দোয়া কবুলের রাত
ফরিয়াদ ফিরিয়ে না দেয়ার রাত ৷
পাঁচ রাতের এক রাত।
ঈদুল ফিতরের রাত ৷
ইমাম ইবনে আসাকীর (رحمة الله) হযরত আবু উমামা (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন—
خَمْسُ لَيالٍ لَا تُرَدُّ فِيهِنَّ الدَّعْوَةُ أوَّلُ لَيْلَةٍ مِنْ رَجَبٍ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبانَ وَلَيْلَةُ الجُمُعَةِ وَلَيْلَةُ الفِطْرِ وَلَيْلَةُ النَّحْرِ
-‘‘পাঁচ রাতেরর দো‘য়া আল্লাহ্ ফেরত দেন না।
১. রজবের প্রথম রাত।
২. শাবানের ১৫ তারিখের রাত্র (শবে বরাত)।
৩. জুম‘আর রাত।
৪. ঈদুল ফিতরের রাত।
৫. ঈদুল আজহার রাত।’’ [১]
আল্লাহ’র কাছে রোনাজারি করুন। কখন যে মাওলার কৃপা এসে যায়; বলা যায় না।
কোন্ তাসবীহ যে কবুল হয়! জানা নেই। কোন্ সালাত, কোন্ সিজদা আর কোন্ অশ্রু যে মেহেরবানির ওসিলা হবে! জানা নেই।
জানি শুধু–তিনি ক্ষমাশীল,গফুরুর রহীম। মুজিবুদ্ দাওয়াত্।
দোয়াতে স্মরণ রাখার আবেদন।
•
[১] ইমাম ইবনে আসাকীর, তারিখে দামেস্ক, ১০/৪০৮ পৃ. ক্রমিক.৯৬৮, শায়খ ইউসুফ নাবহানী, ফতহুল কাবীর, ২/৮৭ পৃ. হা/৬০৭৫, ইমাম সুয়ূতি, জামেউস সগীর, হা/৩৯৩৬।