রবীন্দ্রনাথ ঠাকুর

Muhammad Jamal Uddin
0

 রবীন্দ্রনাথ ঠাকুর



জন্ম ১৮৬১ ৭মে- মৃত্যু ১৯৪১ ৭ আগস্ট

ছদ্মনাম=ভানুসিংহ ঠাকুর। পিতার নাম =মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতার নাম=সারদা দেবী; তিনি ছিলেন চর্তুদশ সন্তান এশীযদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী(১৯১৩)। ১০ নভেম্বর(গীতাঞ্জলী কাব্যেও জন্য)

*রবীন্দ্রনাথের লেখা প্রথম বই বনফুল(১৮৮০) তবে যে বইটি সবার আগে ছাপা হয়=কবি কাহিনী। 

পরিবারের আসল পদবি ছিল =কুশারী; তার পিতা শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন। বিশ্বকবি অভিধারায় প্রথম অভিষিক্ত করেন=রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। জালিওয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করে

১৯৩৬ সালে ঢাকা বিশ্ব; ১৯৪০ সালে অক্সর্ফোড বিশ্ব; তাকে ডি.লিট উপাধি দেন।

*উপন্যাস = ১২ টি 

দুইবোন এত চতুরঙ্গ ছির যে চোখের বালি দিয়ে রাজর্ষি সাথে যোগাযোগ করত ঘরের বাহিরেশেষের কবিতা উপন্যাসের চার অধ্যায়ে গোরা মাালঞ্চির জন্য বৌ ঠাকুরাণীর কাছে করুণা চাইল।

বৌ ঠাকুরাণীর হাট ১ম উপন্যাস ১৮৮৩ সালে। এটি ঐতিহাসিক উপন্যাস। চার অধ্যায় রাাজনৈতিক উপন্যাস

*কাব্যগ্রন্থ = ৫৬টি 

পূরবী, ভানুংিহ ঠাকুরের, কবি কাহিনী ,নিয়ে বনফুল ও গীতাঞ্জলী লেখেন কিন্তু পুনশ্চ, এর কথা ও কাহিনী ,নবজাতকেরা, জন্মদিনে, সনাই, বজিয়ে বিচিত্রতা, চৈত্রালিকে, উৎসর্গ করলেন। শেষ সপ্তাহে, সন্ধায় গীতালী ও সঞ্চয়িতা ,গল্প সল্প, করতে করতে ক্ষণিকের, মধ্যে বলাাকার, বাড়িতে উপস্থিত হলো পরিশেষে, শেষ লেখায় ,বলতে চাই মানসী ও শ্যামলী ,আরোগ্য ,হয়ে প্রভাত সংগীত, গাইবে। খেয়ার মওয়া

*সোনার তরী কবিতার উল্লেখযোগ্য কবিতা=যেতে নাহি দেব , পুরস্কার , হিং টিং ছট;

*কবির প্রথম গ্রন্থ = কবি কাহিনী ১৮৭৮ ; ২য় গ্রন্থ=বনফুল ১৮৮০ সাল। ভানুসিংহ ঠাকুরের পদাবলি =ব্রজবুলি ভাষায় রচিত। 

*পূরবী কাব্য গ্রন্থটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়াকে উৎর্সগ করেন। 

*গীতাঞ্জলী কাব্যের ইংরেজী অনুবাদ কবি নিজেই করেন=the song offering তবে এর ভূমিকা লিখেন  w.b.yeates  । কবি এটি w.b.yeates  উৎসর্গ করেন। 

*খেয়া = বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎর্সগ করেন। শেষ লেখা = গ্রন্থটি মৃত্যুর পর প্রকাশিত হয়।

*স্মরণ = ¯ত্রী মৃনলিনী দেবীর মৃত্যুকে কেন্দ্র করে লেখেন। 

*প্রহস ঃ

চিরকুমার সভার সভাপতি বৈকুন্ঠের আর শেষ রক্ষা হলো না।

*কবিত ঃ

১৪০০ সালে আমাদের ছোট নদী আষাঢ় মাসে দুই বিঘা জমির জলে পূর্ণ ছিল হিন্দুমেলার দোকানদার সাজাহানের নিরুদ্দেশ নির্জরের স্বপ্নভঙ্গ হয়ে রইল। বিদায় অভিশাপ

#হিন্দু মেলার উপহার  রবীন্দ্রনাথের প্রথম কবিতা; ১৩ বছর বয়সে অমৃতবাজার পত্রিকা প্রকাশ পায়।

*ছোট গল্প ঃ তাকে ছোট গল্পের াজনক বলা হয়। তার প্রথম ছোট গল্প ভিখারিনী ১৮৭৪ ; তবে প্রথম সার্থক ছোট গল্প দেনাপাওনা ১৮৯০

*নাটক ঃ

রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিযে অরুণাচল ও অরুপতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বির্সজন দিতে তাসের দেশে গেলেন। 

#রুদ্রচন্দ্র - লেখকের প্রথম প্রকাশিত নাটক( ১৮৮১ সালে; অনেকের মতে এটি নাটক নয)

# বাল্মীকি প্রতিভা = ১৮৮১ অনেকের মতে লেখকের প্রথম নাটক। 

# কালের যাত্রা= চরৎচন্দ্রকে উৎসর্গ করেন।

 #তাসের দেশ সুভাস চন্দ্র বসুকে উৎর্সগ করেন।

 #বির্সজন = এটিতে গোমতি নদীর কথা আছে। 

# তিনি তার রচিত ১৩ টি নাটকে অভিনয় করেন।

* সামাজিক গল্প ঃ

পোস্টমাস্টার হৈমন্তি দিদিকে ছুটি দিতে চাইলে ও দিদি কাবুলিওয়ালার দেনাপাওনা পণরক্ষার জন্য মেঘ ও রৌদ্রের সাথে মিলিত হয়। 


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!