম খাঁ

  মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল--- >   ১০ নং সেক্টর

  কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ--- >  মিয়ানমার

  কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম --- > পুন্ড্র

  বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে --- > নিশাত মজুমদার

  বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন  শহরকে --- > নিউইয়র্ক

  সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের েইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে--- >  মঙ্গল শোভাযাত্রা

  ’বীর প্রতীক ’ খেতাবপ্রাপ্ত নারী কে কে--- >  সেতারা বেগম

দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত--- > লালমনিরহাট

  কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য--- > কার্জন হল

  তিস্তা নদীরন উৎপত্তিস্থল কোথায়--- >  সিকিমের পাবর্ত্য অঞ্চল

    মুক্তিযুদ্ধেকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়--- > ১৪ ডিসেম্বর ১৯৭১

  বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে --- > বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

  স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল--- >   ১০ টি

  মুক্তিযুদ্ধে অবদানের জন্য সবোর্চ্চ রাষ্ট্রীয় খেতাব--- > বীরশ্রেষ্ঠ

  উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত--- > নাটোর

কুসুম্বা সমজিদটি কোথায় অবস্থিত--- > নওগাঁ

  কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজারিত ময়মংসিংহের স্থানটির নাম কি--- >   দরিরামপুর

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কখন প্রকাশ হয়

--- >   ২০১২ সনে

  ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল--- >   ৮ ফাল্গুন

  ভারতে প্রথম মুদ্রা প্রবরতন করেন --- > ইলতুৎমিশ

  কোন বীরশ্রেষ্ঠ সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল --- > ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমান

  স্বাধীনতা যুদ্ধকালে বা্ংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয় --- > ১৭ এপ্রিল

 ‘বরেন্দ্রভূমি নামে পরিচিত’--- > রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

  বাংলাদেশের সংবিধানের তোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে--- >   ১৭

  ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি একেঁ বিখ্যাত হন কোন শিল্পী--- >    শিল্পচার্য জয়নুল আবেদিন

  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন --- > উথান্ট

  কোন আমরে ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হত--- >   মুঘল আমল

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!