উপমহাদেশে বাংলাদেশ

Muhammad Jamal Uddin
0


উপমহাদেশে বাংলাদেশ

উপমহাদেশ

উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে র্সবপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন -  র্পতুগিজরা

পর্তুগিজ জলদস্যুদের  বলা হতো-  “র্হামাদ”

র্পতুগিজদের বিতাড়িত করেন-  সম্রাট শাহজাহান

উপমহাদেশে দ্বৈত শাসন নীতি প্রর্বতন করেন/বক্সারের যুদ্ধে জয়লাভ করেন--  র্লড ক্লাইভ।

ছিযাত্তরের মন্বন্তর বাংলায় (১১৭৬ সালে, ইংরেজী ১৭৭০) এর সময় বাংলায় গর্ভণর ছিলেন--                   কার্টিয়ার।

দ্বৈত শাসন রহিত করেন/উপমহাদেশে প্রথম রাজস্ব র্বোড স্থাপন করেন/পাঁচশালা বন্দোবস্ত       (রাজস্ব     শূন্যতা পূরণে ভূমি রাজস্ব ব্যবস্থা ৫ সছরের জন্য ইজারা দেয়)প্রর্বতন করেন-  ওয়ারেন         হেস্টিংস।

দশসালা সন্দোবস্ত / চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রর্বতন / র্সূযাস্ত আইন পাস করেন-  র্লড র্কনওয়ালিস

সতীদাহ প্রতা রহিত করেন- র্লড বেন্টিক ১৮২৯ সালে। র্লড বেন্টিংকে সাহায্য করেন--  রাজা রামমোহন রায়।

র্সব প্রথম রেল যোগাযোগ চালু কওে ১৮৫৩/বিধবা বিবাহ আইন(১৮৫৬)-  লর্ড ডালহৌসি, তাকে               সাহায্য করেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ইংল্যান্ডের  মহারানির প্রতিনিধি হিসেবে নিযুক্ত গর্ভনর জেনারেলকে বলে-  ভাইসরয় বা বড় লাট              বলে।

ব্রিটিশ সরকারের প্রথম ভাইসরয়/১ম ভাইসরয় নিযুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী শাসনের                 অবসান- ১৭৫৭-১৭৫৮

উপমহাদেশে ১ম কাগজের মুদ্রা চালু করেন-  র্লড ক্যানিং।

ভঙ্গ হয় ------১৯০৫ সালে। বঙ্গভঙ্গ করনে----- র্লড কার্জন।

দু’বাংলা একত্রিকরণের লক্ষে-  রাখিবন্ধন অনুষ্ঠানের পরিকল্পনা করেন/বাংলার মাটি বাংলার জল             গানটি রচনা করেন--   রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্রিটিশ ভারতের শেষ ভাইসয়ে ছিলেন--  র্লড মাউন্ট ব্যাটেন। 

ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন--  অ্যাটলি। 

১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ র্পালামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়

১.ভারত-১৫ আগস্ট স্বাধীন হয়। ২. পাকিস্তান ১৪ আগস্ট স্বাধীন হয়। 

ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখা র্নিধারণ করেন= স্যার র‌্যাডক্লিফ ; তাই এই সীমাকে র‌্যাডক্লিফ         লাইন বলে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানী ক্ষমতা লাভের পর র্সবপ্রথম যে বিদ্রোহ হয়েছিল ইতিহাসে তার নাম =ফকির         সন্যাসী বদ্রিোহ 

প্রথম বাঙ্গালি হিসেবে ইস্ট ইন্ডিঢা কোম্পানির বিরোদ্ধে অস্ত্র ধারণ কওে শহিদ হন=তিতুমীর । তার             প্রকৃত নাম মীর নিছার আলী। *তেভাগা আন্দোলন (১৯৪৬-১৯৪৭) র্পযন্ত  মোট উৎপন্ন ফসলের ৩         ভাগ চাষী ১ ভাগ পাবে জমিদার) নত্রেী ছিলেন =ইলা মিত্র।

রওলাট আইন ও জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ড অনুষ্ঠতি  হয় ১৯১৯ সালে।

জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে ১৯২০ সালে মহাত্ম  গান্ধী = অহিঙস ও অসহযোগ         আন্দোলন করেন। 

* দ্বি জাতি তত্ব ১৯৩৯ সালে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোাষণা করেন=হিন্দো মুসলমান দু‘টি আলাদা             জাতি।

লাহোর প্রস্তাব=১৯৪০সালে ২৩ শে র্মাচ তৎকালীন মূখ্যমন্ত্রী এ,কে ফজলুল হা লাহোর প্রস্তাব                 উত্থাপন করে

পঞ্চাশের মন্বন্তর  = ২য় বিশ্বযুদ্ধেও সময় বাংলায় চাল আমদানি বন্ধ হয়ে অপরদিকে অসাধু                 ব্যবসায়িরা খাদ্য গোদামজাত করে আবার ঐ বছর খাদ্য উৎপাদন হ্রাস পায় যার কারণে ৩০ লক্ষ             মানুষ প্রাাণ হারায় । তখন ১৯৪৩ সালে বাংলা ১৩৫০ ‘পঞ্চাশের মন্বন্তর হয়। 

অভিবক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন= হোসেন শহীদ সোহরাওয়ার্দী


৬ দফা দিবস

****১৯৬৬ সালের ৬ ফেরুয়ারি ৬ দফা ঘোষণা করা হয়। নি¤েœ ৬ দফা গুলো দেয়া হলো-----

১.র্পূণ স্বাযত্ব শাসন

     ২.কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অন্যান্য বিষয় থাকবে প্রাওদশিক                 সরকারের হাতে।


    ৩. মুদ্্রা সম্পর্কে

    ৪. রাজস্ব ার , শুল্ক ও কর সম্পর্কে

    ৫. বৈদেশিক বাণিজ্য সম্পর্কে

    ৬.আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা 

৬ দফা আন্দোলনের প্রথম শহীদ-----“মনু মিয়া” 

৭ জুন ছয় দফা দিবস।

১১ দফা ঘোষণা করে (১৯৬৯) সালে = র্সব দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। 

বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী = ড. শামসুজ্জোহা। 

মুক্তিযুদ্ধঃ

১৯৭১ সালে গৃতীত তেলিয়া পাড়া দলিলে যে কলাকৌশল অবলম্বন করে সেটির প্রণেতা = মুক্তি                 বাহিনী

এুক্তি বাহিনীর “ওয়ার স্ট্রাটেজি।কি নামে পরিচিত= তেলিয়াপাড়া স্ট্রাটেজি।

মুক্তিযু দ্ধেও র্সবাধিনায়ক কে=শেখ মুজবির রহমান; কিন্তু প্রধান সেনাপতি=এম এ জি ওসমানি।

মুক্তিযুদ্ধের  উপ র্র্সবাধিনায়ক ছলিনে = এ কে খন্দকার।

মুক্তযিুদ্ধে সক্টের সমূহঃ

মুক্তিযুদ্ধে ১নং সেক্টর=চট্টগ্রাম;

২নং=ঢাকা;

৮নং = মুজিসনগর;

৭নং=রাজশাহী; 

১০নং=নৌ বাহিনী।

নৌ কমান্ডার দ্বরা পরিচালিত অভিযানকে= অপারেশ জ্যাকপট কলে।

বীরশ্রেষ্ঠদরে মধ্যে প্রথম শহীদ=মুন্সী আব্দুর রউফ, শেষ শহীদ= ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

বীর শ্রেষ্ঠ ফ্লাাইট লে, মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে আনা হয়=২৪ জুন ২০০৬;             তারঁ উপর নির্মিত ছায়াছবি= অস্তিত্বে আমার দেশ॥]

বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে আনা হয়।

কোন সালে  বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি  দয়ে= ২০১৫

বীর প্রতিক দু’জন মহিলা  ১. ক্যাপ্টেন সেতারা বেগম(২নং সেক্টর) ২.তারামন বিবি (১১ নং সেক্টর)

র্সবককনিষ্ঠ বীর প্রতীক মুক্তিযোদ্ধা= শহীদুল ইসলাম (লুলু)Ñ বয়স- ১৩ বছর।

মুক্তিযোদ্ধা কাঁকন বিবি ােকন সম্প্রদায়ের = খাসিয়া; 

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংওঘর মহাসচিব ছিলেন= উ থান্ট

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন = রির্চাড নিক্সন; পররাষ্ট্র মন্ত্রী=             উইলিয়ামপি ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়  চীনের প্রধানমন্ত্রী = ঝু এনলাই

সোীভয়েত ইউনিয়নের  =আলেক্সেই কোসিগিন; প্রেসিডেন্ট = নিকোলাই;

১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান ছিলো = গোলাম আজম;

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস= ২১ নভেম্বর;

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ= ভুটান; ২য় দেশ= ভারত;

এক সাগর রক্তের বিনিময়ে-- --  গানটির গীতিকার = গোবিন্দ হাওলাাদার

জয় বাংলা বাংলার জয়-- গানটির গীতিকার = গাজী মাজহারুল আনোয়ার

শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার= গৌরী প্রসন্ন মজুমদার

মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধকরি গানটির গীতিকার  =আপেল মাহমুদ

পাক বাহিনীর সৈন্য ছিল আত্নসর্মনের সময়= ৯৩ হাজার;

তখন পাকিস্তানের পক্ষে ছিলেন---জেনারেল নিয়াজি

বাংলাদেশের পক্ষে ছিলেন --- এ কে খন্দকার

যৌথ বাহিনীর পক্ষে ছিলেন---- জগজিৎ সিং আরোরা।

            মুক্তযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র

স্টপ জেনোসাইড , এ স্টেট ইজ র্সান প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক= জহির রায়হান

ণিবারেশন ফাইর্টাস, এক সাগর রক্তের বিনিময়ে ---আলমগীর কবির

মুক্তির গান, মুক্তির কথা ---- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ

নাইন মানথ টু ফ্রিডম= এস সুকুদেব।

ইনোসেন্ট মিলিয়স= বাবুল চৌধুরী।

জাদুঘরঃ

বাংলদেশের প্রথম জাদুঘর---- বরেন্দ্র জাদুঘর,রাজশাহী;

জাতীয় জাদুঘর----- শাহবাগ, ঢাকা।

এুক্তিযুদ্ধ জাদুঘর----বিজয়কেতন, য়াকা সেনানিবাস।

ওসমানী জাদুঘর ----সিলেট

ডশল্পর্চায জয়নুল আ, সংগ্রহ শালা----ময়মংসিংহ

নৃতাত্বিক/ জাতিতাত্বিক-----আগ্রাবাদ, চট্টগ্রাম

গান্ধী স্মৃতি জাদুঘর ----নোয়াখালীর সোনাইমুড়ী।

পোস্টাল জাদুঘর --- ঢাকা জিপিও

আহসান মঞ্জিল জা ---ইসলামপুর , ঢাকা

মাহাত্ম  গান্ধী নোয়াখালী জেলায় সফর করেন; সোনারগাও লোকশিল্প জাদুঘরের জন্য বিখ্যাত;

বাংলাদেশের জাতীয় জাদুঘরের র্পূব নাম= ঢাকা জাদুঘর;


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!