* সংবিধান কী?
উত্তর: সংবিধান হলো কোন দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন
এরিস্টটলের মতে, “Constitution is the way of life the state has chosen for itself"
* সংবিধান কত প্রকার ও কী কী?
সংবিধান দুই প্রকার: যথা:
০১. লিখিত সংবিধান।
০২. অলিখিত সংবিধান ।
আবার, পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। যথা।
০১. সুপরিবর্তনীয় সংবিধান।
০২. দুষ্পরিবর্তনীয় সংবিধান।
* সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তর: যুক্তরাষ্ট্রের, অনুচ্ছেদ- ৭টি।
* সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
আবার, পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। যথা।
০১. সুপরিবর্তনীয় সংবিধান।
০২. দুষ্পরিবর্তনীয় সংবিধান।
* সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তর: যুক্তরাষ্ট্রের, অনুচ্ছেদ- ৭টি।
* সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারতের, অনুচ্ছেদ- ৩৯৫টি
* অন্তর্বর্তী সংবিধান কাকে বলে?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদকে অন্তর্বর্তী সংবিধান বলে।
* অন্তর্বর্তী সংবিধান কাকে বলে?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদকে অন্তর্বর্তী সংবিধান বলে।
* স্বাধীনতার ঘোষণা সনদের রচয়িতা কে?
উত্তর: ব্যারিস্টার আমিরুল ইসলাম।
প্রশ্ন: আমেরিকার স্বাধীনতার ঘোষণা করেন কে?
উত্তর: টমাস জেফারসন, ৪ জুলাই, ১৭৭৬ ।
প্রশ্নঃ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয় কত তারিখে?
উত্তর: ১১ জানুয়ারি, ১৯৭২।
প্রশ্ন: অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কে?
উত্তর: : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উত্তর: ব্যারিস্টার আমিরুল ইসলাম।
প্রশ্ন: আমেরিকার স্বাধীনতার ঘোষণা করেন কে?
উত্তর: টমাস জেফারসন, ৪ জুলাই, ১৭৭৬ ।
প্রশ্নঃ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয় কত তারিখে?
উত্তর: ১১ জানুয়ারি, ১৯৭২।
প্রশ্ন: অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কে?
উত্তর: : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃস্বাধীনতার ঘোষণাপত্রে কত জন ব্যাক্তির নাম উল্লেখ আছে?
উত্তর: স্বাধীনতার ঘোষণাপত্রে চারজন ব্যক্তির নাম উল্লেখ আছে । যথা:
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. সৈয়দ নজরুল ইসলাম।
৩. অধ্যাপক ইউসুফ আলী।
৪. জেনারেল ইয়াহিয়া খান ।
প্রশ্নঃস্বাধীনতার ঘোষণাপত্রে কত জন ব্যাক্তির নাম উল্লেখ আছে? স্বাধীনতার ঘোষণাপত্রে চারজন ব্যক্তির নাম উল্লেখ আছে । যথা:
উত্তর:
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. সৈয়দ নজরুল ইসলাম।
৩. অধ্যাপক ইউসুফ আলী।
৪. জেনারেল ইয়াহিয়া খান ।
প্রশ্ন: সাংবিধানিক পদ বলতে কী বুঝেন?
উত্তর :যে সব পদ সংবিধানে বর্ণিত বিধান মোতাবেক সৃষ্টি হয় এবং পদে নির্বাচিত ব্যাক্তি শপথ
গ্রহণের মাধ্যমে পদ লাভ করে সে পদকে সাংবিধানিক পদ বলে ।।
প্রশ্নঃ সাংবিধানিক পদ কয়টি?
উত্তর: সাংবিধানিক পদ: ৯টি। সংবিধানের তৃতীয় তফসিলে ৯টি সাংবিধানিক পদের কথা বলা আছে।
প্রশ্নঃ সংবিধিবদ্ধ পদ কী?
উত্তর: যে সব পদ সংবিধানের বিধি মোতাবেক সৃষ্টি হয় কিন্তু পদে নির্বাচিত ব্যক্তি শপথ
গ্রহণ করে না সে গুলোকে সংবিধিবদ্ধ পদ বলে। সংবিধিবদ্ধ পদ দুইটি। যথা:
১. অ্যাটর্নি জেনারেল (অনুচ্ছেদ- ৬৪)। ২. ন্যায়পাল (অনুচ্ছেদ- ৭৭)।
প্রশ্ন:সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝেন?
উত্তর: সংবিধানের বিধি মোতাবেক গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোকে
সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
প্রশ্নঃ সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান কয়টি ও কী কী?
উত্তর: সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৪ টি। যথা:
১. নির্বাচন কমিশন।
২. সরকারী কর্মকমিশন। ৩. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
৪. এটর্নি জেনারেল
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
[বি:দ্র: সংবিধানের কোথাও সুনির্দিষ্টভাবে সাংবিধানিক পদ ও সাংবিধানিক সংস্থা কতটি তা উদ্যোগ নেই ।]
প্রশ্নঃকে, কাকে শপথ পড়ান?
উত্তর: সংবিধানের ১৪৮নং অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি যাদের পড়ান। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি যাদের শপথ পড়ান
পিএসসি এর সদস্য ও চেয়ারম্যান, সুপ্রিমকোর্টের বিচারকবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার এবং সুপ্রিমকোর্টের অন্যান্য বিচার পতিকে।
স্পিকার যাদের শপথ পড়ান:
রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য।
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের নাম কী?
প্রধান বিচারপতি যাদের শপথ পড়ান
পিএসসি এর সদস্য ও চেয়ারম্যান, সুপ্রিমকোর্টের বিচারকবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার এবং সুপ্রিমকোর্টের অন্যান্য বিচার পতিকে।
স্পিকার যাদের শপথ পড়ান:
রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য।
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের নাম কী?
উত্তর: বাংলাদেশের সংবিধানের নাম "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"
প্রশ্ন: সংবিধানের উৎসসমূহ কী কী?
উত্তর: প্রচলিত রীতিনীতি ও আচার প্রথা, লিখিত দলিল, আইনজ্ঞদের লিখিত গ্রন্থাদি,
সনদ, বিধিবদ্ধ আইন, বিচারকের রায় বা বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনসভা ইত্যাদি সংবিধানের গুরুত্বপূর্ণ উৎস। থেকে সংসদ
প্রশ্নঃ অধিবেশন কাকে বলে?
উত্তর: কোন সংসদ গঠিত হওয়ার পর সংসদ যখন প্রথম মিলিত হয়, তখন স্থগিত হওয়া বা ভেঙ্গে যাওয়া পর্যন্ত বৈঠকগুলোকে অধিবেশন বলে।
প্রশ্নঃকোরাম কাকে বলে?
উত্তর: যে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি ছাড়া কোনো আইনসভা বা অন্য যে কোনো পরিষদের আলোচনা শুরু করা যায় না সেই নির্দিষ্ট সংখ্যাকে কোরাম বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় ৬০ জনে।
প্রশ্নঃ দপ্তরবিহীন মন্ত্রী কী?
উত্তর: দপ্তরবিহীন মন্ত্রী হচ্ছেন এমন একজন মন্ত্রী যার কোন নির্দিষ্ট দায়িত্ব নেই অথবা যিনি কোন নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নন।
প্রশ্ন: কাস্টিং ভোট বলতে কী বুঝেন?
উত্তর: কোন আইনসভায় স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। আইনসভায় কোন বিষয়ে ভোটাভুটির ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে স্পিকার তার কাস্টিং ভোট প্রদান করে বিলে পক্ষে অথবা সংখ্যা গরিষ্ঠতা আনয়ন করে।
প্রশ্ন: স্ট্র ভোট কাকে বলে?
উত্তর: আসন্ন কোনো নির্বাচনের ফলাফল কী হতে পারে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান, সংস্থা বা সংবাদপত্রের উদ্যোগে যে বেসরকারি ভোট গ্রহণ করা হয়, সে ভোটকে স্ট্র ভোট বলে।
প্রশ্নঃ ক্রসভোট কী?
উত্তর: বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোন নির্বাচনে কোন রাজনৈতিক
দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন; তাহলে তাকে ক্রসভোট বলে ।
প্রশ্নঃ টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে?
উত্তর: মন্ত্রিসভার যে সব সদস্য জাতীয় সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হয়েও বা সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান পান বা মন্ত্রী হন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে। ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা কখনই এক দশমাংশের বেশি হবে না এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন: এমন ব্যক্তিকেই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নেয়া যাবে।
প্রশ্নঃ Referendum (গণভোট) কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের আইন পরিষদ কর্তৃক পাসকৃত কোন বিতর্কিত বিলের ওপর জনসাধারণের সমর্থন যাচাইয়ের জন্য গৃহীত জোটকে গনভোট (Referendum) বলে।
প্রশ্নঃPlebiscite (গণভোট) কাকে বলে?
উত্তর: মন্ত্রিসভার যে সব সদস্য জাতীয় সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হয়েও বা সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান পান বা মন্ত্রী হন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে। ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা কখনই এক দশমাংশের বেশি হবে না এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন: এমন ব্যক্তিকেই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নেয়া যাবে।
প্রশ্নঃ Referendum (গণভোট) কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের আইন পরিষদ কর্তৃক পাসকৃত কোন বিতর্কিত বিলের ওপর জনসাধারণের সমর্থন যাচাইয়ের জন্য গৃহীত জোটকে গনভোট (Referendum) বলে।
প্রশ্নঃPlebiscite (গণভোট) কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের কোন সাধারণ বা গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনসমর্থন যাচাইয়ের জন্য
গৃহীত ভোটকে Plebiscite বলে ।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোট মৌলিক অধিকার কয়টি?
গৃহীত ভোটকে Plebiscite বলে ।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোট মৌলিক অধিকার কয়টি?
উত্তর: ১৮টি
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিক কতটি মৌলিক অধিকার ভোগ করতে পারবেন?:
উত্তর: ৬টি (৩২, ৩৩, ৩৪, ৩৫, ৪১ এবং ৪৪ ) প্রশ্নঃ মুজিব কথাটি সংবিধানে কত বার আছে?
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিক কতটি মৌলিক অধিকার ভোগ করতে পারবেন?:
উত্তর: ৬টি (৩২, ৩৩, ৩৪, ৩৫, ৪১ এবং ৪৪ ) প্রশ্নঃ মুজিব কথাটি সংবিধানে কত বার আছে?
প্রশ্ন:৫ বার মুজিব কথাটি সংবিধানের কোথায়, কোথায় আছে?
উত্তর :অনুচ্ছেদ (ক), অনুচ্ছেদ- ১৫০, তফসিল- ৫, তফসিল-৬, তফসিল- ৭।
প্রশ্নঃ স্বায়ত্তশাসিত সংস্থা কী?
উত্তর: যে সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা সচিবালয় বা মন্ত্রণালয় কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়ে নিজস্ব বিধিমালার আওতায় অনেকটা স্বাধীনভাবে পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত সংস্থা বলে। যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্নঃ অ্যাটর্নি জেনারেল কাকে বলে?
উত্তর : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলে।
প্রশ্নঃ অর্থ বিল কাকে বলে?
উত্তর:সরকারের অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন ধরনের যে কোন বিলকে অর্থবিল বলে। অর্থবিল সংসদে উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়।
প্রশ্ন: সরকারি বিল কাকে বলে?
উত্তর: সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিলকে সরকারি বিল বলে।
প্রশ্নঃ বিল কাকে বলে?
উত্তর : সংসদে সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।
প্রশ্নঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
প্রশ্ন: সরকারি বিল কাকে বলে?
উত্তর: সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিলকে সরকারি বিল বলে।
প্রশ্নঃ বিল কাকে বলে?
উত্তর : সংসদে সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।
প্রশ্নঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
উত্তর: সরকারি কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, বেতন-ভাতা প্রভৃতি বিষয় নিষ্পত্তির জন্য যে ট্রাইব্যুনাল তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে ।
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে?
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে?
উত্তর: ৭টি (ঢাকায় তিনটি, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বগুড়ায় ১টি
প্রশ্নঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮২ সালে
প্রশ্ন: বাংলাদেশে ভোটার হওয়ার যোগ্যতা কী কী?
উত্তর: সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুসারে কোন বাক্তিকে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য ভোটার হতে হলে নিম্নোক্ত যোগ্যতার অধিকারী হতে হবে।
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. ন্যূনতম ১৮ বছর বয়স্ক হতে হবে।
৩. নির্দিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে।
প্রশ্নঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮২ সালে
প্রশ্ন: বাংলাদেশে ভোটার হওয়ার যোগ্যতা কী কী?
উত্তর: সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুসারে কোন বাক্তিকে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য ভোটার হতে হলে নিম্নোক্ত যোগ্যতার অধিকারী হতে হবে।
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. ন্যূনতম ১৮ বছর বয়স্ক হতে হবে।
৩. নির্দিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে।
৪. ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী আদেশের অধীন দণ্ডিত নন এমন।
প্রশ্ন: হুইপ কাকে বলে?
উত্তর: পার্লামেন্টের ক্ষমতাসীন এবং বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বিধান এবং কোন বিষয়ে ভোটাভুটির সময় সদস্যদেরকে একত্র করার কাজে নিয়োজিত ব্যক্তিকে হুইপ বলে।
প্রশ্নঃ Floor Crossing কী?
উত্তর: সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যদি-
১. নিজ দলের বিপক্ষে ভোট দেয়
২. দল থেকে পদত্যাগ করে।
তবে সংসদে তার আসন শূন্য বলে গণ্য হবে। একে Floor Crossing বলে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রশ্ন: হুইপ কাকে বলে?
উত্তর: পার্লামেন্টের ক্ষমতাসীন এবং বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বিধান এবং কোন বিষয়ে ভোটাভুটির সময় সদস্যদেরকে একত্র করার কাজে নিয়োজিত ব্যক্তিকে হুইপ বলে।
প্রশ্নঃ Floor Crossing কী?
উত্তর: সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যদি-
১. নিজ দলের বিপক্ষে ভোট দেয়
২. দল থেকে পদত্যাগ করে।
তবে সংসদে তার আসন শূন্য বলে গণ্য হবে। একে Floor Crossing বলে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী?
উত্তর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)
উত্তর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)
প্রশ্নঃ তফসিল কী?
উত্তর : অনুচ্ছেদে উল্লেখ নেই কিন্তু অনেক কিছুকে বৈধতা দেয়া হয়, যা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সংবিধানের ১৫৩ অনুচ্ছেদের পর ৭টি তফসিল।
প্রশ্নঃ ৭টি তফসিল গুলো কি কি?
১. প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
১. প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
২. দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)।
৩. তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা
৪. চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানমালা।
৫. পঞ্চম তফসিল: ১৯৭১ সালে ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
৬.ষষ্ট তফসিল: ২৬ শে মার্চের স্বাধীনতা ঘোষণা।
৭. সপ্তম তফসিল ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণা পত্র
প্রশ্নঃ আমাদের সংবিধানের নাম কী?
উত্তর: সংবিধানের ১৫৩(১) অনুচ্ছেদ অনুযায়ী “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" ।
প্রশ্নঃ ১৭নং অনুচ্ছেদে কী আছে?
উত্তর : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ।
প্রশ্নঃ কোন কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর:
* ব্রিটেন।
* নিউজিল্যান্ড।
* সৌদি আরব।
* স্পেন।
* ইসরাইল।
প্রশ্নঃ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল?
উত্তর : শাহ আবদুল হামিদ।
প্রশ্নঃ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিল?
উত্তর: মোহাম্মদ উল্লাহ ।
প্রশ্নঃ সংবিধান রচনার সময় একমাত্র মহিলা সদস্য কে ছিল?
উত্তর: বেগম রাজিয়া বানু।
প্রশ্নঃ সংবিধান রচনার সময় একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিল?
উত্তর: সুরঞ্জিত সেন গুপ্ত ।
প্রশ্নঃবাংলাদেশে ভোটার হওয়ার জন্য কত বছর বয়স লাগে?
উত্তর : ১৮ বছর।
প্রশ্নঃ“আমার সোনার বাংলা” গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গদর্শন।
প্রশ্নঃ জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।
প্রশ্নঃ বাংলাদেশের পতাকার সাথে কোন কোন দেশের পতাকার মিল আছে?
* নিউজিল্যান্ড।
* সৌদি আরব।
* স্পেন।
* ইসরাইল।
প্রশ্নঃ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল?
উত্তর : শাহ আবদুল হামিদ।
প্রশ্নঃ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিল?
উত্তর: মোহাম্মদ উল্লাহ ।
প্রশ্নঃ সংবিধান রচনার সময় একমাত্র মহিলা সদস্য কে ছিল?
উত্তর: বেগম রাজিয়া বানু।
প্রশ্নঃ সংবিধান রচনার সময় একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিল?
উত্তর: সুরঞ্জিত সেন গুপ্ত ।
প্রশ্নঃবাংলাদেশে ভোটার হওয়ার জন্য কত বছর বয়স লাগে?
উত্তর : ১৮ বছর।
প্রশ্নঃ“আমার সোনার বাংলা” গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গদর্শন।
প্রশ্নঃ জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।
প্রশ্নঃ বাংলাদেশের পতাকার সাথে কোন কোন দেশের পতাকার মিল আছে?
উত্তর: জাপান, পালাউ।
প্রশ্ন: বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী?
উত্তর: বাঙালি অনুচ্ছেদ - ৬ (২)। প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা কী?
প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা কি?
উত্তর: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা হলো: “সকলের সাথে বন্ধুত্ব কার ও সাথে বৈরিতা নয়।
প্রশ্নঃ কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে?
উত্তর: সংবিধানের ৫৫নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর দ্বারা নির্ধারি মন্ত্রীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠিত হবে।
প্রশ্নঃপ্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্নঃ যুদ্ধ ঘোষণা করে কে?
উত্তর: জাতীয় সংসদ।
প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান। প্রশ্ন: সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে?
প্রশ্ন:৯৪নং অনুচ্ছেদ অনুসারে বিচারকদের পদের মেয়াদ কত বছর?
প্রশ্ন: বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী?
উত্তর: বাঙালি অনুচ্ছেদ - ৬ (২)। প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা কী?
প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা কি?
উত্তর: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা হলো: “সকলের সাথে বন্ধুত্ব কার ও সাথে বৈরিতা নয়।
প্রশ্নঃ কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে?
উত্তর: সংবিধানের ৫৫নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর দ্বারা নির্ধারি মন্ত্রীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠিত হবে।
প্রশ্নঃপ্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্নঃ যুদ্ধ ঘোষণা করে কে?
উত্তর: জাতীয় সংসদ।
প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান। প্রশ্ন: সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে?
প্রশ্ন:৯৪নং অনুচ্ছেদ অনুসারে বিচারকদের পদের মেয়াদ কত বছর?
উত্তর: সংবিধানের ৯৬(১) নং অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর।
প্রশ্ন: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেন কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: চাকরি থেকে গ্রহণের বয়সসীমা কত বছর?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: চাকরি থেকে গ্রহণের বয়সসীমা কত বছর?
উত্তর: সংবিধানের ১৩৪ নং অনুচ্ছেদ অনুযায়ী ৫৯ বছর।
প্রশ্নঃ জরুরি অবস্থা ঘোষণার কারণ কী?
প্রশ্নঃ জরুরি অবস্থা ঘোষণার কারণ কী?
উত্তর: জরুরি অবস্থার কারণ:
ক. যুদ্ধ
ক. যুদ্ধ
খ. বহিরাক্রমণ
গ. অভ্যন্তরীণ গোলযোগ
গ. অভ্যন্তরীণ গোলযোগ
প্রশ্নঃ Rules of Business:
উত্তর: সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বণ্টনের জন্য যে বিধিসমূহ প্রণয়ন করেন তাকে Rules of Business বলে।
প্রশ্নঃ Allocation of Business:
উত্তর: Rules of Business অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে দায়িত্ব বণ্টন করা হয় তাকে Allocation of Business বলে।
প্রশ্নঃRules of Origin:
উত্তর:আমদানিকারক দেশ কর্তৃক উৎপাদক দেশকে প্রদত্ত কিছু শর্তাবলী বা দিকনির্দেশনাকে
প্রশ্নঃ Rules of Game:
উত্তর:কোন প্রতিষ্ঠানের অলিখিত নিয়ম কানুনকে Rules of Care বলে।
প্রশ্নঃ Public Enterprise:
উত্তর: সরকার কর্তৃক পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে Public Enterprise বলে। যেমন: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড।
প্রশ্নঃ Public Policy কি?
উত্তর:নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাকে Public Policy বলে ।
প্রশ্নঃVIP ও VVIP:
VVIP Very Very Important Person, যার অর্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিদেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং কর্তৃক ঘোষিত ব্যক্তিগণ হলেন VVIP.
৪. অসুস্থতা ৬. উচ্চতর ডিগ্রি গ্রহণের জন্য
২. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য
VIP Very Important Person, যার অর্থ অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রধানগণ, সরকার কর্তৃক ঘোষিত VIP ব্যাক্তিগণ এর অন্তর্ভুক্ত।
প্রশ্ন:সংবিধান অনুযায়ী বিভিন্ন পদের বয়সসীমা কত?
উত্তর: পদের বয়সসীমা কার্যভার গ্রহণ হতে ৫ বছর।
৬৭ বছর বয়স পর্যন্ত ।
৬৫ বছর বা কার্যভার গ্রহণ হতে ৫ বছর
(যেটি আগে হবে তা কার্যকর হবে)।
৬৫ বছর বা কার্যভার গ্রহণ হতে ৫ বছর (যেটি আগে হবে তা কার্যকর হবে)।
৬৫ বছর বা কার্যভার গ্রহণ হতে ৫ বছর (যেটি আগে হবে তা কার্যকর হবে)।