জসীম উদদীন

Muhammad Jamal Uddin
0


জসীম উদদীন



জসীম উদদীন

১৯০৩-১৯৭৬


পরিচিতি--- পল্লী কবি ; গ্রাম : তাম্বুলখানা একমাত্র উপন্যাস: বোবা কাহিনী

*কাব্যগ্রন্থ: 

নকশী ককাথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট,মা যে জননী কান্দে, মাটির কান্না, রুপবতী সখিনাও চাষার ছেলে রাখঅলীকে নিয়ে ধানক্ষেতে বালুচরে ফুটবল খেলে।

ক্স রাখালী---  কবির প্রথম কাব্যগ্রন্থ।এটির উল্লেখযোগ্য কবিতাগুলো--- কবর, পল্লী জননী, রাখাল ছেলে

কবর কবিতাটি(১১৮)লাইন,প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়

ক্স নকশি কাথার মাঠ---  কবির শ্রেষ্ঠ কাহিনকী কাব্য;ইংরেজী অনুবাদ()অনুবাদক()

*নাটক-----  পদ্মাপাড়ের,বেদের মেয়ে,ও পল্লীবন্ধু, মধুমালা গ্রামের মেয়ে এসেছিল বাঁশের বাঁিশ নিয়ে।

ভ্রমণ কাহিনী:----  জার্মানির শহরে  বন্দরে , চলে মুসাফির , হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়।

*গানের সংকলন---  রঙিলা নায়ের মাঝি, জারিগান, গাঙ্গের পাড়।

*আত্নজীবনী----  জীবন কথায়, যাদের দেখেছি , ঠাকুর বাড়ির আঙ্গিনায়


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!