some islamic questions

Muhammad Jamal Uddin
0

 



১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।

২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।

৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।

৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।

৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর

৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।

৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।

৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।

৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।

১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷

১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।

১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।

১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।

১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।

১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।

১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।

১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।

১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।

১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।

২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।

২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।

২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।

২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।

২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।

২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।

আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন…।

-🤲🏻 (আমিন)



1. Question: I want to be rich!
A. The Messenger of Allah (PBUH) said, take a little satisfaction; will become rich

2. Question: I want to be the greatest scholar (possessor of Islamic knowledge)!
A. Rasulullah (SAW) said, adopt taqwa (fear of Allah) and you will become a scholar.

3. Q: I want to be honored!
A. The Messenger of Allah (PBUH) said, stop asking the creation; Will be honored.

4. Q: Want to be a good person!
A. The Messenger of Allah (PBUH) said, Do good to people.

5. Q: To be fair!
A. The Messenger of Allah (PBUH) said, choose what you like for yourself; Like it for others too

6. Q: Want to be strong!
A. The Messenger of Allah (PBUH) said, Trust in Allah.

7. Question: I want to have a special status in God's court!
A. The Messenger of Allah (peace be upon him) said, Remember Allah more and more.

8. Question: I want the breadth of sustenance!
A. The Messenger of Allah (PBUH) said, Always be in a state of ablution.

9. Question: I hope that Allah will accept all the prayers!
A. The Messenger of Allah (PBUH) said, refrain from haram food.

10. Question: Wish fullness in faith!
A. The Messenger of Allah (PBUH) said, "Be characterful."

11. Question: I want to meet Allah on the Day of Resurrection without guilt!
A. The Messenger of Allah (PBUH) said, take a bath as soon as Janawat is obligatory.

12. Question: How can sin be reduced?
A. The Messenger of Allah (PBUH) said, do Istighfar more and more.

13. Question: I want to be in the light on the Day of Judgment!
A. The Messenger of Allah (peace be upon him) said, stop oppressing.

14. Question: May God bless you!
A. The Messenger of Allah (PBUH) said, Be kind to the servants of Allah.

15. Question: I want Allah Ta'ala to keep my faults hidden!
A. The Messenger of Allah (PBUH) said, keep the faults of others secret.

16. Q: Want to avoid being humiliated?
A. The Messenger of Allah (peace be upon him) said, Avoid zina (fornication).

17. Question: Want to be loved by Allah and His Messenger (PBUH)?
A. The Messenger of Allah (PBUH) said, Make dear to yourself that which is pleasing to Allah and His Messenger (PBUH).

18. Question: I want to be loyal to God!
A. The Messenger of Allah (PBUH) said, perform the duties with importance.

19. Q: Want to be a doer!
A. The Messenger of Allah (PBUH) said, Worship Allah as if you see Him or He sees you.

20. Question: O Messenger of Allah! (pbuh) What things will help in the forgiveness of sins?
A. The Prophet (PBUH) said,
a) crying. (to Allah, for sins committed)
b) Modesty.
c) Illness.

21. Question: What will cool the fierce fire of hell?
A. The Messenger of Allah (PBUH) said, the troubles of the world.

22. Question: What action will cool the anger of Allah?
A. The Messenger of Allah (PBUH) said, secret donation and protection of kinship.

23. Q: What is the worst?
A. Rasulullah (SAW) said, Mischief and miserliness.

24. Q: What is the best?
A. The Messenger of Allah (PBUH) said, good manners, modesty and patience.

25. Question: What is the way to escape the wrath of Allah?
A. The Messenger of Allah (PBUH) said, Avoid being angry with people.

May Allah Ta'ala grant us all the grace to act...

-🤲🏻 (Amen)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!