প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর

Muhammad Jamal Uddin
0

 

প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর


প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ বিষয়াবলি র্পাট-১ 


প্রশ্নঃ  বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন

 উত্তরঃ সম্রাট আকবর

 প্রশ্নঃ  মাননীয় পধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ?>

উত্তরঃ ৭ বার

 প্রশ্নঃ  কে,কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন ?

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমান, লাহোরে

 প্রশ্নঃ   ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্ব ছিলেন

 উত্তরঃ জেনারেল রাও ফরমান আলী

 প্রশ্নঃ   ১৯৫৪ সালের নিবাচর্নে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে ?

উত্তরঃ ২২৩ টি

 প্রশ্নঃ  বাংলাদেশের জাতীয় সংসদ বতর্মানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় ?

উত্তরঃ ৩৫০ জন

 প্রশ্নঃ  ২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে

উত্তরঃ ইউনেসকো

প্রশ্নঃ  কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান

উত্তরঃ ৬টি (১.আইন বিভাগ ২. শাসন বিভাগ ৩. বিচার বিভাগ ৪.বাংলাদেশ নিবাচন কমিশন ৫.বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৬. মহা হিসাব নিরীক্ষক ও ‍নিয়ন্ত্রকের কার্যালয়)

প্রশ্নঃ  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন

   উত্তরঃ নিকোলাই পদগোর্নি

 প্রশ্নঃ  ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কমিশনার ছিলেন

   উত্তরঃ বিচারপতি আব্দুস সাত্তার

 প্রশ্নঃ  পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে

 উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

 প্রশ্নঃ  ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ চরমপত্রম ’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন

উত্তরঃ এম আর আখতার মুকুল

 প্রশ্নঃ  ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল

  উত্তরঃ ১৬৯ টি

 প্রশ্নঃ   বাংলাদেশের েএকমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়

  উত্তরঃ যুক্তরাষ্ট্র

 প্রশ্নঃ  বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি , ১৯৬৬

 প্রশ্নঃ    মুজিবনগরের সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন

  উত্তরঃ এম.মনসুর আলী

 প্রশ্নঃ   আমেরিকার ম্যাগাজিন নিউজ উইকে ‘poet of politics’ বা ‘রাজনৈতিক কবি ’ নামে আখ্যায়িত করা হয়

  উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

 প্রশ্নঃ  ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক

উত্তরঃ সাইমন ড্রিং

 প্রশ্নঃ  রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়

  উত্তরঃ পাবনা

 প্রশ্নঃ  বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন

  উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি

 প্রশ্নঃ  পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের

উত্তরঃ ২৩ জুন

 প্রশ্নঃ   পাটির জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা

উত্তরঃ মাকসুদুল আলম

 প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয কোন সনে

 উত্তরঃ ১৯২১ সালে

 প্রশ্নঃ  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাবের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র

উত্তরঃ চীন ও যুক্তরাষ্ট্র

 প্রশ্নঃ  বাংলাদেশ মুসলিম শাসনের সূত্রপাত  করেন

  উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

 প্রশ্নঃ   মাৎস্যন্যায় ‘ কোন শাসন আমলে দেখা দেয়

  উত্তরঃ পাল তাম্র শাসন আমলে

 প্রশ্নঃ   বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা গোষণা’ ২৬ মার্চ চট্টগাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন

  উত্তরঃ এম এ হান্নান

 প্রশ্নঃ  বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’

উত্তরঃ মারমা

 প্রশ্নঃ   বাগেরহাটের ‘মিঠাপুকুর’ কে খনন করেন

  উত্তরঃ সুলতান নুসরত শাহ

 প্রশ্নঃ  ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়

উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ

 প্রশ্নঃ  বাংলায়’ স্বাধীন সুলতানী ‘ শাসন প্রতিষ্ঠা করেন কে

উত্তরঃ ফকরুদ্দিন মোবারক শাহ

 প্রশ্নঃ  বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সোহরাই

 উত্তরঃ সাওঁতাল

 প্রশ্নঃ  ’অসমাপ্ত’ ‘অদ্ভুতসাগর’ গ্রন্থটি কে সমাপ্ত করেন

 উত্তরঃ লক্ষণ সেন

 প্রশ্নঃ  ‘শাহনামা’ গ্রন্থটি কার রচিত

 উত্তরঃ কবি ফেরদৌসী

 প্রশ্নঃ   কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয়

  উত্তরঃ ১৯৯০ সালের ৩ আগস্ট

 প্রশ্নঃ   বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন কে

  উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ

 প্রশ্নঃ   কার প্রষ্ঠপোষকতায় ‘ নালন্দা বিশ্ববিদ্যালয় ’  প্রাণকেন্দ্র হয়ে উঠে

 উত্তরঃ ধর্মপাল

 প্রশ্নঃ  বাংলাদেশের অস্থাযী সংবিধান আদেশ কত তারিখে জারী করা হয়

 উত্তরঃ ১৯৭২ সালের ১১ জানুয়ারি

 প্রশ্নঃ  মুজবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন

  উত্তরঃ এ এইচ এম কামরুজ্জামান

 প্রশ্নঃ  ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে

উত্তরঃ  ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

 প্রশ্নঃ  কোন মুসলিম শাসন কালকে ‘স্বর্ণযুগ ’ বলা হয়

উত্তরঃ হুসেন শাহ

 প্রশ্নঃ  কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়

 উত্তরঃ ১৫২৪ সাল

 প্রশ্নঃ  মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়

উত্তরঃ পাল তাম্র শাসন আমরে

 প্রশ্নঃ  ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িযে দেয়

উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ

 প্রশ্নঃ  কে ‘অপারেশন সার্চলাইট ’  এর মূল নির্দেশদাতা হলেন

উত্তরঃ ইয়াহিয়া  এবং তার হুকুমে ‘অপারেশন সার্চলাইট ’  এর নীলনকশা তৈরী করেন রাও ফরমান আলী

 প্রশ্নঃ  প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়

 উত্তরঃ ২ ফেব্রুয়ারি

 প্রশ্নঃ   বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর বাষার নাম ‘আচিক খুসিক’

 উত্তরঃ গারো

 প্রশ্নঃ  ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়

 উত্তরঃ ১৬৭ টি

 প্রশ্নঃ   স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়

  উত্তরঃ ২ জন

 প্রশ্নঃ   ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে

উত্তরঃ  শেখ মুজিবুর রহমান

 প্রশ্নঃ   ঢাকার ‘ধোলাইখাল ’ কে খনন করেন

উত্তরঃ ইসলাম খান

 প্রশ্নঃ  বাংলাদেশে মুসলিম, শাসনের সূত্রপাত করেন

উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

প্রশ্নঃ  নিচের কোনটি প্রবাল দ্বীপ

উত্তরঃ  সেন্ট মার্টিন

 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!