To be the best(According to prophet Muhammad sm)

Muhammad Jamal Uddin
0


To be the best





We are all good people. But the Prophet, peace be upon him, has given some characteristics of good people.


Let's check ourselves are we on that list? Or not?


The Prophet, peace be upon him, said that 12 people are the best!


One.


-


"The best of you is he who learns the Qur'an himself and teaches it to others." (Bukhari, 5027)


Two.


-


"Surely the best of you is the one who has the best behavior among you." (Bukhari, 6035)


Three.


-


"The best of you is he who is good at repaying his debts." (Bukhari, 2305)


Four.


"The best of you is the person from whom all hope for good and fear no evil." (Tirmidhi, 2263/2432)


Five.


"The best of you is the one who is good to his family." (Sahih Ibn Hibban, 4177)


Six.


-


The best among you is he who is older among you and better in (good) deeds. (Ahmad 7212)

.


Seven.


ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ


The greatest man is the one who is most useful to mankind. (Sahih al-Jame' Ha/ 3289)

.


Eight.


The


"The best man is one whose heart is pure and whose face is truthful.


Companions asked, O Messenger of God! The honest face is understood, but who has a clean heart?


Rasulullah ﷺ said that the heart is clear and pure, Muttaki, in which there is no sin, no extravagance or oppression, no treachery and hatred. (Ibn Majah 4216)

.


No.


ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَﻪﻪِ


The best companion to Allah is he who is best to his companion. And the best neighbor to Allah is he who is good to his neighbor. (Tirmidhi, 1944)

.


Ten.


-


“The best of you is the one whose character is most beautiful.” (Bukhari, 3559)

.


Eleven.


ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻨْﺰِﻟَﺔً ﺭَﺟُﻞٌ ﻋَﻠَﻰ ﻣَﺘْﻦِ ﻓَﺮَﺳِﻪِ ﻳُﺨِﻴﻒُ ﺍﻟْﻌَﺪُﻭَﺪ


The greatest in dignity is he who, riding on his horse, terrifies the enemy, and the enemy also terrifies him. (Bayhakbir Shuabul Iman 4291)

.


Twelve.


-


The believer (the best) who fights in the way of Allah with his life and wealth. (Bukhari 2786, 6494)



May Allah bless us all to become the best people.

💦💦💦💦















আমরা সবাই ভালো মানুষ। কিন্তু নবীজী সা, ভালো মানুষের কিছু পরিচয় জানিয়ে দিয়েছেন।

আসুন নিজেই নিজেকে চেক করি সেই তালিকায় আমরা আছিনাকি নেই

নবী করিম সা,বলেছেন ১২ জন মানুষ সবচেয়ে সর্বোত্তম !

এক.

ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠَّﻤَﻪُ

তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’(বুখারি, ৫০২৭)

দুই.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣَﺎﺳِﻨُﻜُﻢْ ﺃَﺧْﻼَﻗًﺎ

নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ (বুখারি, ৬০৩৫)

তিন.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﻗَﻀَﺎﺀً

তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’(বুখারি, ২৩০৫)

চার.

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি, ২২৬৩/২৪৩২)

পাঁচ.

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, ৪১৭৭)

ছয়.

ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺃَﻃْﻮَﻟُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﺭًﺍ ﻭَﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟًﺎ

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।(আহমাদ ৭২১২)
.

সাত.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ

সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। (সহীহুল জামেহা/ ৩২৮৯)
.

আট.

ﻣَـﺨْﻤُﻮْﻡِ ﺍﻟْﻘَﻠْﺐِ ﺻَﺪُﻭْﻕِ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﺻَﺪُﻭْﻕُ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻧَﻌْﺮِﻓُﻪُ ﻓَﻤَﺎ ﻣَـﺨْﻤُﻮﻡُ ﺍﻟْﻘَﻠْﺐِ

শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন মুখ সত্যবাদী।

সাহাবিরা রা, জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?

রাসুলুল্লাহইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত বিদ্বেষ।(ইবনে মাজাহ ৪২১৬)
.

নয়.

ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ

আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ (তিরমিজি,১৯৪৪)
.

দশ.

ﺇِﻥَّ ﻣِﻦْ ﺧِﻴَﺎﺭِﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨَﻜُﻢْ ﺃَﺧْﻠَﺎﻗًﺎ

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি, ৩৫৫৯)
.

এগারো.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻨْﺰِﻟَﺔً ﺭَﺟُﻞٌ ﻋَﻠَﻰ ﻣَﺘْﻦِ ﻓَﺮَﺳِﻪِ ﻳُﺨِﻴﻒُ ﺍﻟْﻌَﺪُﻭَّ ﻭَﻳُﺨِﻴﻔُﻮﻧَﻪُ

মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। (বাইহাক্বীর শুআবুল ঈমান ৪২৯১)
.

বারো.

ﻟَﻤُﺆْﻣِﻦٌ ﻣُﺠَﺎﻫِﺪٌ ﺑِﻨَﻔْﺴِﻪِ ﻭَﻣَﺎﻟِﻪِ ﻓﻲ ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠﻪِ

মুমিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান মাল দিয়ে যুদ্ধ করে। (বুখারী ২৭৮৬, ৬৪৯৪)


আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে উঠার তৌফিক দান করুন।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!