কবি কাজী নজরুল ইসলাম

Muhammad Jamal Uddin
0
 কাজী নজরুল ইসলাম


জন্ম-১৮৯৯        মৃত্যু- ১৯৭৬

২৪মে       ২৯ আগস্ট

স্ত্রী   আশালতা সেনগুপ্ত(বিয়ের পরে নাম পাল্টে রাখেন‘প্রমীলা’

৪৩ বয়স বয়সে ‘ পিকস ডিজিজ’ রোগ হয়।

কবি ১৯৭৬ সালে জানুয়ারি মাসে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন।

কলকাতা বিশ্ব(জগত্বারিণী)  * ভারত সরকার(পদ্মাভূষণ)* রবীন্দ্রভারতী   বিশ্ববিদ্যালয়  এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিলিট উপাধি দেন)

উপন্যাস 

মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাদনহারা(এটি তার প্রথম উপন্যাস)

বাধনহারা----বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস(পত্র সংখ্যা ১৮ টি)

৫ টি নিষিদ্ধ গ্রন্থ = বিষের বাশী,যুগবাণী,প্রলয় শিখা,ভাঙ্গার গান,চন্দ্রবিন্দু

কাব্যগ্রন্থ

অগ্নিবীণা, বিষের বাশি, সিন্দো হিন্দোল,ভাঙ্গার গান,সাম্যবাদী,র্সবহারা,ফণি মনসা, সন্ধা, প্রলয় শিখা,দোলন চাঁপা,ছায়ানট,জিঞ্জীর,চক্রবাক।

অগ্নিবীণা--- কবির প্রথম কাব্যগ্রন্থ(১৯২২)কবিতা(বিদ্রোহী,প্রলয়উল্লাস,ধূমকেতু,শাতইল আরব)

বিদ্রোহী---প্রথম প্রকাশিত হয় মুসলেমভারত পত্রিকা(১৯২১)

সাম্যবাদী---কাব্য গ্রন্থের কবিতাসমূহ(সাম্যবাদী,নারী,মানুষ, প্রভৃতি), সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকা

সন্ধ্যা কাব্যগন্থের উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো---(চল্ চল্ চল্, জীবন বন্ধনা, গাহি তাহাদের গান)

র্সবহারা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো---(কান্ডারী হোশিয়ারি,(দুর্গম গিরি কান্তার মরুৃ.)

সঞ্চিতা কাব্যগ্রন্থটি কবি রবী ঠাকুরকে উৎর্সগ করেন।

নতুন চাঁদ--- কবির শেষ কাব্য


নাটকঃ      ঝিলি মিলে , আলেয়া, মধুমালা , পুতুলের বিয়ে

অনুবাদ গ্রন্থঃ রুবাইয়াত-ই-হাফিজ,রুবাইয়াত-ই-্ওমর খৈয়াম।


*জীবনী গ্রন্থঃ মরুভাস্কর( রাসূল (দ)এর জীবনী)

*প্রবন্ধ গ্রন্থঃ ধূমকেতু, যুগবাণী, দু’দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী,আমি সৈনিক,মসজিদ ও মন্দির।

*গল্পঃ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা,পদ্মাগোকরা, জীনের বাদশা।

*সম্পাদিত পত্রিকাঃ ধূমকেতু, শাঙ্গল, দৈনিক নবযুগ।

*প্রবন্ধঃ মুহাজিরিন হত্যার দায়ী কে,মন্দির ও মসজিদ, তুর্কি মহিলার ঘোমটা খোলা।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!