general knowledge- সাধারণ জ্ঞান

Muhammad Jamal Uddin
0

 

general knowledge- সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান র্পাট-১

. বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়         >  পাল বংশের মাধ্যমে।


. কিউবার ক্ষেপনাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন      >    জন এফ. কেনেডি।

. অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল -     > উত্তর আমেরিকায়।

. পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে             >   ইংরেজি ভাষায়।

. জার্মানির বিমান সংস্থার নাম -                 > লুফথানসা

. বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে-      >             ৮৭ নং অনুচ্ছেদে।

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অর্টিকেল আছে-                                 >১৭টি (অধিকার বললে ১৮টি)

মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হলো-         >বীরশ্রেষ্ঠ।

. বার্ড এর প্রতিষ্ঠাতা হলেন       > আখতার হামিদ খাঁন

১০. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রি -        >             শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে।

১১. সবচেয়ে ছোট পাখির নাম -   >            হামিং বার্ড

 ১২. বাংলাদেশের মনোগ্রামে –   >             ৪টি তারকা চিহ্ন আছে।

১৩. বিকেএসপি অবস্থিত           >            সাভারে।

১৪. হাইপারসনিক ক্ষেপণাস্ত্র -    >             রাশিয়ার তৈরি।

৯৫. আন্তর্জাতিক ধান গভেষণা প্রতিষ্ঠান অবস্থিত-            >             ম্যানিলায়।

৯৬. CTBT স্বাক্ষরিত হয়েছিল        >             পারমানবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করণের উদ্দেশ্যে।

১৭. ফেয়ার ফ্যাক্স হলো-                                >             যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

১৮. লেবাননের মুদ্রার নাম         >             পাউন্ড।

১৯. চীনের প্রথম প্রেসিডেন্ট-       সান ইয়াৎ সেন গণচীনের প্রথম প্রেসিডেন্ট-    >             মাও সেতুং।

২০. বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রস্ততম গভীরতম নদী হল -                              >             মেঘনা।

২১. বরিশালের প্রাচীন নাম -         >             চন্দ্রদ্বীপ।

২২. জর্জ হ্যারিসন -         >             ব্রিটিনের নাগরিক।

২৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি                        >          সৈয়দ মাঈনুল হোসেন।

 ২৪.মুজিব নগর দিবস -                                >             ১৭ এপ্রিল

২৫. ইউরোপের দীর্ঘতম নদী-     >      ভলগা ভলগা নদী রাশিয়ায় অবস্থিত। 

২৬.বাংলাদেশের কাল বৈশাখি ঝড় হয় –                >             প্রাক মৌসুমি বায় ঋতুতে।

২৭.পূর্ব যতর্ক ছাড়াই সংঘটিত হয় –         >                ভূমিকম্প

২৪.ভারতের সেভেন সিস্টার্সের তিনটি রাজ্যর সাথে বাংলাদেশের সীমান্ত নেই-     >                  নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর।

২৯. জুমচাষ পদ্ধতি দেখা যায়-চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহে -  >                   খাগড়াছড়ি, রাঞ্জামাটি, বান্দরবান

৩০. হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত -                                >             ইউ আকৃতির উপত্যকা।

৩১. বৈদেশিক মুদ্রার রিজাবের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান – >                 ৪৫ তম

৩২. পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল -        মেসোপটেমিয়া। অপশনে নাথাকলে "    >      মিশরীয়হবে।

৩৩. দুই জার্মানি একত্রিত হয় –  >             ১৯৯০ সালে।

৩৪. বাংলাদেশের সংবিধানের অভিভাবক -          >              সুপ্রিম কোর্ট।

৩৫. মনপুরা দ্বীপ অবস্থিত -         >    ভোলায়

৩৬.জাতিসংঘ সনদের                 >             ৫১ নং ধারা অনুযায়ী ন্যাটো সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

৩৭. দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়-     >                  ১৪ সেপ্টেম্বর ২০২২।

: লিজ ট্রাস যুক্তরাজ্যের              >      ৩য় নারী প্রধানমন্ত্রি ছিলেন।

৩৯. বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের                    >        ২৯তম অধিবেশনে ১৩৬ তম সদস্য লাভ করে

৪০. শিখা অনির্বাণ অবস্থিত -      >       ঢাকা সেনানিবাস

৪১. শিখা চিরন্তন অবস্থিত         >          সোহরাওয়ার্দী উদ্যান

৪২. লাহোর প্রস্তাব ১৯৪০ এর মূল বিষয় ছিল      >     মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একটি

রাষ্ট্র গঠনের কথা।

৪৩. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ-      >    বায়ু প্রবাহ

৪৪. আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়-    >     ১৮০* বরাবর।

৪৫. স্ট্যাচু অব পিস –     >    সিউল, দক্ষিণ কোরিয়া

পিস স্ট্যাচ নাগাসাকি            >      জাপান

কর্নার স্টোন অব পিস-                   >       ওকিনাওয়া, জাপান  

৪৬.ভারত  শ্রীলঙকাকে পৃথক করেছে-              >      প্রক প্রণালী।

৪৭. সতীদাহ প্রথা রহিত করেন -                     >        লর্ড বেন্টিঙক।

৪৮. রাষ্ট্রপতির      >      সম্মতি ছাড়া বিল পাশ করা যাবেনা।

৪৯. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট –     >        ইসাবেলা পেরণ

৫০. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি - .  >          পিগমারা কঙ্গোর অধিবাসী।

৫১. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে  সর্বপ্রথম কাজটি      >        ঝুঁকি চিহ্নিত

 ৫২. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ ফলপ্রসু হবে।

৫৩. সব কটা জানালা খুলে দাওনা -           >     সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

গীতিকার :           >     নজরুল ইসলাম বাবু।

28. ডোমরা স্থলবন্দর অবস্থিত -                  >             সাতক্ষীরায়।

৫৫. বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা ব্যবহৃত হয় -                 >             চীন।

 ৫৬. ব্রহ্মাদেশ নামে পরিচিত -      >          মিয়ানমার

৫৭. বায়ুমন্ডলের মোট শক্তির -                  >             ৯৯.৯৭% শক্তি আসে সূর্য হতে।

৫৮. প্রত্যেক ব্যাক্তির চিন্তা বিবেকের স্বাধীনতা সংবিধানের-       >     ৩৯ (১)নং অনুচ্ছেদে বর্ণিত

৫৯. এইডস প্রথম ধরা পড়ে –        >    ১৯৮১ সালে।

৬০. মরিচ ঝাল লাগে -         >      ক্যাপসিনিন নামক উপাদানের জন্য

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!