মাইকেল মধুসূধন দত্ত

Muhammad Jamal Uddin
0



মাইকেল মধুসূধন দত্ত


 মাইকেল মধুসূধন দত্ত

                                                                        ১৮২৪-১৮৭৩

পিতাঃ মহামতি মুনশী রাজ নারায়ণ দত্ত। মাতাঃ জাহ্নবী দেবী

যশোরের কেশরপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগর দাড়ি গ্রামে তার জন্ম।

খ্রিষ্ট্রর্ধম গ্রহণ--- ১৯৪৩সালে

বাংলা সাহিত্যের প্রথম মহাকবি।

তাকে আধুনিক বাংলা সাহিত্যের ( প্রথম বিদ্রোহী কবি ও বলে)

সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক।

কাব্যগ্রন্থ সমূহঃ ব্রজাঙ্গনা,বীরঙ্গনা,চর্তুদশপদী কবিতাবলি,তিলোত্তমাসম্ভব কাব্য,মেঘনাদবধ কাব্য(১৮৬১) , ইংরেজী  দুটি কাব্য()

*মেঘনাদবধ কাব্য---

বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও র্সবশ্রেষ্ট্র মহাকাব্য

এটি বাংলা সাহিত্যের প্রথম র্সাথক মহাকাব্য।

অমিত্রাক্ষর ছন্দে রচিত, * এই কাব্যে র্সগ সংখ্যা ৯ টি

মেঘনাদবধ কাব্য ইংরেজী অনুবাদ করেন---- রাজনারায়ণ বসু।

* চর্তুদশপদী কবিতাবলি

বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।

ইতালীয় কবি প্রের্ত্রাকের অনুসরণে সনেট রচনা করেন।

বঙ্গভাষা কবিতার প্রথম নাম ছিল কবি মাতৃভাষা।

সনেটে ষষ্টকের মিল বিন্যাস(কখখক,কখখক,ঘঙচঘঙচ)/(কখখগ,কখখগ,ঘঙঘঙচচ)১০ম শ্রেণী।

*  বীরঙ্গনা

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য(১১টি পত্র)।

*নাটকঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।

শর্মিষ্ঠা--- বাংলা সাহিত্যের প্রথম র্সাথক নাটক । নাটকটির প্রস্থাবনা---(অলীক কুনাট্যরঙ্গে মজে লোক রাচে বঙ্গে)

*পদ্মাবতী(১৮৬০)ঃ বাংলা সাহিত্যের প্রথম র্সাথক কমেডি নাটক।

*কৃষ্ণকুমারী(১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম র্সাথক ট্রাজেডি।এটি তার শ্রেষ্ট নাটক; চরিত্র(বিলাসবতি ও ভিমসিং)

*প্রহসনঃ একেই কি বলে সভ্যতা(১৮৫৯); বুড়ো শালিকের ঘাড়ে রো(১৮৫৯)

*গদ্য অনুবাদঃ হেক্টর বদ 


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!